ETV Bharat / state

তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ BJP-র বিরুদ্ধে - accused

তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ BJP-র বিরুদ্ধে । জখম তৃণমূল কাউন্সিলর সহ এক তৃণমূলকর্মী । এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ।

আক্রান্ত তৃণমূল কাউন্সিলর
author img

By

Published : May 5, 2019, 2:30 PM IST

ব্যারাকপুর, 5 মে : তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর সহ গুরুতর জখম এক তৃণমূলকর্মী । তাঁকে রক্তাক্ত অবস্থায় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । ব্যারাকপুরের কালিয়ানিবাসের ঘটনা ।

গতরাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভ্রকান্তি ব্যানার্জি ও তাঁর সহযোগীরা । অভিযোগ, তখন এলাকার কয়েকজন BJP কর্মী তাদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে । ঘটনায় গুরুতর জখম হয় মোহিত দাস নামে এক তৃণমূলকর্মী । সেইসময় শুভ্রকান্তিবাবু বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় । এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে BJP । দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি অহীন্দ্রনাথ বসু বলেন, "এই ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই । আমাদের কর্মীরা এতটা নামেনি যে শুভ্রকান্তিকে মারতে যাবে । এসব করে আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে ।"

ব্যারাকপুর, 5 মে : তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর সহ গুরুতর জখম এক তৃণমূলকর্মী । তাঁকে রক্তাক্ত অবস্থায় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । ব্যারাকপুরের কালিয়ানিবাসের ঘটনা ।

গতরাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভ্রকান্তি ব্যানার্জি ও তাঁর সহযোগীরা । অভিযোগ, তখন এলাকার কয়েকজন BJP কর্মী তাদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে । ঘটনায় গুরুতর জখম হয় মোহিত দাস নামে এক তৃণমূলকর্মী । সেইসময় শুভ্রকান্তিবাবু বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় । এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে BJP । দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি অহীন্দ্রনাথ বসু বলেন, "এই ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই । আমাদের কর্মীরা এতটা নামেনি যে শুভ্রকান্তিকে মারতে যাবে । এসব করে আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে ।"


Amroha (UP), May 05 (ANI): A massive fire broke out in a sugar mill factory on Saturday in Uttar Pradesh's Amroha. Two Fire tenders reached to the spot. Fire has been doused now. The mill has been closed due to the fire. No casualty has been reported.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.