ব্যারাকপুর, 5 মে : তৃণমূল কাউন্সিলরকে মারধরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর সহ গুরুতর জখম এক তৃণমূলকর্মী । তাঁকে রক্তাক্ত অবস্থায় ব্যারাকপুরের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে । ব্যারাকপুরের কালিয়ানিবাসের ঘটনা ।
গতরাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন ব্যারাকপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভ্রকান্তি ব্যানার্জি ও তাঁর সহযোগীরা । অভিযোগ, তখন এলাকার কয়েকজন BJP কর্মী তাদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে । ঘটনায় গুরুতর জখম হয় মোহিত দাস নামে এক তৃণমূলকর্মী । সেইসময় শুভ্রকান্তিবাবু বাধা দিতে গেলে তাঁকে বেধড়ক মারধর করা হয় । এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে টিটাগড় থানার পুলিশ ।
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে BJP । দলের ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি অহীন্দ্রনাথ বসু বলেন, "এই ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই । আমাদের কর্মীরা এতটা নামেনি যে শুভ্রকান্তিকে মারতে যাবে । এসব করে আমাদের কর্মীদের ভয় দেখানো হচ্ছে ।"