ETV Bharat / state

Biman Slams Bratya: শিক্ষা দফতরে যোগ্য লোকের অভাব থাকায় জোচ্চুরি বেড়েছে, ব্রাত্যকে নিশানা বিমানের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 24, 2023, 4:50 PM IST

Updated : Sep 24, 2023, 5:47 PM IST

Biman Bose slams Bratya Basu: শিক্ষা দফতর অযোগ্য । তার ফলেই শিক্ষাক্ষেত্রে জোচ্চুরি বেড়েছে ।এ ভাবেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিশানা করলেন বিমান বসু ।

Biman Slams Bratya
ব্রাত্যকে নিশানা বিমানের
ব্রাত্য বসুকে নিশানা করলেন বিমান বসু

বারাসত, 24 সেপ্টেম্বর: শিক্ষা দফতরে যোগ্য লোকের অভাব রয়েছে । তার ফলেই শিক্ষা ক্ষেত্রে জাল, জোচ্চুরি বেড়েছে । মুরুব্বিরা করে-কম্মে খাচ্ছে । রাজ‍্য-রাজ‍্যপাল সংঘাতের আবহে এ বার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এভাবেই নিশানা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । রবিবার উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে এক রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি । রাজ‍্যপাল সিভি আনন্দ বোসকে শিক্ষামন্ত্রীর আক্রমণ করা নিয়ে মুখ খুলে বিমান বলেন, সাংবিধানিক পদে থাকা একজনের বিরুদ্ধে যা খুশি বলা যায় না ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিজের দফতরের কাজে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান ।

রাজ্যে বেড়েই চলেছে রাজ‍্য-রাজ‍্যপাল সংঘাত ৷ শনিবারও এই ইস্যুতে রাজ‍্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । রাজ্যপালকে নিয়ে তিনি প্রয়োগ করেছেন নানা তীক্ষ্ণ শব্দ ৷ 'সাদা হাতি'-র মতো পদ রাখার কোনও যৌক্তিকতা আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী । তাঁর এই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিমান বসুর বক্তব, নিজের কাজে মন দেওয়া উচিত শিক্ষামন্ত্রীর ৷ রাজ‍্যপালকে কবি, সাদা হাতি এবং জেমস বন্ডের সঙ্গে তুলনা করাকেও ভালোভাবে নেননি এই দুঁদে সিপিএম নেতা ।

বিমানের কথায়, "সাদা হাতি পোষা একটা কথার কথা ! তার মানে এই নয় যে রাজ‍্যপালকে জেমস বন্ড কিংবা অন‍্য কিছুর সঙ্গে তুলনা করতে হবে । এটা শোভনীয় নয় । যেটা সঠিক নয় সেটা সবার ক্ষেত্রেই বেঠিক । কেন তাঁকে জেমস বন্ড বলব ! এটা ঠিক নয় ৷"

রাজ‍্যপালের পদ নিয়ে বামেদের সুরই এখন শোনা যাচ্ছে বর্তমান শিক্ষামন্ত্রীর গলাতে । সেই প্রসঙ্গে বিমান বসু বলেন, "অভিজ্ঞতার নিরিখে আমরা বারবার বলেছি কেন্দ্র এবং রাজ‍্যের সম্পর্ক পুনর্বিন্যাস হওয়া প্রয়োজন । সেই পুনর্বিন্যাস করার মানে এই নয় যে, কোনও একজন পাইক বরকন্দাজকে বসিয়ে দিতে হবে । পাইক বরকন্দাজের মতো কাজ করলে রাজ‍্য সরকারের সমস্যা হয়, এ নিয়ে কোনও সন্দেহ নেই । যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্র এবং রাজ‍্য প্রত্যেকেরই নিজস্ব অধিকার রয়েছে । সেটা মেনে চলতে হবে সকলকেই । না মেনে চললে সমস্যা তৈরি হয় ৷"

আরও পড়ুন: মণিপুরে নিয়ে প্রতিবাদে সোমবার মৌলালীতে অবস্থান-বিক্ষোভে বামেরা

অন‍্যদিকে, হুগলিতে একই ফ্লেক্সে মমতা-অভিষেকের সঙ্গে অধীর-সেলিম-সুজনের ছবি থাকা নিয়ে চক্রান্তের গন্ধ খুঁজে পাচ্ছেন সিপিএম নেতা বিমান বসু । এই প্রসঙ্গে তিনি বলেন, "জল দিয়ে তো অত বড় ফ্লেক্স করা যায় না ! নিশ্চয় কেউ না কেউ টাকা দিয়েছে । কারা দিল সেই টাকা ? কারা রয়েছে এর পিছনে ? সেটা খোঁজা দরকার । কোনও না কোনও অভিসন্ধি তো অবশ্যই রয়েছে । তা না হলে ফ্লেক্স টাঙাতে যাবে কেন ৷"

ব্রাত্য বসুকে নিশানা করলেন বিমান বসু

বারাসত, 24 সেপ্টেম্বর: শিক্ষা দফতরে যোগ্য লোকের অভাব রয়েছে । তার ফলেই শিক্ষা ক্ষেত্রে জাল, জোচ্চুরি বেড়েছে । মুরুব্বিরা করে-কম্মে খাচ্ছে । রাজ‍্য-রাজ‍্যপাল সংঘাতের আবহে এ বার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে এভাবেই নিশানা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু । রবিবার উত্তর 24 পরগনার জেলাসদর বারাসতে এক রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে এ কথা বলেন তিনি । রাজ‍্যপাল সিভি আনন্দ বোসকে শিক্ষামন্ত্রীর আক্রমণ করা নিয়ে মুখ খুলে বিমান বলেন, সাংবিধানিক পদে থাকা একজনের বিরুদ্ধে যা খুশি বলা যায় না ৷ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিজের দফতরের কাজে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান ।

রাজ্যে বেড়েই চলেছে রাজ‍্য-রাজ‍্যপাল সংঘাত ৷ শনিবারও এই ইস্যুতে রাজ‍্যের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোসের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু । রাজ্যপালকে নিয়ে তিনি প্রয়োগ করেছেন নানা তীক্ষ্ণ শব্দ ৷ 'সাদা হাতি'-র মতো পদ রাখার কোনও যৌক্তিকতা আছে কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী । তাঁর এই মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিমান বসুর বক্তব, নিজের কাজে মন দেওয়া উচিত শিক্ষামন্ত্রীর ৷ রাজ‍্যপালকে কবি, সাদা হাতি এবং জেমস বন্ডের সঙ্গে তুলনা করাকেও ভালোভাবে নেননি এই দুঁদে সিপিএম নেতা ।

বিমানের কথায়, "সাদা হাতি পোষা একটা কথার কথা ! তার মানে এই নয় যে রাজ‍্যপালকে জেমস বন্ড কিংবা অন‍্য কিছুর সঙ্গে তুলনা করতে হবে । এটা শোভনীয় নয় । যেটা সঠিক নয় সেটা সবার ক্ষেত্রেই বেঠিক । কেন তাঁকে জেমস বন্ড বলব ! এটা ঠিক নয় ৷"

রাজ‍্যপালের পদ নিয়ে বামেদের সুরই এখন শোনা যাচ্ছে বর্তমান শিক্ষামন্ত্রীর গলাতে । সেই প্রসঙ্গে বিমান বসু বলেন, "অভিজ্ঞতার নিরিখে আমরা বারবার বলেছি কেন্দ্র এবং রাজ‍্যের সম্পর্ক পুনর্বিন্যাস হওয়া প্রয়োজন । সেই পুনর্বিন্যাস করার মানে এই নয় যে, কোনও একজন পাইক বরকন্দাজকে বসিয়ে দিতে হবে । পাইক বরকন্দাজের মতো কাজ করলে রাজ‍্য সরকারের সমস্যা হয়, এ নিয়ে কোনও সন্দেহ নেই । যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্র এবং রাজ‍্য প্রত্যেকেরই নিজস্ব অধিকার রয়েছে । সেটা মেনে চলতে হবে সকলকেই । না মেনে চললে সমস্যা তৈরি হয় ৷"

আরও পড়ুন: মণিপুরে নিয়ে প্রতিবাদে সোমবার মৌলালীতে অবস্থান-বিক্ষোভে বামেরা

অন‍্যদিকে, হুগলিতে একই ফ্লেক্সে মমতা-অভিষেকের সঙ্গে অধীর-সেলিম-সুজনের ছবি থাকা নিয়ে চক্রান্তের গন্ধ খুঁজে পাচ্ছেন সিপিএম নেতা বিমান বসু । এই প্রসঙ্গে তিনি বলেন, "জল দিয়ে তো অত বড় ফ্লেক্স করা যায় না ! নিশ্চয় কেউ না কেউ টাকা দিয়েছে । কারা দিল সেই টাকা ? কারা রয়েছে এর পিছনে ? সেটা খোঁজা দরকার । কোনও না কোনও অভিসন্ধি তো অবশ্যই রয়েছে । তা না হলে ফ্লেক্স টাঙাতে যাবে কেন ৷"

Last Updated : Sep 24, 2023, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.