ETV Bharat / state

বিধাননগর পৌরনিগমের অর্থনৈতিক অবস্থা খারাপ, মানলেন মেয়র - Board Meeting

আজ বিধাননগর পৌরনিগমের বোর্ড মিটিং শেষে মেয়র জানান পৌরনিগমের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ । কর নেওয়া হবে বাজার থেকে ৷

কৃষ্ণা
author img

By

Published : Sep 9, 2019, 11:12 PM IST

বিধাননগর, 9 সেপ্টেম্বর: আর্থিক সমস্যায় জর্জরিত বিধাননগর পৌরনিগম৷ মানলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী । আজ বিধাননগর বোর্ড মিটিং শেষে তিনি বলেন, পৌরনিগমের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ।

রাস্তা তৈরির জন্য 75 কোটি টাকা বরাদ্দ করেছে বিধাননগর পৌরনিগম ৷ এছাড়াও একটি সংস্থার সঙ্গে আলোকসজ্জার বিষয়ে চুক্তি হয়েছে ৷ বিধাননগরের যেখানে আলোর অভাব রয়েছে সেখানা আলোর ব্যবস্থা করা হবে ৷ পুজোর আগেই বিধাননগরের আলোকসজ্জার কাজ শেষ করা হবে৷ অন্যদিকে মহিষবাথানে তৈরি হচ্ছে দুটি জলাধার । অক্টোবর মাসের পর এই জলাধার দুটি উদ্বোধন করা হবে৷

বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, "এই বর্ষাতেই বিধাননগরের বিভিন্ন রাস্তায় গর্ত হয়ে গেছে । এগুলো আমাদের যুদ্ধকালীন তৎপরতায় সমাধান করতে হবে । বিধাননগরের আলোকসজ্জা নিয়ে আমাদের একটি কম্পানির সঙ্গে চুক্তি হয়েছে৷ আমি ওই সংস্থার সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ রাখছি ৷ চতুর্থীর মধ্যেই বিধাননগরকে আলোয় মুড়ে ফেলা হবে৷ "

এদিকে পদত্যাগ করার পর পৌরনিগমে দেখা যায়নি প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে । বিধাননগর পৌরনিগমের বর্তমান মেয়র কৃষ্ণা চক্রবর্তীর শপথ হোক কিংবা চেয়ারপার্সন এবং মেয়র পারিষদদের শপথ অনুষ্ঠান, সবেতেই অনুপস্থিত ছিলেন তিনি । আজকের বোর্ড মিটিংয়েও সব্যসাচী দত্তকে দেখতে পাওয়া যায়নি ।

পৌরনিগমের কাজে কেন অনুপস্থিত সব্যসাচী দত্ত ? তিনি কেন আজ বোর্ড মিটিংয়ে এলেন না?এনিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ৷ বিধাননগর পৌরনিগমের ইতিউতি ঘুরছে এই প্রশ্নই ৷ বর্তমান মেয়রও সরাসরি কিছু বলতে নারাজ ৷ আজ বোর্ড মিটিং শেষে কৃষ্ণা চক্রবর্তী বলেন, " নিশ্চয়ই তিনি কোনও কাজে আটকে আছেন । কে কোথায় আছে কীভাবে খোঁজ নেব ? বোর্ড মিটিংয়ে তাঁর না আসার কারণ চেয়ারপার্সন বলতে পারবেন৷ বোর্ড মিংটিংয়ের বিষয়টা আমার এক্তিয়ারের বাইরে, ওটা চেয়ারপার্সনই দেখেন৷ তবে কাউন্সিলররা পৌরনিগমে এলে ভালো হয় । সবাই মিলে কাজ করলে কাজে সুবিধা হয় । "

বিধাননগর, 9 সেপ্টেম্বর: আর্থিক সমস্যায় জর্জরিত বিধাননগর পৌরনিগম৷ মানলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী । আজ বিধাননগর বোর্ড মিটিং শেষে তিনি বলেন, পৌরনিগমের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ।

রাস্তা তৈরির জন্য 75 কোটি টাকা বরাদ্দ করেছে বিধাননগর পৌরনিগম ৷ এছাড়াও একটি সংস্থার সঙ্গে আলোকসজ্জার বিষয়ে চুক্তি হয়েছে ৷ বিধাননগরের যেখানে আলোর অভাব রয়েছে সেখানা আলোর ব্যবস্থা করা হবে ৷ পুজোর আগেই বিধাননগরের আলোকসজ্জার কাজ শেষ করা হবে৷ অন্যদিকে মহিষবাথানে তৈরি হচ্ছে দুটি জলাধার । অক্টোবর মাসের পর এই জলাধার দুটি উদ্বোধন করা হবে৷

বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, "এই বর্ষাতেই বিধাননগরের বিভিন্ন রাস্তায় গর্ত হয়ে গেছে । এগুলো আমাদের যুদ্ধকালীন তৎপরতায় সমাধান করতে হবে । বিধাননগরের আলোকসজ্জা নিয়ে আমাদের একটি কম্পানির সঙ্গে চুক্তি হয়েছে৷ আমি ওই সংস্থার সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ রাখছি ৷ চতুর্থীর মধ্যেই বিধাননগরকে আলোয় মুড়ে ফেলা হবে৷ "

এদিকে পদত্যাগ করার পর পৌরনিগমে দেখা যায়নি প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে । বিধাননগর পৌরনিগমের বর্তমান মেয়র কৃষ্ণা চক্রবর্তীর শপথ হোক কিংবা চেয়ারপার্সন এবং মেয়র পারিষদদের শপথ অনুষ্ঠান, সবেতেই অনুপস্থিত ছিলেন তিনি । আজকের বোর্ড মিটিংয়েও সব্যসাচী দত্তকে দেখতে পাওয়া যায়নি ।

পৌরনিগমের কাজে কেন অনুপস্থিত সব্যসাচী দত্ত ? তিনি কেন আজ বোর্ড মিটিংয়ে এলেন না?এনিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ৷ বিধাননগর পৌরনিগমের ইতিউতি ঘুরছে এই প্রশ্নই ৷ বর্তমান মেয়রও সরাসরি কিছু বলতে নারাজ ৷ আজ বোর্ড মিটিং শেষে কৃষ্ণা চক্রবর্তী বলেন, " নিশ্চয়ই তিনি কোনও কাজে আটকে আছেন । কে কোথায় আছে কীভাবে খোঁজ নেব ? বোর্ড মিটিংয়ে তাঁর না আসার কারণ চেয়ারপার্সন বলতে পারবেন৷ বোর্ড মিংটিংয়ের বিষয়টা আমার এক্তিয়ারের বাইরে, ওটা চেয়ারপার্সনই দেখেন৷ তবে কাউন্সিলররা পৌরনিগমে এলে ভালো হয় । সবাই মিলে কাজ করলে কাজে সুবিধা হয় । "

Intro:

বিধাননগর, ৯ সেপ্টেম্বর: সব্যসাচী দত্তের আমলে সিদ্ধান্তহীনতার জেরে সমস্যায় বর্তমান পুরবোর্ড মেনে নিলেন কৃষ্ণা চক্রবর্তী। সোমবার বিধান নগর পুরনিগমের বোর্ড মিটিংয়ের শেষে তিনি জানালেন পূর্নীগমেরব অর্থনৈতিক অবস্থা খুব খারাপ । রাস্তাঘাট বেহাল, আলোর অভাব, রাজারহাটে বিপুল অনুন্নয়ন রয়েইছে। অবস্থা এমন পুরনীগমের বাজারগুলি থেকে এখন ট্যাক্স তুলতে হবে। জানালেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তিনি বলেন, "চার বছরে যে কোন কারণেই হোক আলো আমাদের হয়নি। আমাদের আলো দরকার আছে। সিদ্ধান্ত নেওয়ার অভাবে হয়েছে।

Body:তবে সুখবর রয়েছে বিধাননগরবাসীর জন্য। ৭৫কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাস্তা তৈরীর জন্য এছাড়াও একটি কোম্পানির সঙ্গে আলোর বিষয়ে চুক্তি হয়েছে ফলে বিধান নগরের বিভিন্ন রাস্তায় যেখানে আলোর অভাব রয়েছে লাগানো হবে অন্যদিকে মহিষবাথান তৈরি হচ্ছে দুটি জলাধার। অক্টোবর মাসের পর এই জলাধার উদ্বোধন হয়ে গেলে বিধান নগর বিধান নগরের জল কষ্ট দূর হয়ে যাবে বললেন কৃষ্ণ চক্রবর্তী। তিনি আরো বলেন, " বর্ষাতে দেখলাম প্রচুর রাস্তায় গর্ত হয়ে গেছে। এগুলো আমাদের যুদ্ধকালীন তৎপরতায় সমাধান করতে হবে। আলোর ব্যাপারে আমাদের একটি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি হয়েছে এবং সেই চুক্তি অনুযায়ী আমাদের সঙ্গে খাতায় কলমে সই বাকি আছে। চতুর্থীর মধ্যে আমাদের সব জায়গায় যেন লাইট জ্বলে যায় সেই ব্যবস্থা করব। আমাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। বাজারগুলো থেকেও আমরা নিয়ম মেনে কর আদায় করব। যাতে মানুষের অসুবিধা না হয়।

Conclusion:পদত্যাগ করার পরে পুরনিগমে গরহাজীর থেকেছেন প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। বিধাননগর পুরনিগমের বর্তমান মেয়র কৃষ্ণা চক্রবর্তীর শপথ হোক কিংবা চেয়ারপারসন এবং মেয়র পরিষদের শপথ অনুষ্ঠান। সবেতেই অনুপস্থিত থেকেছেন সব্যসাচী দত্ত। এদিনের বোর্ড মিটিংয়ে দেখা মেলেনি সব্যসাচীর। তিনি কেন এলেন না এ বিষয়ে কৃষ্ণা চক্রবর্তী কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "নিশ্চয়ই তিনি কোন কাজে আটকে আছেন। কে কোথায় আছে কিভাবে খোঁজ নেব। চেয়ারপার্সন বলতে পারবেন। তবে কাউন্সিলররা এলে ভালই হয়। সবাই মিলে কাজ করলে কাজের সুবিধা হয়"।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.