বিধাননগর, 9 সেপ্টেম্বর: আর্থিক সমস্যায় জর্জরিত বিধাননগর পৌরনিগম৷ মানলেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী । আজ বিধাননগর বোর্ড মিটিং শেষে তিনি বলেন, পৌরনিগমের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ।
রাস্তা তৈরির জন্য 75 কোটি টাকা বরাদ্দ করেছে বিধাননগর পৌরনিগম ৷ এছাড়াও একটি সংস্থার সঙ্গে আলোকসজ্জার বিষয়ে চুক্তি হয়েছে ৷ বিধাননগরের যেখানে আলোর অভাব রয়েছে সেখানা আলোর ব্যবস্থা করা হবে ৷ পুজোর আগেই বিধাননগরের আলোকসজ্জার কাজ শেষ করা হবে৷ অন্যদিকে মহিষবাথানে তৈরি হচ্ছে দুটি জলাধার । অক্টোবর মাসের পর এই জলাধার দুটি উদ্বোধন করা হবে৷
বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, "এই বর্ষাতেই বিধাননগরের বিভিন্ন রাস্তায় গর্ত হয়ে গেছে । এগুলো আমাদের যুদ্ধকালীন তৎপরতায় সমাধান করতে হবে । বিধাননগরের আলোকসজ্জা নিয়ে আমাদের একটি কম্পানির সঙ্গে চুক্তি হয়েছে৷ আমি ওই সংস্থার সঙ্গে ব্যক্তিগত ভাবে যোগাযোগ রাখছি ৷ চতুর্থীর মধ্যেই বিধাননগরকে আলোয় মুড়ে ফেলা হবে৷ "
এদিকে পদত্যাগ করার পর পৌরনিগমে দেখা যায়নি প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে । বিধাননগর পৌরনিগমের বর্তমান মেয়র কৃষ্ণা চক্রবর্তীর শপথ হোক কিংবা চেয়ারপার্সন এবং মেয়র পারিষদদের শপথ অনুষ্ঠান, সবেতেই অনুপস্থিত ছিলেন তিনি । আজকের বোর্ড মিটিংয়েও সব্যসাচী দত্তকে দেখতে পাওয়া যায়নি ।
পৌরনিগমের কাজে কেন অনুপস্থিত সব্যসাচী দত্ত ? তিনি কেন আজ বোর্ড মিটিংয়ে এলেন না?এনিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে ৷ বিধাননগর পৌরনিগমের ইতিউতি ঘুরছে এই প্রশ্নই ৷ বর্তমান মেয়রও সরাসরি কিছু বলতে নারাজ ৷ আজ বোর্ড মিটিং শেষে কৃষ্ণা চক্রবর্তী বলেন, " নিশ্চয়ই তিনি কোনও কাজে আটকে আছেন । কে কোথায় আছে কীভাবে খোঁজ নেব ? বোর্ড মিটিংয়ে তাঁর না আসার কারণ চেয়ারপার্সন বলতে পারবেন৷ বোর্ড মিংটিংয়ের বিষয়টা আমার এক্তিয়ারের বাইরে, ওটা চেয়ারপার্সনই দেখেন৷ তবে কাউন্সিলররা পৌরনিগমে এলে ভালো হয় । সবাই মিলে কাজ করলে কাজে সুবিধা হয় । "