ETV Bharat / state

আজ ফের CGO-তে বিধাননগর পুলিশের দুটি দল - cgo

CGO কমপ্লেক্সের সামনে রুট মার্চ CRPF-এর

cgo
author img

By

Published : Feb 4, 2019, 1:23 PM IST

বিধাননগর, ৪ ফেব্রুয়ারি : CGO কমপ্লেক্সের দখল গতকাল রাতেই নিয়েছে CRPF(সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স)। ফলে সেখান থেকে চলে যায় বিধাননগর পুলিশের দল। তবে আজ সকাল ৬টা নাগাদ বিধাননগর পুলিশের দুটি দল আবারও পৌঁছায় CGO কমপ্লেক্সে। প্রত্যেকের যাতায়াত নজর রেখেছে তারা। তবে কমপ্লেক্সের মেইন গেটের ভিতর তাদের ঢুকতে দেওয়া হয়নি। ভিতরে নিরাপত্তার দায়িত্বে আছে CRPF।

CGO কমপ্লেক্সের সামনে রুট মার্চ CRPF-এর।

বিধাননগর, ৪ ফেব্রুয়ারি : CGO কমপ্লেক্সের দখল গতকাল রাতেই নিয়েছে CRPF(সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স)। ফলে সেখান থেকে চলে যায় বিধাননগর পুলিশের দল। তবে আজ সকাল ৬টা নাগাদ বিধাননগর পুলিশের দুটি দল আবারও পৌঁছায় CGO কমপ্লেক্সে। প্রত্যেকের যাতায়াত নজর রেখেছে তারা। তবে কমপ্লেক্সের মেইন গেটের ভিতর তাদের ঢুকতে দেওয়া হয়নি। ভিতরে নিরাপত্তার দায়িত্বে আছে CRPF।

CGO কমপ্লেক্সের সামনে রুট মার্চ CRPF-এর।


Prayagraj (Uttar Pradesh), Feb 04 (ANI): Thousands of devotees throng at thronged at Sangam to take holy dip at Triveni Sangam in Uttar Pradesh's Prayagraj. Today marks the second Shahi Snan of Ardh Kumbh Mela 2019. Devotees will take holy dip on the occasion of Mauni amavasya. The Kumbh Mela will conclude on March 04.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.