ETV Bharat / state

হাড়োয়ায় বোমার আঘাতে জখম কিশোর

author img

By

Published : Apr 9, 2021, 12:17 PM IST

বোমার আঘাতে জখম হল এক কিশোর ৷ রফিকুল ইসলাম নামে ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার আরজি কর হাসপাতালে । রাজনৈতিক কোনও কারণ আছে কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ।

বোমার আঘাতে হাত উড়ল বিজেপি সমর্থকের , উত্তেজনা হাড়োয়ায়
বোমার আঘাতে হাত উড়ল বিজেপি সমর্থকের , উত্তেজনা হাড়োয়ায়

হাড়োয়া , 9 এপ্রিল : দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম এক কিশোর । রফিকুল ইসলাম নামে ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার আরজি কর হাসপাতালে । ঘটনাটি ঘটেছে হাড়োয়ার আটপুকুর এলাকায় । ঘটনার পিছনে রাজনীতি নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।

হাড়োয়ায় বোমার আঘাতে জখম কিশোর

জানা গিয়েছে, বছর ষোলোর রফিকুল পেশায় দিনমজুর । বৃহস্পতিবার রাতে সবে কাজ থেকে বাড়ি ফিরে ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছিল সে । কিছুক্ষণ পর বারান্দায় আসতেই দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে রফিকুল জখম হয় বলে অভিযোগ । বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন রফিকুলের মা শাহিদা বিবি । তিনি এসে দেখেন, ছেলে বারান্দায় পড়ে কাতরাচ্ছে । চারিদিক রক্তে ভেসে যাচ্ছে । তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁদের সহযোগিতায় গুরুতর আহত রফিকুলকে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । সেখানে তার শারীরিক অবস্থা দেখে চিকিৎসকরা অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন ৷ এরপর রফিকুলকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

এই বিষয়ে রফিকুলের মা বলেন, "সবে ও কাজ থেকে বাড়ি ফিরেছে । এমন সময় বোমার বিকট শব্দে কেঁপে উঠি আমরা । বাইরে বেরোতেই দেখি ছেলে বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে । যন্ত্রণায় ছটফট করছে সে । বারবার জল চাইছিল ।’’

এদিকে, ভোটের মুখে এই ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে হাড়োয়া বিধানসভা এলাকায় । ঘটনার পিছনে রাজনৈতিক কোনও কারণ আছে কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ।

আরও পড়ুন : কোভিড রুখতে এবার বেঙ্গালুরু-সহ কর্নাটকের 6 শহরে নাইট কার্ফু

হাড়োয়া , 9 এপ্রিল : দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম এক কিশোর । রফিকুল ইসলাম নামে ওই কিশোরকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয়েছে কলকাতার আরজি কর হাসপাতালে । ঘটনাটি ঘটেছে হাড়োয়ার আটপুকুর এলাকায় । ঘটনার পিছনে রাজনীতি নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।

হাড়োয়ায় বোমার আঘাতে জখম কিশোর

জানা গিয়েছে, বছর ষোলোর রফিকুল পেশায় দিনমজুর । বৃহস্পতিবার রাতে সবে কাজ থেকে বাড়ি ফিরে ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছিল সে । কিছুক্ষণ পর বারান্দায় আসতেই দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে রফিকুল জখম হয় বলে অভিযোগ । বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা । আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন রফিকুলের মা শাহিদা বিবি । তিনি এসে দেখেন, ছেলে বারান্দায় পড়ে কাতরাচ্ছে । চারিদিক রক্তে ভেসে যাচ্ছে । তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁদের সহযোগিতায় গুরুতর আহত রফিকুলকে নিয়ে যাওয়া হয় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে । সেখানে তার শারীরিক অবস্থা দেখে চিকিৎসকরা অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন ৷ এরপর রফিকুলকে কলকাতার আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

এই বিষয়ে রফিকুলের মা বলেন, "সবে ও কাজ থেকে বাড়ি ফিরেছে । এমন সময় বোমার বিকট শব্দে কেঁপে উঠি আমরা । বাইরে বেরোতেই দেখি ছেলে বোমার আঘাতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে । যন্ত্রণায় ছটফট করছে সে । বারবার জল চাইছিল ।’’

এদিকে, ভোটের মুখে এই ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তাপ চড়তে শুরু করেছে হাড়োয়া বিধানসভা এলাকায় । ঘটনার পিছনে রাজনৈতিক কোনও কারণ আছে কিনা তা জানতে তদন্তে নেমেছে পুলিশ ।

আরও পড়ুন : কোভিড রুখতে এবার বেঙ্গালুরু-সহ কর্নাটকের 6 শহরে নাইট কার্ফু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.