ETV Bharat / state

জ্যোতিপ্রিয় না রাহুল ? হাবরায় শেষ হাসি কার...

দিনভর হাবরার ভোটে নজর ছিল জ্যোতিপ্রিয়র দিকেই ৷ কারণ, তাঁর বিরোধী প্রার্থীকে ময়দানেই দেখা গেল না ভোটের দিন ৷ জ্যোতিপ্রিয়দের অভিযোগের পর কোনও পাল্টা প্রতিক্রিয়াও শোনা গেল না রাহুল সিনহার গলায় ৷ তাহলে কি লড়াইয়ের আগেই হার মেনে নিলেন রাহুল ? কী বলছে রাহুলের সমীকরণ ?

West Bengal Assembly Election 2021
ছবি
author img

By

Published : Apr 22, 2021, 11:01 PM IST

হাবরা, 22 এপ্রিল : কলকাতা থেকে দুই তাবড় নেতাকে নিয়ে গিয়ে বসানো হয়েছিল হাবরায় ৷ একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক ৷ অন্যদিকে রাহুল সিনহা ৷ ষষ্ঠ দফার ভোটে অন্যতম হেভিওয়েট কেন্দ্র ছিল এটি ৷ রাজ্য রাজনীতির সবার নজর ছিল হাবরার দিকে ৷

দিনের শুরুটা মোটেও খুব একটা ভাল ছিল না হাবরায় ৷ এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে প্রথম উত্তেজনা ছড়ায় ৷ যদিও কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷

ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকেই হাবরার একাধিক বুথে অশান্তির খবর সামনে আসে ৷ কোথাও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আবার কোথাও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ৷ প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ বাহিনীর বিরুদ্ধে ৷ কোথাও কোথাও সংখ্যালঘু মহিলা ভোটারদের ভয় দেখানোর অভিযোগও উঠল ৷

জ্যোতিপ্রিয় মল্লিককে দেখা গেল দিনভর ঘুরে বেরাতে ৷ বুথে বুথে ঘুরে বেরালেন ৷ যেখান থেকেই অভিযোগ পেলেন, ছুটে গেলেন সেখানে ৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন ৷ রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন ৷ বিক্ষোভের জেরে জ্যোতিপ্রিয়র সঙ্গে কথা বলতে এলেন বাহিনীর আধিকারিকরা ৷ আশ্বাস দিলেন ৷ মহিলা পুলিশকর্মীরা ভোটারদের বুথে নিয়ে আসবেন বলেও আশ্বাস দেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা ৷

আরও পড়ুন : কমিশনের নির্দেশের ভার্চুয়াল প্রচারের ঘোষণা মমতার

দিনভর হাবরার ভোটে নজর ছিল জ্যোতিপ্রিয়র দিকেই ৷ কারণ, তাঁর বিরোধী প্রার্থীকে ময়দানেই দেখা গেল না ভোটের দিন ৷ জ্যোতিপ্রিয়দের অভিযোগের পর কোনও পাল্টা প্রতিক্রিয়াও শোনা গেল না রাহুল সিনহার গলায় ৷ তাহলে কি লড়াইয়ের আগেই হার মেনে নিলেন রাহুল ? আজকের ছবিটা কি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে ? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও সমীকরণ ? প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল যে অভিযোগ তুলছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, সেই বাহিনীর উপর ভরসা করেই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন রাহুল সিনহা ? কৌতুহলটা থেকেই যাচ্ছে ৷

হাবরা, 22 এপ্রিল : কলকাতা থেকে দুই তাবড় নেতাকে নিয়ে গিয়ে বসানো হয়েছিল হাবরায় ৷ একদিকে জ্যোতিপ্রিয় মল্লিক ৷ অন্যদিকে রাহুল সিনহা ৷ ষষ্ঠ দফার ভোটে অন্যতম হেভিওয়েট কেন্দ্র ছিল এটি ৷ রাজ্য রাজনীতির সবার নজর ছিল হাবরার দিকে ৷

দিনের শুরুটা মোটেও খুব একটা ভাল ছিল না হাবরায় ৷ এক অজ্ঞাতপরিচয় যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে প্রথম উত্তেজনা ছড়ায় ৷ যদিও কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে ৷

ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকেই হাবরার একাধিক বুথে অশান্তির খবর সামনে আসে ৷ কোথাও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ আবার কোথাও ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ৷ প্রতিটি ক্ষেত্রেই অভিযোগ বাহিনীর বিরুদ্ধে ৷ কোথাও কোথাও সংখ্যালঘু মহিলা ভোটারদের ভয় দেখানোর অভিযোগও উঠল ৷

জ্যোতিপ্রিয় মল্লিককে দেখা গেল দিনভর ঘুরে বেরাতে ৷ বুথে বুথে ঘুরে বেরালেন ৷ যেখান থেকেই অভিযোগ পেলেন, ছুটে গেলেন সেখানে ৷ কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন ৷ রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন ৷ বিক্ষোভের জেরে জ্যোতিপ্রিয়র সঙ্গে কথা বলতে এলেন বাহিনীর আধিকারিকরা ৷ আশ্বাস দিলেন ৷ মহিলা পুলিশকর্মীরা ভোটারদের বুথে নিয়ে আসবেন বলেও আশ্বাস দেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা ৷

আরও পড়ুন : কমিশনের নির্দেশের ভার্চুয়াল প্রচারের ঘোষণা মমতার

দিনভর হাবরার ভোটে নজর ছিল জ্যোতিপ্রিয়র দিকেই ৷ কারণ, তাঁর বিরোধী প্রার্থীকে ময়দানেই দেখা গেল না ভোটের দিন ৷ জ্যোতিপ্রিয়দের অভিযোগের পর কোনও পাল্টা প্রতিক্রিয়াও শোনা গেল না রাহুল সিনহার গলায় ৷ তাহলে কি লড়াইয়ের আগেই হার মেনে নিলেন রাহুল ? আজকের ছবিটা কি সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে ? নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও সমীকরণ ? প্রশ্ন উঠছে, তাহলে কি তৃণমূল যে অভিযোগ তুলছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, সেই বাহিনীর উপর ভরসা করেই নির্বাচনী বৈতরণী পার করতে চাইছেন রাহুল সিনহা ? কৌতুহলটা থেকেই যাচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.