ETV Bharat / state

দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী, বহিষ্কৃত অশোকনগরের তৃণমূল নেতা - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও বেড়ে যায় ৷ নির্দল প্রার্থী হিসেবে অশোকনগর থেকে দাঁড়ানোয় স্থানীয় তৃণমূল নেতা সুময় হীরাকে আজীবনের মতো দল থেকে বহিষ্কারের কথা জানালেন উত্তর 24 পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ৷

bengal election 2021 Trinamool leader sumoy heera of Ashoknagar expelled for disobeying party instructions and being an independent candidate
দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী, বহিষ্কৃত অশোকনগরের তৃণমূল নেতা
author img

By

Published : Apr 11, 2021, 7:13 PM IST

অশোকনগর (উত্তর 24 পরগনা), 11 এপ্রিল : দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন অশোকনগরের তৃণমূল নেতা সুময় হীরা ৷ শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্য করায় তাই তৃণমূল থেকে আজীবনের মতো বহিষ্কার করা হল তাঁকে ৷ আজ অশোনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন উত্তর 24 পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ৷

ভোট যত এগিয়ে আসছে ততই প্রকোট হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব আরও বেড়ে চলেছে ৷ নির্দল প্রার্থী হিসেবে অশোকনগর থেকে দাঁড়ানোয় স্থানীয় তৃণমূল নেতা সুময় হীরাকে আজীবনের মতো দল থেকে বহিষ্কারের কথা জানালেন উত্তর 24 পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি বলেন, দলের নির্দেশ অমান্য করায় রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সুময় হীরাকে বহিষ্কার করা হয়েছে ৷ আজীবন তাঁর জন্য এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৷’’ অশোকনগর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন জেলা কো-অর্ডিনেটর নারায়ণ গোস্বামী ৷

দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী, বহিষ্কৃত অশোকনগরের তৃণমূল নেতা

আরও পড়ুন : ফ্ল্যাগ ছেঁড়াকে কেন্দ্র করে অশোকনগরে রাজনৈতিক উত্তাপ

প্রসঙ্গত, প্রথমে অশোকনগর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল গত দু’বারের বিধায়ক ধীমান রায়কে ৷ কিন্তু, প্রার্থী ঘোষণার 15 দিনের মাথায় হঠাৎই ধীমান রায়কে সরিয়ে দেওয়া হয় ৷ যে ঘটনায় ক্ষুব্ধ ধীমান রায় তৃণমূলের একাংশকেই দায়ী করেছিলেন ৷ এমনকি সাংবাদিক বৈঠক করে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন ৷ সেই ঘটনারক পরপর তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ডা. সুময় হীরা নির্দল হিসেবে অশোকনগর থেকে ভোটে দাঁড়ান ৷ তবে, সুময় হীরাকে তৃণমূল থেকে বহিষ্কার করে কোনও লাভ হবে কি না? তা সময় বলবে ৷ কারণ এই বহিষ্কারের প্রভাব তাঁর প্রার্থী পদে তো পড়বে না ৷ তবে, ইভিএমে এর কতটা প্রভাব পড়বে সেটাই দেখার ৷

অশোকনগর (উত্তর 24 পরগনা), 11 এপ্রিল : দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন অশোকনগরের তৃণমূল নেতা সুময় হীরা ৷ শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্য করায় তাই তৃণমূল থেকে আজীবনের মতো বহিষ্কার করা হল তাঁকে ৷ আজ অশোনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন উত্তর 24 পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ৷

ভোট যত এগিয়ে আসছে ততই প্রকোট হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব আরও বেড়ে চলেছে ৷ নির্দল প্রার্থী হিসেবে অশোকনগর থেকে দাঁড়ানোয় স্থানীয় তৃণমূল নেতা সুময় হীরাকে আজীবনের মতো দল থেকে বহিষ্কারের কথা জানালেন উত্তর 24 পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি বলেন, দলের নির্দেশ অমান্য করায় রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সুময় হীরাকে বহিষ্কার করা হয়েছে ৷ আজীবন তাঁর জন্য এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৷’’ অশোকনগর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন জেলা কো-অর্ডিনেটর নারায়ণ গোস্বামী ৷

দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী, বহিষ্কৃত অশোকনগরের তৃণমূল নেতা

আরও পড়ুন : ফ্ল্যাগ ছেঁড়াকে কেন্দ্র করে অশোকনগরে রাজনৈতিক উত্তাপ

প্রসঙ্গত, প্রথমে অশোকনগর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল গত দু’বারের বিধায়ক ধীমান রায়কে ৷ কিন্তু, প্রার্থী ঘোষণার 15 দিনের মাথায় হঠাৎই ধীমান রায়কে সরিয়ে দেওয়া হয় ৷ যে ঘটনায় ক্ষুব্ধ ধীমান রায় তৃণমূলের একাংশকেই দায়ী করেছিলেন ৷ এমনকি সাংবাদিক বৈঠক করে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন ৷ সেই ঘটনারক পরপর তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ডা. সুময় হীরা নির্দল হিসেবে অশোকনগর থেকে ভোটে দাঁড়ান ৷ তবে, সুময় হীরাকে তৃণমূল থেকে বহিষ্কার করে কোনও লাভ হবে কি না? তা সময় বলবে ৷ কারণ এই বহিষ্কারের প্রভাব তাঁর প্রার্থী পদে তো পড়বে না ৷ তবে, ইভিএমে এর কতটা প্রভাব পড়বে সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.