অশোকনগর (উত্তর 24 পরগনা), 11 এপ্রিল : দলের নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন অশোকনগরের তৃণমূল নেতা সুময় হীরা ৷ শীর্ষ নেতৃত্বের নির্দেশ অমান্য করায় তাই তৃণমূল থেকে আজীবনের মতো বহিষ্কার করা হল তাঁকে ৷ আজ অশোনগরের তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর হয়ে প্রচারে বেরিয়ে এমনটাই জানালেন উত্তর 24 পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ৷
ভোট যত এগিয়ে আসছে ততই প্রকোট হচ্ছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ৷ উত্তর 24 পরগনার অশোকনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হওয়াকে কেন্দ্র করে সেই দ্বন্দ্ব আরও বেড়ে চলেছে ৷ নির্দল প্রার্থী হিসেবে অশোকনগর থেকে দাঁড়ানোয় স্থানীয় তৃণমূল নেতা সুময় হীরাকে আজীবনের মতো দল থেকে বহিষ্কারের কথা জানালেন উত্তর 24 পরগনার তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক ৷ তিনি বলেন, দলের নির্দেশ অমান্য করায় রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে সুময় হীরাকে বহিষ্কার করা হয়েছে ৷ আজীবন তাঁর জন্য এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৷’’ অশোকনগর থেকে তৃণমূলের প্রার্থী হয়েছেন জেলা কো-অর্ডিনেটর নারায়ণ গোস্বামী ৷
আরও পড়ুন : ফ্ল্যাগ ছেঁড়াকে কেন্দ্র করে অশোকনগরে রাজনৈতিক উত্তাপ
প্রসঙ্গত, প্রথমে অশোকনগর কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল গত দু’বারের বিধায়ক ধীমান রায়কে ৷ কিন্তু, প্রার্থী ঘোষণার 15 দিনের মাথায় হঠাৎই ধীমান রায়কে সরিয়ে দেওয়া হয় ৷ যে ঘটনায় ক্ষুব্ধ ধীমান রায় তৃণমূলের একাংশকেই দায়ী করেছিলেন ৷ এমনকি সাংবাদিক বৈঠক করে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন ৷ সেই ঘটনারক পরপর তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর ডা. সুময় হীরা নির্দল হিসেবে অশোকনগর থেকে ভোটে দাঁড়ান ৷ তবে, সুময় হীরাকে তৃণমূল থেকে বহিষ্কার করে কোনও লাভ হবে কি না? তা সময় বলবে ৷ কারণ এই বহিষ্কারের প্রভাব তাঁর প্রার্থী পদে তো পড়বে না ৷ তবে, ইভিএমে এর কতটা প্রভাব পড়বে সেটাই দেখার ৷