জগদ্দল (উত্তর 24 পরগনা), 3 এপ্রিল : জগদ্দল থানার মণ্ডলপাড়া অবন্তীপুর এলাকায় বিজেপি নেতার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনায় ভস্মীভূত হয়ে গিয়েছে একটি গাড়ি ও 2টি মোটর বাইক। ঘটনাস্থলে দমকলের 1টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ৷ অভিযোগ পেয়ে আজ ঘটনাস্থলে যান ব্য়ারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ জোন অমরনাথ কে ৷ আক্রান্ত বিজেপি নেতার বাড়িতে যান বিজেপির কেন্দ্রীয় নেতা তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী রাজকুমার সিং ৷
জগদ্দলের মণ্ডলপাড়া অবন্তীপুরে বিজেপি নেতার বাড়ির বাইরে রাখা একটি গাড়ি ও 2টি বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ৷ ঘটনা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাড়ির মালিক প্রশান্ত কর ৷ তাঁর অভিযোগ, 4-5 জন দুষ্কৃতী রাত 2টো নাগাদ তাঁর বাড়ির বাইরে থাকা গাড়িগুলোতে আগুন ধরিয়ে দেয় ৷ পাশাপাশি ভোটের খবর করতে যাওয়া 5 সাংবাদিক তাঁর বাড়িতে রাতে ছিলেন ৷ সেই 5 জনকেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই বিজেপি নেতা ৷
আরও পড়ুন : বড়জোড়ায় বিজেপি কর্মীদের বাড়িতে আগুন, অভিযুক্ত তৃণমূল
ঘটনার খবর পেয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা রাজকুমার সিং আজ সকালে প্রশান্ত করের বাড়ি যান ৷ ঘটনায় তিনি পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ৷ পরে ঘটনাস্থলে যান ব্য়ারাকপুর কমিশনারেটের ডিসি নর্থ জোন অমরনাথ কে ৷ তদন্তের জন্য প্রয়োজনে ফরেনসিক দলকে আনা হবে বলে জানিয়েছেন তিনি ৷ জগদ্দল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷