ETV Bharat / state

তৃণমূলের দেওয়াল লিখনে গোবর ও কালি লেপার অভিযোগে পথ অবরোধ - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

দেওয়াল লিখনের উপর কালি ও গোবর লেপে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল উত্তর 24 পরগনার হাড়োয়া ৷ অভিযোগ, রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা তৃণমূলের দেওয়াল লিখনে কালি ও গোবর লেপে দেয় ৷ যার প্রতিবাদে আজ সকালে নজদেপুর-হাড়োয়া রোড অবরোধ করেন তৃণমূল কর্মীরা ৷

tmc workers showing agitation in haroa north 24 jagtala
তৃণমূলের দেওয়াল লিখনে গোবর ও কালি লেপার অভিযোগে পথ অবরোধ
author img

By

Published : Apr 3, 2021, 2:00 PM IST

উত্তর 24 পরগনা, 3 এপ্রিল : রাতের অন্ধকারে তৃণমূলের দেওয়াল লিখনে গোবর ও কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার হাড়োয়ায়। দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা । পরে অভিযোগ দায়ের করা হয় হাড়োয়া থানায়। যদিও ঘটনার কথা অস্বীকার করে পাল্টা শাসকদলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।


ভোট যত এগিয়ে আসছে তত রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে উত্তর 24 পরগনায় ৷ বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত হাড়োয়া যেন তেতে রয়েছে শাসক ও বিরোধীর কাজিয়ায়। বাড়ছে রাজনৈতিক হিংসা, একে অপরের ব্যানার, ফেস্টুন, পতাকা ছিড়ে দেওয়া কিংবা দেওয়াল লিখন মুছে দেওয়ার ঘটনাও । সম্প্রতি হাড়োয়াতে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল। সংঘর্ষে আহত হয়েছিলেন উভয়পক্ষের প্রায় 14 জন । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার তৃণমূলের দেওয়াল লিখনে গোবর ও কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে। যে ঘটনাকে ঘিরে ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে হাড়োয়ায় । জানা গিয়েছে, হাড়োয়ার খাসবালান্দা পঞ্চায়েতের সোনারহুলা গ্রামে তৃণমূলের তরফে বেশ কয়েকটি দেওয়াল লিখন করা হয়েছিল । তারই কয়েকটিতে গোবর ও কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বারবার এই ধরনের ঘটনা ঘটায় শনিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরা। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে এদিন নজদেপুর-হাড়োয়া রোড অবরোধ করেন তাঁরা । প্রায় আধঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ৷

তৃণমূলের দেওয়াল লিখনে গোবর ও কালি লেপার অভিযোগে পথ অবরোধ

আরও পড়ুন : ফুলবাড়িতে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

এই বিষয়ে স্থানীয় তৃণমূল কর্মী তারিকুল ইসলাম বলেন, ‘‘বিজেপি বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে গ্রামের বাসিন্দাদের হুমকি দিচ্ছে। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে । আমরা শান্তিতে বসবাস করতে চাই । কিন্তু ওরা চাইছে অশান্তি পাকাতে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।’’ একই অভিযোগে সরব হয়েছেন এলাকার মহিলা তৃণমূল কর্মী লক্ষ্মী মণ্ডল।

যদিও ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিজেপির হাড়োয়া ব্লকের সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ওই গ্রামে তৃণমূলের কোনও সংগঠন নেই। সেখানকার সংখ্যালঘু ও আদিবাসী অধ্যুষিত মানুষ বিজেপির দিকে ঝুঁকছেন। সেই আক্রোশে মিথ্যা অভিযোগ তুলে দলের কর্মী-সমর্থকদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নই। তাই নোংরা রাজনীতি করছে শাসকদল।’’ এই ঘটনায় হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে।

উত্তর 24 পরগনা, 3 এপ্রিল : রাতের অন্ধকারে তৃণমূলের দেওয়াল লিখনে গোবর ও কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর 24 পরগনার হাড়োয়ায়। দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী-সমর্থকরা । পরে অভিযোগ দায়ের করা হয় হাড়োয়া থানায়। যদিও ঘটনার কথা অস্বীকার করে পাল্টা শাসকদলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।


ভোট যত এগিয়ে আসছে তত রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে উত্তর 24 পরগনায় ৷ বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত হাড়োয়া যেন তেতে রয়েছে শাসক ও বিরোধীর কাজিয়ায়। বাড়ছে রাজনৈতিক হিংসা, একে অপরের ব্যানার, ফেস্টুন, পতাকা ছিড়ে দেওয়া কিংবা দেওয়াল লিখন মুছে দেওয়ার ঘটনাও । সম্প্রতি হাড়োয়াতে তৃণমূল ও আইএসএফ সংঘর্ষে উত্তাল হয়ে উঠেছিল। সংঘর্ষে আহত হয়েছিলেন উভয়পক্ষের প্রায় 14 জন । সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার তৃণমূলের দেওয়াল লিখনে গোবর ও কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে। যে ঘটনাকে ঘিরে ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে হাড়োয়ায় । জানা গিয়েছে, হাড়োয়ার খাসবালান্দা পঞ্চায়েতের সোনারহুলা গ্রামে তৃণমূলের তরফে বেশ কয়েকটি দেওয়াল লিখন করা হয়েছিল । তারই কয়েকটিতে গোবর ও কালি লেপে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, বারবার এই ধরনের ঘটনা ঘটায় শনিবার সকালে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরা। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে এদিন নজদেপুর-হাড়োয়া রোড অবরোধ করেন তাঁরা । প্রায় আধঘণ্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় ৷

তৃণমূলের দেওয়াল লিখনে গোবর ও কালি লেপার অভিযোগে পথ অবরোধ

আরও পড়ুন : ফুলবাড়িতে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

এই বিষয়ে স্থানীয় তৃণমূল কর্মী তারিকুল ইসলাম বলেন, ‘‘বিজেপি বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে গ্রামের বাসিন্দাদের হুমকি দিচ্ছে। ভয়ের পরিবেশ তৈরির চেষ্টা করছে । আমরা শান্তিতে বসবাস করতে চাই । কিন্তু ওরা চাইছে অশান্তি পাকাতে। পুলিশ প্রশাসনের কাছে আবেদন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।’’ একই অভিযোগে সরব হয়েছেন এলাকার মহিলা তৃণমূল কর্মী লক্ষ্মী মণ্ডল।

যদিও ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন বিজেপির হাড়োয়া ব্লকের সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘ওই গ্রামে তৃণমূলের কোনও সংগঠন নেই। সেখানকার সংখ্যালঘু ও আদিবাসী অধ্যুষিত মানুষ বিজেপির দিকে ঝুঁকছেন। সেই আক্রোশে মিথ্যা অভিযোগ তুলে দলের কর্মী-সমর্থকদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমরা এই ধরনের সংস্কৃতিতে বিশ্বাসী নই। তাই নোংরা রাজনীতি করছে শাসকদল।’’ এই ঘটনায় হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.