কলকাতা, 31 মার্চ : টিটাগড় থেকে এক বিশাল পদযাত্রা করে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তী । সঙ্গে ছিলেন স্ত্রী শুভশ্রী ৷ মনোনয়ন জমা দেওয়ার আগে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে আহত হন রাজ ৷
এদিন রাজ স্ত্রী শুভশ্রীকে সঙ্গে করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন ৷ সঙ্গে ছিল বহু সংখ্যক কর্মী-সমর্থক ৷ তাঁদের র্যালি যখন ব্যারাকপুর প্রশাসনিক ভবনের সামনে আসে তখন কিছু বিজেপি কর্মী-সমর্থক সেখানে এসে উপস্থিত হন ৷ শুরু হয় দু'পক্ষের বচসা ৷ এই সময় আচমকাই কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতে শুরু করে ৷ তাতেই আহত হন রাজ চক্রবর্তী । শুধু লাঠিচার্জে করেই থেমে থাকেনি কেন্দ্রীয় বাহিনী ৷ কিছুক্ষণ পর কাঁদানে গ্যাস ছুঁড়েছে বলেও জানা গেছে ৷
তবে আহত হয়েও উচ্ছ্বাসে এক বিন্দু ভাটা পড়েনি রাজের ৷ সমান উদ্যমে কর্মী-সমর্থকদের উৎসাহ জুগিয়ে গিয়েছেন তিনি ৷ জয়ের ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে তিনি তাঁর পরিচালিত ছবি 'লে ছক্কার' প্রসঙ্গ এনে বলেন, "ছক্কা বাউন্ডারির বাইরে চলে গেছে ৷ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার জয়ী করবে ৷"
আরও পড়ুন: গণতন্ত্রকে বাঁচাতে অ-বিজেপি নেতৃত্বকে চিঠি মমতার
অন্যদিকে শুভশ্রীকে প্রতিপক্ষ বিজেপির কথা জানতে চাইলে তাচ্ছিল্যের সুরে তিনি বলেন, কে বিজেপি ? শুভশ্রী জানান, এটা কোনও সাধারণ র্যালি নয়। এটা রাজের বিজয় মিছিল । জয় নিয়ে 100 শতাংশ নিশ্চিত রাজ-শুভশ্রী ।