ETV Bharat / state

রাস্তা অবরোধ করে ভোট বয়কটের ডাক মহিষটিকাড়ির বাসিন্দাদের - North 24 Pargana

গ্রামবাসীদের অভিযোগ, ভোট এলে প্রতিবারই রাস্তা মেরামতের গালভরা প্রতিশ্রুতি মেলে। কিন্তু ভোট মিটলেই যে কে সেই । তাই,ভোটের মুখে নতুন করে কোনও রাজনৈতিক দলের নেতাদের আর ভরসা করতে রাজি নন তাঁরা । সেই কারণেই ভোট বয়কটের ডাক দিয়েছেন বাসিন্দারা।

রাস্তা অবরোধ করে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের
রাস্তা অবরোধ করে ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের
author img

By

Published : Mar 25, 2021, 5:47 PM IST

হাড়োয়া, 25মার্চ : ‘রাস্তা নেই,ভোট নেই’-এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার পথে নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । রাস্তা অবরোধ করে ডাক দিলেন ভোট বয়কটেরও । ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাড়োয়ার। এদিন রাস্তা মেরামতের দাবিতে হাড়োয়া-নাসিরহাটি রোড অবরোধ করেন গ্রামবাসীরা । প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভও । প্রায় একঘণ্টা চলে এই আন্দোলন। বিক্ষোভকারীদের একটাই দাবি,আগে রাস্তা,তারপর ভোট। যতক্ষণ না দাবি মিটছে,ততক্ষণ ভোট বয়কটের পথেই গ্রামবাসীরা হাঁটবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। যার জেরে ভোটের মুখে অস্বস্তি বেড়েছে স্থানীয় প্রশাসনের।

বসিরহাটের হাড়োয়া বিধানসভার খাসবালান্ডা পঞ্চায়েতের মহিষটিকাড়ি গ্রাম। গ্রামের লোকসংখ্যা প্রায় দেড় হাজার। এরমধ্যে ভোটদাতা প্রায় সাতশো । গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে । যার ফলে চরম সমস্যার মুখে পড়েছেন সেখানকার বাসিন্দাদের । গ্রামবাসীদের অভিযোগ, ভোট এলে প্রতিবারই রাস্তা মেরামতের গালভরা প্রতিশ্রুতি মেলে। কিন্তু ভোট মিটলেই যে কে সেই । তাই,ভোটের মুখে নতুন করে কোনও রাজনৈতিক দলের নেতাদের আর ভরসা করতে রাজি নন তারা ।সেই কারণেই ভোট বয়কটের ডাক দিয়েছেন বাসিন্দারা।

এই আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেন গ্রামের মহিলারা। রাস্তা মেরামত না হওয়ায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত ও হাড়োয়ার বিদায়ী বিধায়কের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা । ভোট বয়কট ও বিক্ষোভের আঁচ পেয়ে তৃণমূলের স্থানীয় জেলাপরিষদ সদস্য অবশ্য রাস্তা মেরামতের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এই বিষয়ে গ্রামের বাসিন্দা ফিরোজা বিবি বলেন, "১৫ বছর আগে বাম আমলে রাস্তায় একবার ইট পড়েছিল । তারপর আর কোনও মেরামতই হয়নি রাস্তার । ফলে,এক কিলোমিটার রাস্তা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । রাস্তা খারাপের জেরে বিয়ে আটকে যাচ্ছে মেয়েদের ।" আর এক বাসিন্দা মৌসুমি বিবি বলেন, "মূমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হচ্ছে । সমস্যায় পড়ছেন স্কুলের পড়ুয়ারাও । তাদের ঘুরপথে যেতে হচ্ছে স্কুলে । বারবার পঞ্চায়েত ও স্থানীয় বিদায়ী বিধায়ককে জানানো হলেও কোনও লাভ হয়নি । তাই ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে । আমরা চাই,আগে রাস্তা তারপর ভোট।"

আরও পড়ুন : মিঠুনকেই বাংলায় আসার কারণ জিজ্ঞাসা করুন : কাকলি

বিষয়টি নিয়ে জেলাপরিষদ সদস্য ও স্থানীয় তৃণমূল নেতা সঞ্জু বিশ্বাস বলেন, "কেন ওই গ্রামে রাস্তার কাজ হয়নি তা খোঁজ নিয়ে দেখতে হবে। প্রয়োজনে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলব । পাশাপাশি বিষয়টি জানাব বিদায়ী বিধায়ক হাজি নুরুল ইসলামকে। আশা করছি নিশ্চয় সমস্যার সমাধান হবে।" রাস্তা মেরামতে কোনও জায়গায় খামতি থাকতে পারে বলে এদিন স্বীকার করে নিয়েছেন তিনি। এরজন্য গ্রামবাসীর কাছে ক্ষমাও চেয়ে নেন ওই তৃণমূল নেতা।

হাড়োয়া, 25মার্চ : ‘রাস্তা নেই,ভোট নেই’-এই দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার পথে নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা । রাস্তা অবরোধ করে ডাক দিলেন ভোট বয়কটেরও । ঘটনাটি উত্তর ২৪ পরগনার হাড়োয়ার। এদিন রাস্তা মেরামতের দাবিতে হাড়োয়া-নাসিরহাটি রোড অবরোধ করেন গ্রামবাসীরা । প্ল্যাকার্ড হাতে চলে বিক্ষোভও । প্রায় একঘণ্টা চলে এই আন্দোলন। বিক্ষোভকারীদের একটাই দাবি,আগে রাস্তা,তারপর ভোট। যতক্ষণ না দাবি মিটছে,ততক্ষণ ভোট বয়কটের পথেই গ্রামবাসীরা হাঁটবেন বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। যার জেরে ভোটের মুখে অস্বস্তি বেড়েছে স্থানীয় প্রশাসনের।

বসিরহাটের হাড়োয়া বিধানসভার খাসবালান্ডা পঞ্চায়েতের মহিষটিকাড়ি গ্রাম। গ্রামের লোকসংখ্যা প্রায় দেড় হাজার। এরমধ্যে ভোটদাতা প্রায় সাতশো । গ্রামের যাতায়াতের একমাত্র রাস্তা দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে । যার ফলে চরম সমস্যার মুখে পড়েছেন সেখানকার বাসিন্দাদের । গ্রামবাসীদের অভিযোগ, ভোট এলে প্রতিবারই রাস্তা মেরামতের গালভরা প্রতিশ্রুতি মেলে। কিন্তু ভোট মিটলেই যে কে সেই । তাই,ভোটের মুখে নতুন করে কোনও রাজনৈতিক দলের নেতাদের আর ভরসা করতে রাজি নন তারা ।সেই কারণেই ভোট বয়কটের ডাক দিয়েছেন বাসিন্দারা।

এই আন্দোলনে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দেন গ্রামের মহিলারা। রাস্তা মেরামত না হওয়ায় তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত ও হাড়োয়ার বিদায়ী বিধায়কের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন বাসিন্দারা । ভোট বয়কট ও বিক্ষোভের আঁচ পেয়ে তৃণমূলের স্থানীয় জেলাপরিষদ সদস্য অবশ্য রাস্তা মেরামতের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

এই বিষয়ে গ্রামের বাসিন্দা ফিরোজা বিবি বলেন, "১৫ বছর আগে বাম আমলে রাস্তায় একবার ইট পড়েছিল । তারপর আর কোনও মেরামতই হয়নি রাস্তার । ফলে,এক কিলোমিটার রাস্তা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে । রাস্তা খারাপের জেরে বিয়ে আটকে যাচ্ছে মেয়েদের ।" আর এক বাসিন্দা মৌসুমি বিবি বলেন, "মূমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হচ্ছে । সমস্যায় পড়ছেন স্কুলের পড়ুয়ারাও । তাদের ঘুরপথে যেতে হচ্ছে স্কুলে । বারবার পঞ্চায়েত ও স্থানীয় বিদায়ী বিধায়ককে জানানো হলেও কোনও লাভ হয়নি । তাই ভোট বয়কটের ডাক দেওয়া হয়েছে । আমরা চাই,আগে রাস্তা তারপর ভোট।"

আরও পড়ুন : মিঠুনকেই বাংলায় আসার কারণ জিজ্ঞাসা করুন : কাকলি

বিষয়টি নিয়ে জেলাপরিষদ সদস্য ও স্থানীয় তৃণমূল নেতা সঞ্জু বিশ্বাস বলেন, "কেন ওই গ্রামে রাস্তার কাজ হয়নি তা খোঁজ নিয়ে দেখতে হবে। প্রয়োজনে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে কথা বলব । পাশাপাশি বিষয়টি জানাব বিদায়ী বিধায়ক হাজি নুরুল ইসলামকে। আশা করছি নিশ্চয় সমস্যার সমাধান হবে।" রাস্তা মেরামতে কোনও জায়গায় খামতি থাকতে পারে বলে এদিন স্বীকার করে নিয়েছেন তিনি। এরজন্য গ্রামবাসীর কাছে ক্ষমাও চেয়ে নেন ওই তৃণমূল নেতা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.