ETV Bharat / state

তৃণমূলে যোগদান করল বিজেপির প্রায় 200 কর্মী - পশ্চিমবঙ্গ নির্বাচন

ভোটের মুখে বনগাঁ দক্ষিণ বিধানসভার বিজেপিতে ভাঙ্গন। প্রায় দুশো বিজেপি কর্মীকে নিয়ে বনগাঁ দক্ষিণ বিধানসভার নির্বাচন কমিটির কার্যকর্তা বাসুদেব চ্যাটার্জী বিজেপি ছেড়ে যোগদান করলেন তৃণমূলে ৷

latest news of Bengal Election
তৃণমূলে যোগদান করল বিজেপির প্রায় 200 কর্মী
author img

By

Published : Apr 7, 2021, 3:44 PM IST

পশ্চিমবঙ্গ , 7 এপ্রিল : পুরোদমে চলছে বিধানসভা ভোটের প্রচার ও ভোট ৷ এরই মধ্যে সাংগঠনিক ধাক্কা খেল বিজেপির ৷ প্রায় দুশো বিজেপি কর্মীকে নিয়ে বনগাঁ দক্ষিণ বিধানসভার নির্বাচন কমিটির কার্যকর্তা বাসুদেব চট্টোপাধ্যায় যোগদান করলেন তৃণমূলে ৷

ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান প্রায় 200 কর্মীর

মঙ্গলবার বিকালে চাঁদপাড়ার তৃণমূল পাটি অফিসে তাঁর সঙ্গে শতাধিক বিজেপি কর্মী সমর্থককেরা যোগদান করলেন তৃণমূলে। পাল্লা ভারী হল তৃণমূলের ৷ তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের আহ্বায়ক গোপাল শেঠ ও বনগাঁ বিধানসভা কমিটির চেয়ারম্যান গোবিন্দ দাস । তৃণমূলে যোগদান করার পরই দক্ষিণ বনগাঁর বিধানসভার নির্বাচন কমিটির সহ-সভাপতি করা হয়েছে বাসুদেব চট্টোপাধ্যায়কে।

ওইদিন বাসুদেব চট্টোপাধ্যায়কে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার কারন জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, "...বিজেপি পুরানো কোনও সদস্যদের পদোন্নতি দিতে চাইছে না এবং আমাদের কোনও সন্মান দেয় না বিজেপি... ৷" একই সঙ্গে তিনি আরও দাবি করেন, বিজেপির নির্বাচিত সাংসদ শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ তপন মজুমদার টাকার বিনিময়ে বিধানসভায় ভোটে দাড়ানোর টিকিট পেয়েছেন ৷ যাঁকে গ্রহণ করতে অস্বীকারও করেছেন তিনি ও বিজেপি দলের একাংশ ৷ যার মূল কারন ওই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও একাধিক অপরাধমূলক কাজের অপরাধও রয়েছে তাঁর বিরুদ্ধে ৷

এরপর বিজেপির তরফ থেকে এই ঘটনার প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, বাসুদেব চট্টোপাধ্যায়ের দল ত্যাগ করার পরও কিছু যায় আসে না বিজেপির ৷ তাঁদের বিশ্বাস, এই বিধানসভায় বিজেপিই সরকার গড়তে চলেছে পশ্চিমবঙ্গে ৷

পশ্চিমবঙ্গ , 7 এপ্রিল : পুরোদমে চলছে বিধানসভা ভোটের প্রচার ও ভোট ৷ এরই মধ্যে সাংগঠনিক ধাক্কা খেল বিজেপির ৷ প্রায় দুশো বিজেপি কর্মীকে নিয়ে বনগাঁ দক্ষিণ বিধানসভার নির্বাচন কমিটির কার্যকর্তা বাসুদেব চট্টোপাধ্যায় যোগদান করলেন তৃণমূলে ৷

ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূল যোগদান প্রায় 200 কর্মীর

মঙ্গলবার বিকালে চাঁদপাড়ার তৃণমূল পাটি অফিসে তাঁর সঙ্গে শতাধিক বিজেপি কর্মী সমর্থককেরা যোগদান করলেন তৃণমূলে। পাল্লা ভারী হল তৃণমূলের ৷ তাঁদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের আহ্বায়ক গোপাল শেঠ ও বনগাঁ বিধানসভা কমিটির চেয়ারম্যান গোবিন্দ দাস । তৃণমূলে যোগদান করার পরই দক্ষিণ বনগাঁর বিধানসভার নির্বাচন কমিটির সহ-সভাপতি করা হয়েছে বাসুদেব চট্টোপাধ্যায়কে।

ওইদিন বাসুদেব চট্টোপাধ্যায়কে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার কারন জানতে চাইলে তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, "...বিজেপি পুরানো কোনও সদস্যদের পদোন্নতি দিতে চাইছে না এবং আমাদের কোনও সন্মান দেয় না বিজেপি... ৷" একই সঙ্গে তিনি আরও দাবি করেন, বিজেপির নির্বাচিত সাংসদ শান্তনু ঠাকুরের ঘনিষ্ঠ তপন মজুমদার টাকার বিনিময়ে বিধানসভায় ভোটে দাড়ানোর টিকিট পেয়েছেন ৷ যাঁকে গ্রহণ করতে অস্বীকারও করেছেন তিনি ও বিজেপি দলের একাংশ ৷ যার মূল কারন ওই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও একাধিক অপরাধমূলক কাজের অপরাধও রয়েছে তাঁর বিরুদ্ধে ৷

এরপর বিজেপির তরফ থেকে এই ঘটনার প্রতিক্রিয়া জানতে চাইলে তাঁরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, বাসুদেব চট্টোপাধ্যায়ের দল ত্যাগ করার পরও কিছু যায় আসে না বিজেপির ৷ তাঁদের বিশ্বাস, এই বিধানসভায় বিজেপিই সরকার গড়তে চলেছে পশ্চিমবঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.