বারাসত, 12 এপ্রিল : শীতলকুচির ঘটনা নিয়ে ফের বেফাঁস মন্তব্য করলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা । সোমবার বারাসত কাছারি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় হাজির ছিলেন তিনি । প্রধানমন্ত্রী আসার আগে তিনি সভা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় শীতলকুচির ঘটনা উত্থাপন করেন । আর তা নিয়ে বলতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসেন হাবড়ার বিজেপি প্রার্থী । তিনি বলেন, "চার জনের জায়গায় আট জনকে মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর । যাঁরা গুলি চালিয়ে চার জনকে মেরেছেন, তাঁদের মেডেল দেওয়া উচিত ।"
এরপরই তৃনমূলের 'খেলা হবে'-স্লোগানের প্রসঙ্গ টেনে এনে রাহুল সিনহা বলেন,"ভোটের বেশ কিছুদিন আগে থেকেই তৃণমূল বলতে শুরু করেছে খেলা হবে । খেলা হবে বললে কি হয়, তা শীতলকুচি দেখিয়ে দিয়েছে" । তাঁর কথায়, "যারা ইভিএম লুঠ করতে এসেছিল । সাধারন মানুষের ভোটাধিকার কেড়ে নিতে এসেছিল । বোমা,গুলি নিয়ে কেন্দ্রীয় বাহিনীর উপর আক্রমণ করতে এসেছিল,তাদের কি কেন্দ্রীয় বাহিনী ফুল ছুঁড়বে ?এদিন এমনই প্রশ্ন ছুঁড়ে দেন হাবড়ার বিজেপি প্রার্থী । আর বিজেপির এই নেতার বেফাঁস মন্তব্যের পরই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে । ভোটের মুখে অস্বস্তি বাড়িয়েছে গেরুয়া শিবিরের ।
চতুর্থ দফার ভোটে কোচবিহারের শীতলকুচিতে চারজনের মৃত্যু ঘিরে তোলপাড় হয় রাজ্য রাজনীতি । যা নিয়ে চাপানউতোর অব্যাহত তৃণমূল ও বিজেপির মধ্যে । বিজেপির কেন্দ্রীয় নেতারা এই ঘটনার জন্য যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় তুলছেন তখন পাল্টা মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দুষছেন শীতলকুচির ঘটনার জন্য । এই তরজায় মধ্যেই রবিবার হাবড়ায় নির্বাচনী সভায় শীতলকুচির ঘটনায় বিতর্কিত মন্তব্য করেন সেখানকার বিজেপি প্রার্থী রাহুল সিনহা । তিনি বলেন, "শীতলকুচিতে চারজনের জায়গায় আটজনকে মারা উচিত ছিল কেন্দ্রীয় বাহিনীর । তাঁর সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতে সোমবার ফের নরেন্দ্র মোদির সভা মঞ্চে দাঁড়িয়ে শীতলকুচি কান্ডে ফের বেফাঁস মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা । আর তা নিয়েই নিন্দার ঝড় উঠেছে সব মহলে ।
বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী যেভাবে গুলি চালিয়ে চারজনকে হত্যা করেছে তারও সমালোচনা করেন তিনি । প্রসঙ্গত, এর আগে শীতলকুচির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । তিনি বলেছিলেন,"আইন হাতে তুলে নিলে শীতলকুচির ঘটনা বারবার বাংলায় হবে" । যদিও সেই বিতর্কিত মন্তব্য থেকে পরে সরে আসেন তিনি ।