জগদ্দল, 29 মার্চ : জগদ্দল থানার অন্তর্গত শ্যামনগর নেতাজি নগর কলোনিতে দুষ্কৃতী হামলা । বন্দুক ও ইটের ঘায়ে জখম 6 জন । ঘটনার পর পৌঁছায় জগদ্দল থানার পুলিশ । আহতদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
রবিবার দোল উপলক্ষে এলাকার বেশিরভাগ পরিবার বাইরে বেড়াতে গিয়েছিল । সেই সুযোগে জিতেন গোলদার তার দলবল নিয়ে এলাকায় হামলা চালায় বলে অভিযোগ । বাধা দিলে এলাকাবাসীর উপর চড়াও হয় আগ্নেয়াস্ত্র, বোমা নিয়ে । বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় । স্থানীয় বাসিন্দা সুপেন বিশ্বাসের হাতে লাগে গুলি । তাঁর স্ত্রী রমা বিশ্বাসকে রিভালভারের বাট দিয়ে মাথায় মেরে জখম করে দেওয়া হয় ।
এরপর স্থানীয়রা তাড়া করলে বোমা ও ইট ছুড়তে ছুড়তে পালিয়ে যায় দুষ্কৃতীরা । রবিবারের এই ঘটনায় গোটা এলাকা আতঙ্কিত ৷