গোবরডাঙা, 18 এপ্রিল: মতুয়া গড়ে জনসভা করতে এসে মতুয়া অস্ত্রে শান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মতুয়াদের জন্য দিলেন ঢালাও প্রতিশ্রুতি । নাম না করে শান্তনু ঠাকুরের পরিবারকে আক্রমণও করেন ৷ মতুয়া ইস্যুতে আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকারকেও ৷
রবিবার দুপুরে উত্তর 24 পরগনার গাইঘাটা বিধানসভার গোবরডাঙা কলেজ মাঠে জনসভা করতে আসেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন তিনি গাইঘাটার প্রার্থী মতুয়া ধর্ম প্রচারক নরোত্তম বিশ্বাসের সমর্থনে জনসভা করেন । সভা মঞ্চ থেকে নাগরিকত্ব থেকে শুরু করে মতুয়া উন্নয়ন ও ঠাকুরবাড়ি উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানান ৷ বলেন, "ঠাকুরবাড়ির জন্য কারোর ভিক্ষা আমরা চাই না । এখানে আমাদের মা-মাটি সরকার আছে । এই সরকার ঠাকুরবাড়িতে ঢেলে সাজিয়ে দেবে ।" স্বপক্ষে যুক্তি সাজিয়ে বলেন, "কী করিনি ? যা চেয়েছে সবটাই করে দিয়েছি । সবটাই যখন করে দিতে পেরেছি বাদবাকিটাও করে দিতে পারব ।"
মতুয়াদের বড়মা বীণাপাণি ঠাকুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "বড় মায়ের চিঠি আমার কাছে অনেকগুলি আছে । তিনি বলেছিলেন আমার অবর্তমানে তুমি এদের দেখে রেখো । চিন্তা করবেন না আমি দেখে রাখব ।" পাশাপাশি মতুয়াদের উদ্দেশ্যে বলেন, নরোত্তমবাবুকে ভোট দিন । ওর হাত দিয়ে বাদ বাকি কাজটা করে দেব ।" নাম না করে শান্তনু ঠাকুরকে আক্রমণ করে মমতা বলেন, "শুধু ঠাকুর পরিবার থেকে একজন হবেন এমপি, একজন হবেন এমএলএ, একজন হবেন পঞ্চায়েত প্রধান, একজন হবেন কাউন্সিলর, একজন হবেন নেতা আর বাকিরা হয়ে যাবেন বিচ্যুত ? এটা হতে পারে না ।"
এদিন গোবরডাঙার বুকে সভা করতে এসে গোবরডাঙার মানুষের আবেগকে কাজে লাগানোর চেষ্টা করেন মমতা । গোবরডাঙাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল গোবরডাঙা হাসপাতালকে জেনারেল হাসপাতাল করার । কিন্তু এক সময় সেই হাসপাতাল বন্ধ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই । রবিবার তাঁর গোবরডাঙাবাসীকে আশ্বাস, নরোত্তম বিশ্বাস জিতলে হাসপাতাল করে দেবেন ।
এদিন মিথ্যাবাদী বলে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ৷ বলেন, "মিথ্যাবাদী প্রধানমন্ত্রী একটা, আর একটা মিথ্যাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী । মিথ্যা কথা ছাড়া একটাও সত্যি কথা বলেন না । এক এক জায়গায় গিয়ে এক এক রকম প্রতিশ্রুতি দিচ্ছেন ।"
গাইঘাটা বিধানসভায় মতুয়া ধর্মের পীঠস্থান ঠাকুরবাড়ি । ঠাকুরবাড়ি থেকে বিজেপির প্রার্থী হয়েছেন সুব্রত ঠাকুর । অন্যদিকে মতুয়া ধর্ম প্রচারক নরোত্তম বিশ্বাসকে প্রার্থী করেছে তৃণমূল । মতুয়া গড়ে সভা করতে এসে এদিন মূলত মতুয়া অস্ত্রে শান দিলেন মুখ্যমন্ত্রী বলে মত রাজনৈতিকমহলের ।