বারাসত, 1 মে: ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে আগামিকাল অর্থাৎ রবিবার 236 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে উত্তর 24 পরগনা জেলায় । তার আগে জেলার ভোট গণনা কেন্দ্র গুলিতে চলছে জোর তৎপরতা । কোথাও কোনও ফাঁক ফোঁকর থাকলে তা শেষ মুহূর্তে ঝালিয়ে নেওয়া হচ্ছে । সেই সঙ্গে নির্বাচন কমিশনের নির্দেশে কোভিড বিধির সুরক্ষাতেও জোর দেওয়া হয়েছে । করোনার নিয়মবিধির শিথিলতায় কোনও খামতি রাখা হচ্ছে না ।
প্রশাসন সূত্রে জানা গেছে, সংক্রমণ ঠেকাতে গণনা কেন্দ্র গুলি স্যানিটাইজড করার পাশাপাশি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে গণনার টেবিল পাতা হয়েছে । সেখানে ভোট কর্মীরা করোনার বিধিনিষেধ মেনে গণনার কাজ সারবেন । তবে, গণনা কেন্দ্রে প্রবেশের আগে ভোট কর্মীদের করোনা রিপোর্ট নেগেটিভ হতে হবে । তবেই গণনা কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে মিলবে ছাড়পত্র । তারপরই ভোট গণনার কাজে নিযুক্ত হতে পারবেন তাঁরা । একই নিয়ম প্রযোজ্য হবে প্রার্থী, এজেন্ট এমনকি সাংবাদিকদের ক্ষেত্রেও ।
রাত পোহালেই রাজ্যের 292টি বিধানসভার ভোট গণনা । তার আগে ভোটের ফলাফল নিয়ে শাসক এবং বিরোধী উভয়ের মধ্যেই চলছে চুলচেরা বিশ্লেষণ । প্রহর গুনছেন প্রার্থী ও ভোট ম্যানেজাররা । কিন্ত কার কপালে শিকে ছিঁড়বে, তা নিয়ে চাপা উত্তেজনা সব শিবিরেই । বাম এবং ডান সবপক্ষই আশাবাদী ভালো ফলের আশায় । করোনার সংক্রমণে রাশ টানতে এবার গণনা কেন্দ্রের বাইরে যে কোনও ধরনের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন । কার্যক্ষেত্রে গণনার দিন সেই নিষেধাজ্ঞা আদৌও কতটা মানা হয়, তা নিয়ে ধন্দে রয়েছে সব মহলই । তবে এব্যাপারে ইতিমধ্যেই কড়া বার্তা দেওয়া হয়েছে প্রশাসনের তরফে । এসবের মধ্যেই জেলার 33টি বিধানসভার ভাগ্য নির্ধারণ হবে রবিবার । এই 33টি বিধানসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা 236 জন । তাঁদের জয়-পরাজয় সবকিছুর ভাগ্য এখন বন্দি হয়ে রয়েছে গণনা কেন্দ্রে ।
জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি মহকুমায় মোট আটটি কেন্দ্রে এই 33টি বিধানসভার ভোট গণনা হবে । এর মধ্যে বারাসতে দু'টি, ব্যারাকপুরে দু'টি, বসিরহাটে দু'টি, বনগাঁ এবং বিধাননগরে একটি করে গণনা কেন্দ্র রয়েছে । প্রতিটি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে । একেবারে বাইরে থাকছে রাজ্য পুলিশ । তারপর থাকছে রাজ্য সশস্ত্রবাহিনীর জওয়ানরা । একেবারে শেষে অর্থাৎ গণনা কেন্দ্রে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । প্রতিটি বিধানসভার জন্য 16 থেকে 20 টি টেবিল করা হয়েছে । মোট 16 থেকে 25 রাউন্ড ভোটের গণনা হতে পারে ।
এদিকে করোনা বিধি মেনে এবার ভোট গণনা হওয়ায় ভিভিপ্যাট এবং পোস্টাল ব্যালটের গণনায় বেশি সময় লাগবে বলে ধারনা নির্বাচন কমিশনের আধিকারিকদের একাংশের।সেক্ষেত্রে দুপুরের মধ্যে এগিয়ে পিছিয়ে থাকার চিত্র পরিষ্কার হলেও গননা শেষ হতে হতে বিকেল গড়িয়ে যাবে ।
আরও পড়ুন: সোনার বাংলার স্বপ্নে আস্থা নাকি নিজের মেয়েকেই চাইল বাংলা, রায়-দিবসে মিলবে উত্তর