হাবড়া, 30 মার্চ : নিমতার ঘটনা পারিবারিক । পারিবারিক ঝগড়া রাজনৈতিক ঝগড়ায় নিয়ে যাওয়া হচ্ছে । নিমতায় বিজেপি কর্মীর মায়ের মৃত্যু নিয়ে সংবাদমাধ্যমের সামনে এমনই মন্তব্য করলেন হাবড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক । সোমবার সন্ধেয় নিজের বিধানসভা কেন্দ্র হাবড়ায় দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে আসেন তিনি । তারই ফাঁকে নিমতার ঘটনা নিয়ে মুখ খোলেন জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি বলেন,"সেখানকার দলীয় নেতৃত্ব ও পরিবারের একজনের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এই ঘটনার সঙ্গে কোনও রাজনীতির সম্পর্ক নেই । ঘটনার সঙ্গে যোগ নেই তৃণমূলেরও । অথচ তাতে রাজনীতির রং লাগানো হচ্ছে । কাল,পরশু অপেক্ষা করুন । দেখবেন পরিবারের লোকেরাই মিডিয়ার সামনে বলছে ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক । এর সঙ্গে তৃণমূল যুক্ত নয় ৷ "
নিমতার ঘটনায় রাজনৈতিক রং লাগায় একশ্রেণির মিডিয়াকেই দুষেছেন জ্যোতিপ্রিয় মল্লিক । তাঁর কথায়, "বিজেপির মদতপুষ্ট কিছু মিডিয়া নিমতার ঘটনা ফলাও করে দেখাচ্ছে । আসল ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ৷" এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইট প্রসঙ্গে জ্যোতিপ্রিয় বলেন,"উনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী তা বোঝাই মুশকিল । কারণ,যেকোনও ছোটোখাটো বিষয় নিয়ে তিনি টুইট করছেন । ওঁর কাজকর্মে মানুষ বিরক্ত ৷"
আরও পড়ুন, নিমতার বৃদ্ধার মৃত্যুতে সরগরম বঙ্গ রাজনীতি, টুইট-যুদ্ধে তৃণমূল-বিজেপি
জেলায় বিজেপির বিক্ষুদ্ধ গোষ্ঠী ভারতীয় জনসংঘের নামে প্রার্থী দেওয়ায় গেরুয়া শিবিরকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি ৷ এবিষয়ে বলেন, "শুনেছি ওঁরা জেলায় প্রার্থী দিয়েছে । তবে এসব নিয়ে আমরা ভাবছি না । আমরা এগোচ্ছি জয়ের লক্ষ্য নিয়ে ৷" জেলার 60 থেকে 70 শতাংশ বুথে বিজেপি এজেন্ট দিতে পারবে না বলেও দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক । এদিকে,প্রথম দফার ভোটে তৃণমূল 30টি আসন পাবে বলে দাবি করেছেন জ্যোতিপ্রিয় ।