ETV Bharat / state

ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হিঙ্গলগঞ্জ , আহত 7

ভোটের পরে হিঙ্গলগঞ্জে হিংসায় জড়াল তৃণমূল-বিজেপি ৷ তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর ও বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷

ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হিঙ্গলগঞ্জ , আহত 7
ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত হিঙ্গলগঞ্জ , আহত 7
author img

By

Published : Apr 21, 2021, 3:30 PM IST

হাসনাবাদ, 21 এপ্রিল : ভোট মিটতেই সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি ৷ তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর ও বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনায় আক্রান্ত দু'পক্ষের 7 জন ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মডেল বাজার এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ ।

এদিন সকাল ন'টা নাগাদ মস্তান গাজি, রমজান গাজি ও নজরুল ইসলাম সর্দার সহ সাতজন তৃণমূল কর্মী সমর্থক মডেল এলাকায় যান ৷ যাওয়া মাত্রই ওই এলাকার প্রভাবশালী বিজেপি নেতার নির্দেশে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ঘিরে রাখে বলে অভিযোগ ৷ ঘিরে রাখার পর তাঁদের ব্যাপক মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় বলে জানিয়েছে ওই তৃণমূল কর্মীরা ৷

ওই এলাকায় বোমাবাজি হয় এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ৷ সেই গুলি তৃণমূল কর্মী মস্তান গাজির গায়ে এসে লাগতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

হিঙ্গলগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

এই ঘটনার সব দায় অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করে বলেছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ৷ এর সঙ্গে কোনওভাবেই আমাদের কেউ জড়িত নয় ৷

রাজ্যে পঞ্চম দফা নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত ভবানীপুরে ভোট হওয়ার পর দফায় দফায় হিঙ্গলগঞ্জে রাজনৈতিক গন্ডগোল হয় ৷ কখনও পার্টি অফিস ভাঙচুর আবার কখনও তৃণমূল কর্মীদের মারধর করা থেকে বাড়ি ভাঙচুর সবেতেই অভিযোগের তির ছিল বিজেপির দিকে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । এই ঘটনার জেরে হাসনাবাদের ডাসা নদীতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ ৷

আরও পড়ুন : ষষ্ঠ দফার নির্বাচনের আগেই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার পদে রদবদল

হাসনাবাদ, 21 এপ্রিল : ভোট মিটতেই সংঘর্ষে জড়াল তৃণমূল-বিজেপি ৷ তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর ও বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ ঘটনায় আক্রান্ত দু'পক্ষের 7 জন ৷ বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা হাসনাবাদ থানার ভবানীপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মডেল বাজার এলাকায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হাসনাবাদ থানার পুলিশ ।

এদিন সকাল ন'টা নাগাদ মস্তান গাজি, রমজান গাজি ও নজরুল ইসলাম সর্দার সহ সাতজন তৃণমূল কর্মী সমর্থক মডেল এলাকায় যান ৷ যাওয়া মাত্রই ওই এলাকার প্রভাবশালী বিজেপি নেতার নির্দেশে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের ঘিরে রাখে বলে অভিযোগ ৷ ঘিরে রাখার পর তাঁদের ব্যাপক মারধর করে হাত-পা ভেঙে দেওয়া হয় বলে জানিয়েছে ওই তৃণমূল কর্মীরা ৷

ওই এলাকায় বোমাবাজি হয় এবং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বেশ কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ৷ সেই গুলি তৃণমূল কর্মী মস্তান গাজির গায়ে এসে লাগতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷

হিঙ্গলগঞ্জে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

এই ঘটনার সব দায় অস্বীকার করে স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করে বলেছেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ৷ এর সঙ্গে কোনওভাবেই আমাদের কেউ জড়িত নয় ৷

রাজ্যে পঞ্চম দফা নির্বাচনে হিঙ্গলগঞ্জ বিধানসভার অন্তর্গত ভবানীপুরে ভোট হওয়ার পর দফায় দফায় হিঙ্গলগঞ্জে রাজনৈতিক গন্ডগোল হয় ৷ কখনও পার্টি অফিস ভাঙচুর আবার কখনও তৃণমূল কর্মীদের মারধর করা থেকে বাড়ি ভাঙচুর সবেতেই অভিযোগের তির ছিল বিজেপির দিকে ৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি । এই ঘটনার জেরে হাসনাবাদের ডাসা নদীতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ ৷

আরও পড়ুন : ষষ্ঠ দফার নির্বাচনের আগেই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার পদে রদবদল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.