ETV Bharat / state

কাঁচরাপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজি - west bengal assembly election

কাউন্সিলরের বক্তব্য়, কারোর সঙ্গে শত্রুতা নেই এমনকী ওই এলাকায় শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ৷ তারপরও কেন তাঁর বাড়িতে হামলা চালানো হল সেবিষয়ে পুরোটাই অজানা ৷ কোনও রাজনৈতিক দলই এবিষয়ে মুখ খুলতে নারাজ ৷

kancharapar
বোমার শব্দে কাচ ভেঙে যায়
author img

By

Published : Apr 24, 2021, 2:27 PM IST

কাঁচরাপাড়া, 24 এপ্রিল : কাঁচরাপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ ঘটনাটি কাঁচরাপাড়ার 21 নম্বর ওয়ার্ডে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আরও একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় ৷

ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নাম বেবি বণিক ৷ তিনি জানিয়েছেন, গতরাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে গিয়ে বোমাবাজি করে ৷ বোমার তীব্রতায় ওই বাড়ির কাচ ভেঙে যায় ৷ তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও অজানা তাঁদের কাছে ৷

প্রাক্তন কাউন্সিলরের বক্তব্য়

আরও পড়ুন- মৃত্যু 20 জনের, 200 জীবন বিপন্ন ; দিল্লির হাসপাতালে অক্সিজেনের হাহাকার

তাঁর বক্তব্য়, কারোর সঙ্গে শত্রুতা নেই এমনকী ওই এলাকায় শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ৷ তারপরও কেন তাঁর বাড়িতে হামলা চালানো হল সেবিষয়ে পুরোটাই অজানা ৷ কোনও রাজনৈতিক দলই এবিষয়ে মুখ খুলতে নারাজ ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বীজপুর থানার অতিরিক্ত পুলিশ ৷ ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । পুরো বিষয়টির তদন্ত চলছে বলে জানা গেছে ৷

কাঁচরাপাড়া, 24 এপ্রিল : কাঁচরাপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে ৷ ঘটনাটি কাঁচরাপাড়ার 21 নম্বর ওয়ার্ডে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আরও একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায় ৷

ওই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের নাম বেবি বণিক ৷ তিনি জানিয়েছেন, গতরাতে একদল দুষ্কৃতী তাঁর বাড়ির সামনে গিয়ে বোমাবাজি করে ৷ বোমার তীব্রতায় ওই বাড়ির কাচ ভেঙে যায় ৷ তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও অজানা তাঁদের কাছে ৷

প্রাক্তন কাউন্সিলরের বক্তব্য়

আরও পড়ুন- মৃত্যু 20 জনের, 200 জীবন বিপন্ন ; দিল্লির হাসপাতালে অক্সিজেনের হাহাকার

তাঁর বক্তব্য়, কারোর সঙ্গে শত্রুতা নেই এমনকী ওই এলাকায় শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ৷ তারপরও কেন তাঁর বাড়িতে হামলা চালানো হল সেবিষয়ে পুরোটাই অজানা ৷ কোনও রাজনৈতিক দলই এবিষয়ে মুখ খুলতে নারাজ ৷

খবর পেয়ে ঘটনাস্থলে যায় বীজপুর থানার অতিরিক্ত পুলিশ ৷ ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করে নিয়ে যায় পুলিশ । পুরো বিষয়টির তদন্ত চলছে বলে জানা গেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.