ETV Bharat / state

ভোট পরবর্তী হিংসা অশোকনগরে, বোমাবাজিতে উত্তপ্ত এলাকা - বোমাবাজিতে উত্তপ্ত এলাকা

আইএসএফের দাবি, গত 10 বছর দোগাছিয়ায় মানুষ ভোট দিতে পারেননি। গতকাল প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ ভোট হয়েছে । যা মেনে নিতে পারছেন না তৃণমূলের স্থানীয় নেতা শাহজাহান মল্লিক ৷ তিনি তাঁর দলবল নিয়ে আইএসএফ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন ।

অশোকনগরে ভোটপরবর্তী হিংসা
অশোকনগরে ভোটপরবর্তী হিংসা
author img

By

Published : Apr 23, 2021, 9:24 PM IST

অশোকনগর, 23 এপ্রিল : ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত অশোকনগর । তৃণমূল ও আইএসএফের এর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত এলাকা । শুরু হয় ব্যাপক বোমাবাজি । বোমের আঘাতে তিনজন আইএসএফ সমর্থক জখম হয়েছেন । অভিযোগের তির তৃণমূলের দিকে । যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের । দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার ভুরকণ্ডা পঞ্চায়েতের দোগাছিয়া এলাকায় ।

আইএসএফের দাবি, গত 10 বছর দোগাছিয়ায় মানুষ ভোট দিতে পারেননি। গতকাল প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ ভোট হয়েছে । যা মেনে নিতে পারছেন না স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান মল্লিক ৷ তিনি তাঁর দলবল নিয়ে আইএসএফ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে । তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে এলাকায় বোমাবাজি করছে । বোমের আঘাতে তিন আইএসএফ কর্মী আহতও হয়েছেন । তাদের অশোকনগর ঈশ্বরীনাথ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে ।

অশোকনগরে ভোটপরবর্তী হিংসা

খবর পেয়ে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশ। যদিও স্থানীয়দের অভিযোগ, দু’পক্ষ থেকেই এলাকায় ব্যাপক বোমাবাজি হয়েছে । তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা শাহজাহান মল্লিক বলেন, ‘‘ওরা এসে এলাকায় বোমাবাজি করে । ওরা এখন ভিত্তিহীন অভিযোগ করছে ।’’

অশোকনগর, 23 এপ্রিল : ভোট-পরবর্তী হিংসায় উত্তপ্ত অশোকনগর । তৃণমূল ও আইএসএফের এর মধ্যে সংঘর্ষে উত্তপ্ত এলাকা । শুরু হয় ব্যাপক বোমাবাজি । বোমের আঘাতে তিনজন আইএসএফ সমর্থক জখম হয়েছেন । অভিযোগের তির তৃণমূলের দিকে । যদিও অভিযোগ অস্বীকার তৃণমূলের । দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার ভুরকণ্ডা পঞ্চায়েতের দোগাছিয়া এলাকায় ।

আইএসএফের দাবি, গত 10 বছর দোগাছিয়ায় মানুষ ভোট দিতে পারেননি। গতকাল প্রশাসনের সহযোগিতায় শান্তিপূর্ণ ভোট হয়েছে । যা মেনে নিতে পারছেন না স্থানীয় তৃণমূল নেতা শাহজাহান মল্লিক ৷ তিনি তাঁর দলবল নিয়ে আইএসএফ কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে । তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে এলাকায় বোমাবাজি করছে । বোমের আঘাতে তিন আইএসএফ কর্মী আহতও হয়েছেন । তাদের অশোকনগর ঈশ্বরীনাথ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে ।

অশোকনগরে ভোটপরবর্তী হিংসা

খবর পেয়ে ঘটনাস্থলে যায় অশোকনগর থানার পুলিশ। যদিও স্থানীয়দের অভিযোগ, দু’পক্ষ থেকেই এলাকায় ব্যাপক বোমাবাজি হয়েছে । তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা শাহজাহান মল্লিক বলেন, ‘‘ওরা এসে এলাকায় বোমাবাজি করে । ওরা এখন ভিত্তিহীন অভিযোগ করছে ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.