ETV Bharat / state

হাড়োয়ায় 5টি বোমা উদ্ধার - পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন 2021

আজ সকালে ওই এলাকায় টহল দেওয়ায় সময় ফাঁকা মাঠে একটি বস্তা পড়ে থাকতে দেখেন পুলিশ কর্মীরা । সন্দেহ হওয়ায় বস্তা খুলতেই দেখা যায় ভিতরে পাঁচটি বোমা রয়েছে । বোমাগুলি উদ্ধারের পরে প্লাস্টিকের বালতির মধ্যে জলে রেখে সেগুলিকে নিষ্ক্রিয় করে পুলিশ ।

হাড়োয়ায় 5টি তাজা বোমা উদ্ধার
হাড়োয়ায় 5টি তাজা বোমা উদ্ধার
author img

By

Published : Mar 26, 2021, 2:07 PM IST

হাড়োয়া, 26 মার্চ : শাসনের পর এবার হাড়োয়া । ফের উদ্ধার হল পাঁচটি তাজা বোমা । আজ হাড়োয়ার গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের আমতা খাটরার একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় এই বোমাগুলি । বোমা উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করে হাড়োয়া থানার পুলিশ । একসঙ্গে এতগুলি বোমা উদ্ধার হওয়ায় স্বভাবতই আতঙ্কিত বাসিন্দারা । কে বা কারা,কী উদ্দেশে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ ।

আজ সকালে ওই এলাকায় টহল দেওয়ায় সময় ফাঁকা মাঠে একটি বস্তা পড়ে থাকতে দেখেন পুলিশ কর্মীরা । সন্দেহ হওয়ায় বস্তা খুলতেই দেখা যায় ভিতরে পাঁচটি তাজা বোমা রয়েছে । বোমাগুলি উদ্ধারের পরে প্লাস্টিকের বালতির মধ্যে জলে রেখে সেগুলিকে নিষ্ক্রিয় করে পুলিশ ।

আরও পড়ুন, খাস কলকাতায় 22টি তাজা বোমা উদ্ধার

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোটের সময় বড় কোনও অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যেই বোমা মজুত করা হয়েছিল । যদিও সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রসঙ্গত,বৃহস্পতিবারই শাসনের বড়পোলের মাছ ভেড়ির ধার থেকে প্রায় তিরিশটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ । এর আগে উত্তর 24 পরগনার হাবড়া ও দেগঙ্গা থেকেও মিলেছিল বিপুল পরিমাণ বোমা । এবার শাসন সংলগ্ন হাড়োয়া থেকে মিলল পাঁচটি তাজা বোমা । ভোটের মুখে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারে উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের ।

হাড়োয়া, 26 মার্চ : শাসনের পর এবার হাড়োয়া । ফের উদ্ধার হল পাঁচটি তাজা বোমা । আজ হাড়োয়ার গোপালপুর 1 নম্বর পঞ্চায়েতের আমতা খাটরার একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় এই বোমাগুলি । বোমা উদ্ধারের পর সেগুলো নিষ্ক্রিয় করে হাড়োয়া থানার পুলিশ । একসঙ্গে এতগুলি বোমা উদ্ধার হওয়ায় স্বভাবতই আতঙ্কিত বাসিন্দারা । কে বা কারা,কী উদ্দেশে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে হাড়োয়া থানার পুলিশ ।

আজ সকালে ওই এলাকায় টহল দেওয়ায় সময় ফাঁকা মাঠে একটি বস্তা পড়ে থাকতে দেখেন পুলিশ কর্মীরা । সন্দেহ হওয়ায় বস্তা খুলতেই দেখা যায় ভিতরে পাঁচটি তাজা বোমা রয়েছে । বোমাগুলি উদ্ধারের পরে প্লাস্টিকের বালতির মধ্যে জলে রেখে সেগুলিকে নিষ্ক্রিয় করে পুলিশ ।

আরও পড়ুন, খাস কলকাতায় 22টি তাজা বোমা উদ্ধার

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোটের সময় বড় কোনও অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যেই বোমা মজুত করা হয়েছিল । যদিও সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ ৷ প্রসঙ্গত,বৃহস্পতিবারই শাসনের বড়পোলের মাছ ভেড়ির ধার থেকে প্রায় তিরিশটি তাজা বোমা উদ্ধার করে পুলিশ । এর আগে উত্তর 24 পরগনার হাবড়া ও দেগঙ্গা থেকেও মিলেছিল বিপুল পরিমাণ বোমা । এবার শাসন সংলগ্ন হাড়োয়া থেকে মিলল পাঁচটি তাজা বোমা । ভোটের মুখে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বোমা উদ্ধারে উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.