ETV Bharat / state

হাড়োয়ায় বিজেপি প্রার্থীর মিছিলে হামলা, আহত 7 বিজেপি কর্মী - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

বৃহস্পতিবার দুপুরে হাড়োয়ার গোপালপুরের লেবুতলায় নির্বাচনী প্রচারে যান সেখানকার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা। অভিযোগ, প্রচার সেরে ফেরার পথে আচমকাই বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাঁশ, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায় তাঁরা ৷

bengal-election-2021-attack-on-a-rally-of-rajendra-saha-bjp-candidate-of-haroa-in-north-24-pargana
হাড়োয়ায় বিজেপি প্রার্থীর মিছিলে হামলা, আহত 7 বিজেপি কর্মী
author img

By

Published : Apr 8, 2021, 8:43 PM IST

হাড়োয়া (উত্তর 24 পরগনা), 8 এপ্রিল : রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হাড়োয়া। এবার হাড়োয়ার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহার প্রচারে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলায় জখম হয়েছেন বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক। আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা নিজেও। তাঁর এবং প্রচারের অন্তত পাঁচটি গাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে । ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতা কর্মীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলা কর্মী সমর্থকরা । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে হাড়োয়ার গোপালপুরের লেবুতলা এলাকায় । খোদ পুলিশের ভূমিকায় রুষ্ট বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা । তিনিও পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন। তবে, এই নিয়ে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের তরফে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হাড়োয়ার গোপালপুরের লেবুতলায় নির্বাচনী প্রচারে যান সেখানকার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা। অভিযোগ, প্রচার সেরে ফেরার পথে আচমকাই বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাঁশ, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায় তাঁরা ৷ হামলায় আহত হন বিজেপির অন্তত সাতজন কর্মী। হামলার প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহাও । তাঁকে নিগৃহীত করারও অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু হামলা নয়, প্রার্থীর গাড়ি সহ প্রচারে থাকা অন্তত পাঁচটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

হাড়োয়ায় বিজেপি প্রার্থীর মিছিলে হামলা, আহত 7 বিজেপি কর্মী

আরও পড়ুন : চণ্ডীতলায় শেষ মুহূর্তের প্রচারে যশ

আহত বিজেপি কর্মীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান খোদ বিজেপি প্রার্থী।তাঁদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিস্থিতি আয়ত্তে রাখতে এলাকায় চলছে পুলিশের টহল।

হাড়োয়া (উত্তর 24 পরগনা), 8 এপ্রিল : রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত হাড়োয়া। এবার হাড়োয়ার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহার প্রচারে হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। হামলায় জখম হয়েছেন বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক। আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা নিজেও। তাঁর এবং প্রচারের অন্তত পাঁচটি গাড়িতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে । ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির নেতা কর্মীরা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলা কর্মী সমর্থকরা । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা রয়েছে হাড়োয়ার গোপালপুরের লেবুতলা এলাকায় । খোদ পুলিশের ভূমিকায় রুষ্ট বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা । তিনিও পুলিশের ভূমিকায় ক্ষোভপ্রকাশ করেন। তবে, এই নিয়ে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের তরফে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে হাড়োয়ার গোপালপুরের লেবুতলায় নির্বাচনী প্রচারে যান সেখানকার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা। অভিযোগ, প্রচার সেরে ফেরার পথে আচমকাই বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বাঁশ, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায় তাঁরা ৷ হামলায় আহত হন বিজেপির অন্তত সাতজন কর্মী। হামলার প্রতিরোধ করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহাও । তাঁকে নিগৃহীত করারও অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু হামলা নয়, প্রার্থীর গাড়ি সহ প্রচারে থাকা অন্তত পাঁচটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ।

হাড়োয়ায় বিজেপি প্রার্থীর মিছিলে হামলা, আহত 7 বিজেপি কর্মী

আরও পড়ুন : চণ্ডীতলায় শেষ মুহূর্তের প্রচারে যশ

আহত বিজেপি কর্মীদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বসিরহাট জেলা হাসপাতালে। ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর পেয়ে হাড়োয়া থানার পুলিশ ঘটনাস্থলে এলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা। পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান খোদ বিজেপি প্রার্থী।তাঁদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিস্থিতি আয়ত্তে রাখতে এলাকায় চলছে পুলিশের টহল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.