ভাটপাড়া, 12 এপ্রিল : হাতে গোনা 10 দিন পর অর্থাৎ 22 এপ্রিল ভাটপাড়ায় নির্বাচন ৷ ভোটের দিনক্ষণ যত এগিয়ে আসছে তত উত্তপ্ত হয়ে উঠছে ভাটপাড়া ৷ গোটা ভাটপাড়াটাই যেন বোমা-গুলি-বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে ৷ গতকাল বোমা উদ্ধারের পর আজ বেআইনি অস্ত্র কারখানার হদিশ মিলল ভাটপাড়ায় ৷ ভাটপাড়া থানার কলাবাগান এলাকার ঘটনা ৷ ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে একজনকে ৷ ধৃতের নাম সরোজ প্রসাদ ৷ বাকি দু'জন পলাতক ৷ পলাতকদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ৷
সরোজ প্রসাদের বাবা সুধীর প্রসাদ তাঁর ছেলের অবৈধ অস্ত্র কারখানায় কাজ করার কথা স্বীকার করেছে ৷ সরোজের বন্ধু অজয় পণ্ডিত বাইরে থেকে মিস্ত্রীকে নিয়ে এসে আগ্নেয়াস্ত্রের মতো লোহার পাত কেটে রাখতো ৷ যদিও তিনি এই বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছেন ৷
2019 এর লোকসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ৷ তারপর থেকে প্রায় প্রতিদিন বন্দুক-বোমায় কেঁপে উঠেছে ভাটপাড়া ৷ হদিশ মিলেছে একের পর এক অস্ত্র কারখানার ৷ গতকাল ভাটপাড়ার মাদরাল জয়চণ্ডীতলার একটি ক্লাব থেকে উদ্ধার হয়েছিল বোমা ও বোমা তৈরির সরঞ্জাম ৷ তার 24 ঘণ্টা কাটতে না কাটতেই আজ ফের বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল ভাটপাড়া থানার পুলিশ ৷ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দু’টি আগ্নেয়াস্ত্র , গুলির খোল ও গুলি বানানোর সরঞ্জাম ৷
আরও পড়ুন : বারাসতে পিছোলো মমতার সভা , সূচি মেনে আজ আসছেন মোদি
পুলিশ সূত্রে খবর, ঘটনায় গ্রেফতার একজনকে আজ সাতদিনের পুলিশি হেফাজতের দাবি জানিয়ে ব্যারাকপুর আদালতে তোলা হবে ৷ স্থানীয় সূত্রে খবর , ঘনবসতিপূর্ণ এলাকায় এই অস্ত্র কারখানাটি ৷ তারপরও এতদিন কীভাবে কারখানাটি পুলিশের নজরে পড়ল না সে নিয়ে কাঠগড়ায় পুলিশ প্রশাসন ৷ 2019 লোকসভা নির্বাচনের আগে ও পরে যেভাবে ভাটপাড়া উত্তপ্ত হয়ে উঠেছিল সেই একই ছবি এবারের নির্বাচনে ভেসে উঠবে না তো ? আতঙ্কে এলাকাবাসী ৷ পুলিশ এবিষয়ে এখনও কিছু মুখ খোলে নি।