অশোকনগর, 22 এপ্রিল : ফের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ৷ উত্তর 24 পরগনার অশোকনগরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস ৷ ঘটনায় আহত হয়েছেন 1 ব্যক্তি ৷ জানা গিয়েছে শেখ শাহজাহান নামে ওই ব্যক্তি ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন ৷
আজ দুপুরে অশোকনগর আদর্শ পল্লী হাইস্কুলে ভোট চলাকালীন বিজেপি ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে ৷ ঘটনায় কয়েকটি বুথ ও বাস ভাঙচুর হয় ৷ সংঘর্ষ থামানোর জন্য পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে ৷ অভিযোগ, তাতে কাজ না হওয়ায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গুলি চালায় ৷ ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন শেখ শাহজাহান নামে ওই ব্যক্তি ৷ তখনই গুলি লাগে তাঁর ৷ জখম শেখ শাহজাহানকে হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ তাঁর পায়ে গুলি লেগেছে ৷
আরও পড়ুন : তৃণমূল কর্মীর বুকে ছুরির আঘাত, অভিযুক্ত বিজেপি
যদিও গুলি চালানোর কথা অস্বীকার করেছে কেন্দ্রীয় বাহিনী । শাহজাহানের দিদি মীরাতুন নাহারের দাবি, যারা গুলি চালিয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় ।