হাড়োয়া ,27 মার্চ : বিজেপির প্রচার ভ্যানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গাড়ির চালক ও প্রচারককে মারধরেরও অভিযোগ উঠেছে । ঘটনার জেরে শনিবার উত্তেজনা ছড়ায় উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় । ঘটনার পরই শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন হাড়োয়ার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা । বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন দ্রুত ব্যবস্থা নেবে বলেও আশাবাদী তিনি ।
জানা গিয়েছে, ভোটের মুখে 'আর নয় অন্যায়' স্লোগানকে হাতিয়ার করে জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় প্রচার চালাচ্ছে গেরুয়া শিবির । এজন্য একটি প্রচার ভ্যানও তৈরি করা হয়েছিল বিজেপির তরফে । সেই প্রচার ভ্যান-ই ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছিল বিভিন্ন এলাকায় । এদিনও হাড়োয়ার পিয়ারা এলাকায় প্রচার চলছিল বিজেপির সেই প্রচার ভ্যান নিয়ে । প্রচার ভ্যানে চালক ছাড়াও ছিলেন অপর এক প্রচারকও । অভিযোগ, সেই সময় আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা চড়াও হয় প্রচার ভ্যানের উপর । বাঁধা দিতে গেলে মারধর করা হয় গাড়ির চালক ও প্রচারককে । উঠেছে প্রচার গাড়িতে ভাঙচুরের অভিযোগও । তাণ্ডবের জেরে ভয়ে কোনও রকমে সেখান থেকে পালিয়ে বাঁচেন গাড়ির চালক ।
ঘটনা ঘিরে ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে হাড়োয়ায় । এই বিষয়ে অভিষেক নামে আক্রান্ত ওই গাড়ির চালক বলেন,"সুষ্ঠুভাবে এদিন সকালে বেড়াচাঁপা রোড ধরে প্রচার ভ্যান যাচ্ছিল । হঠাৎই দু'জন বাইকে করে এসে প্রচার ভ্যান আটকায় । বলে, এভাবে প্রচার করা যাবেনা । কার অনুমতিতে প্রচার চলছে ? তাকে ডেকে নিয়ে আসতেও বলেন তারা । প্রচারক গাড়ি থেকে নেমে ডেকে আনতে গেলে কোনও কথা ছাড়াই মারতে শুরু করে আমাকে । ভাঙচুর করা হয় গাড়ির উইন্ডস্ক্রিন-ও । কোনওক্রমে পালিয়ে বাঁচি সেখান থেকে"।
আরও পড়ুন : বর্ষীয়ান গৌরাঙ্গের আশীর্বাদ নিয়ে পাণ্ডবেশ্বরে প্রচারে সিপিআইএম প্রার্থী
বিষয়টি নিয়ে হাড়োয়ার বিজেপি প্রার্থী রাজেন্দ্র সাহা বলেন,"তৃণমূল যদি ভাবে হাড়োয়ায় সন্ত্রাসের পথ বেছে নেবে, তাহলে ওঁরা ভুল ভাবছে । গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ ওঁদের উপযুক্ত জবাব দেবে ।" ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ নেবে বলেও দাবি করেছেন তিনি । যদিও এই বিষয়ে এখনও অবধি কোনও প্রতিক্রিয়া মেলেনি শাসকদলের তরফে । এই বিষয়ে হাড়োয়া থানার পুলিশ জানিয়েছে,"অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে"।