ETV Bharat / state

Sukanta Majumdar: মতুয়া উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন, মুখ্যমন্ত্রীর চাইলেও আটকাতে পারবেন না, হুঁশিয়ারি সুকান্তর - সিএএ

বৃহস্পতিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরে বিজেপির (BJP) কর্মী সম্মেলনে হাজির ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । সেখানে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে আশ্বাস দেন তিনি ৷

Sukanta Majumdar: মতুয়া উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন, মুখ্যমন্ত্রীর চাইলেও আটকাতে পারবেন না, হুঁশিয়ারি সুকান্তর
Sukanta Majumdar: মতুয়া উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন, মুখ্যমন্ত্রীর চাইলেও আটকাতে পারবেন না, হুঁশিয়ারি সুকান্তর
author img

By

Published : Nov 10, 2022, 6:40 PM IST

ঠাকুরনগর (উত্তর 24 পরগনা), 10 নভেম্বর: ‘‘আমরা সমস্ত উদ্বাস্তুদের এখানে জায়গা দেব । 2024 সালের আগে মতুয়া (Matua) উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন । মুখ্যমন্ত্রী চাইলেও আটকাতে পারবেন না ।’’ মতুয়া ভূমিতে এসে ফের একবার মতুয়াদের আশ্বস্ত করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । পাশাপাশি এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিড়ালের সঙ্গে তুলনা করে বলেন, ‘‘এবার গদিটা নিয়ে নেব, বিড়ালকে ঘরছাড়া করব ।’’

bengal-bjp-chief-sukanta-majumdar-assures-matua-refugees-indian-citizenship-through-caa
দলের নেতা-কর্মীদের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

বৃহস্পতিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরে দলীয় কর্মী সম্মেলনে যোগদান করেছিলেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার । মঞ্চে তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন ৷ মতুয়াদের আশ্বস্ত করে বলেন, ‘‘রাম মন্দির কেন্দ্রীয় বিজেপির কাছে এমন একটা ইস্যু ছিল, যেখানে বিজেপি কোনও রকম সমঝোতা করত না । সেই রকম রাজ্যে বিজেপির কাছে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব একটা ইস্যু । 2024 সালের আগে মতুয়া উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন । মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও আটকাতে পারবেন না । সমস্ত উদ্বাস্তুদের আমরা এখানে জায়গা দেব ।"

Bengal BJP Chief Sukanta Majumdar assures Matua Refugees Indian Citizenship through CAA
দলের নেতা-কর্মীদের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি ৷ দাবি করেন, মুখ্যমন্ত্রী সিএএ (CAA)-র সঙ্গে এনআরসি (NRC) যুক্ত করে দিচ্ছেন । মুখ্যমন্ত্রী গোলমাল ছড়ানোর লাগানোর চেষ্টা করছেন । এবার যদি পশ্চিমবঙ্গে গোলমাল হয় মুখ্যমন্ত্রীর সেই দায় নিতে হবে । আর বিজেপি চুপ করে থাকবে না, বিজেপিও ময়দানে নামবে । দেখে নেবে কার কত দম ।

মতুয়া উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন, মুখ্যমন্ত্রীর চাইলেও আটকাতে পারবেন না, হুঁশিয়ারি সুকান্তর

কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে সরকারের নামের করার প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন, "বাংলায় একটা কথা আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না । বিড়ালকে সবে গাছে উঠিয়েছি, বাংলা যোজনা মুছিয়ে প্রধানমন্ত্রী লেখাচ্ছি, এবার গদিটাও নিয়ে নেব ৷ বিড়ালকে ঘরছাড়া করব । এই বিড়াল পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা ছাড়া হবে ।"

আরও পড়ুন: কলকাতা পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা সুকান্তর !

ঠাকুরনগর (উত্তর 24 পরগনা), 10 নভেম্বর: ‘‘আমরা সমস্ত উদ্বাস্তুদের এখানে জায়গা দেব । 2024 সালের আগে মতুয়া (Matua) উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন । মুখ্যমন্ত্রী চাইলেও আটকাতে পারবেন না ।’’ মতুয়া ভূমিতে এসে ফের একবার মতুয়াদের আশ্বস্ত করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । পাশাপাশি এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিড়ালের সঙ্গে তুলনা করে বলেন, ‘‘এবার গদিটা নিয়ে নেব, বিড়ালকে ঘরছাড়া করব ।’’

bengal-bjp-chief-sukanta-majumdar-assures-matua-refugees-indian-citizenship-through-caa
দলের নেতা-কর্মীদের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

বৃহস্পতিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরে দলীয় কর্মী সম্মেলনে যোগদান করেছিলেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার । মঞ্চে তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন ৷ মতুয়াদের আশ্বস্ত করে বলেন, ‘‘রাম মন্দির কেন্দ্রীয় বিজেপির কাছে এমন একটা ইস্যু ছিল, যেখানে বিজেপি কোনও রকম সমঝোতা করত না । সেই রকম রাজ্যে বিজেপির কাছে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব একটা ইস্যু । 2024 সালের আগে মতুয়া উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন । মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও আটকাতে পারবেন না । সমস্ত উদ্বাস্তুদের আমরা এখানে জায়গা দেব ।"

Bengal BJP Chief Sukanta Majumdar assures Matua Refugees Indian Citizenship through CAA
দলের নেতা-কর্মীদের সঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার

এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি ৷ দাবি করেন, মুখ্যমন্ত্রী সিএএ (CAA)-র সঙ্গে এনআরসি (NRC) যুক্ত করে দিচ্ছেন । মুখ্যমন্ত্রী গোলমাল ছড়ানোর লাগানোর চেষ্টা করছেন । এবার যদি পশ্চিমবঙ্গে গোলমাল হয় মুখ্যমন্ত্রীর সেই দায় নিতে হবে । আর বিজেপি চুপ করে থাকবে না, বিজেপিও ময়দানে নামবে । দেখে নেবে কার কত দম ।

মতুয়া উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন, মুখ্যমন্ত্রীর চাইলেও আটকাতে পারবেন না, হুঁশিয়ারি সুকান্তর

কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে সরকারের নামের করার প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন, "বাংলায় একটা কথা আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না । বিড়ালকে সবে গাছে উঠিয়েছি, বাংলা যোজনা মুছিয়ে প্রধানমন্ত্রী লেখাচ্ছি, এবার গদিটাও নিয়ে নেব ৷ বিড়ালকে ঘরছাড়া করব । এই বিড়াল পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা ছাড়া হবে ।"

আরও পড়ুন: কলকাতা পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা সুকান্তর !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.