ঠাকুরনগর (উত্তর 24 পরগনা), 10 নভেম্বর: ‘‘আমরা সমস্ত উদ্বাস্তুদের এখানে জায়গা দেব । 2024 সালের আগে মতুয়া (Matua) উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন । মুখ্যমন্ত্রী চাইলেও আটকাতে পারবেন না ।’’ মতুয়া ভূমিতে এসে ফের একবার মতুয়াদের আশ্বস্ত করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । পাশাপাশি এদিন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বিড়ালের সঙ্গে তুলনা করে বলেন, ‘‘এবার গদিটা নিয়ে নেব, বিড়ালকে ঘরছাড়া করব ।’’
![bengal-bjp-chief-sukanta-majumdar-assures-matua-refugees-indian-citizenship-through-caa](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-sukanta-caa-viz1-wbc10017_10112022163316_1011f_1668078196_705.jpg)
বৃহস্পতিবার উত্তর 24 পরগনার ঠাকুরনগরে দলীয় কর্মী সম্মেলনে যোগদান করেছিলেন রাজ্য বিজেপির (BJP) সভাপতি সুকান্ত মজুমদার । মঞ্চে তিনি বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন ৷ মতুয়াদের আশ্বস্ত করে বলেন, ‘‘রাম মন্দির কেন্দ্রীয় বিজেপির কাছে এমন একটা ইস্যু ছিল, যেখানে বিজেপি কোনও রকম সমঝোতা করত না । সেই রকম রাজ্যে বিজেপির কাছে মতুয়া উদ্বাস্তুদের নাগরিকত্ব একটা ইস্যু । 2024 সালের আগে মতুয়া উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবেন । মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেও আটকাতে পারবেন না । সমস্ত উদ্বাস্তুদের আমরা এখানে জায়গা দেব ।"
![Bengal BJP Chief Sukanta Majumdar assures Matua Refugees Indian Citizenship through CAA](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-sukanta-caa-viz1-wbc10017_10112022163316_1011f_1668078196_50.jpg)
এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন তিনি ৷ দাবি করেন, মুখ্যমন্ত্রী সিএএ (CAA)-র সঙ্গে এনআরসি (NRC) যুক্ত করে দিচ্ছেন । মুখ্যমন্ত্রী গোলমাল ছড়ানোর লাগানোর চেষ্টা করছেন । এবার যদি পশ্চিমবঙ্গে গোলমাল হয় মুখ্যমন্ত্রীর সেই দায় নিতে হবে । আর বিজেপি চুপ করে থাকবে না, বিজেপিও ময়দানে নামবে । দেখে নেবে কার কত দম ।
কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে সরকারের নামের করার প্রসঙ্গ টেনে সুকান্ত মজুমদার বলেন, "বাংলায় একটা কথা আছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না । বিড়ালকে সবে গাছে উঠিয়েছি, বাংলা যোজনা মুছিয়ে প্রধানমন্ত্রী লেখাচ্ছি, এবার গদিটাও নিয়ে নেব ৷ বিড়ালকে ঘরছাড়া করব । এই বিড়াল পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা ছাড়া হবে ।"