বসিরহাট, 8 অগস্ট : রবিবার বসিরহাটের পৃথক দু'টি জায়গা থেকে নিষিদ্ধ তরল মাদক, রিভলবার ও কার্তুজ সমেত দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ । ধৃতদের নাম সুরজিৎ বিশ্বাস ও বাবলু বিশ্বাস । সুরজিৎকে গ্রেফতার করা হয়েছে বসিরহাটের চাঁপাপুকুর এলাকা থেকে । তার কাছ থেকে মিলেছে প্রায় পাঁচ লিটার কোডাউন মিশ্রণ ৷ অপর দুষ্কৃতীকে হাতেনাতে ধরা হয়েছে বসিরহাটের পিকনিক স্পট এলাকা থেকে । তার কাছ থেকে বাজেয়াপ্ত হয়েছে একটি রিভলবার এবং এক রাউন্ড কার্তুজ । পাচার এবং বিক্রির উদ্দেশ্যেই ওই দুই দুষ্কৃতী নিষিদ্ধ তরল মাদক ও আগ্নেয়াস্ত্র মজুত করেছিল বলে অনুমান পুলিশের । তবে ঠিক কোথায় এই কার্যসিদ্ধির উদ্দেশ্য ছিল তাদের তা ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে ।
ধৃত ওই দুই দুষ্কৃতীর বিরুদ্ধে বসিরহাট থানা এলাকায় একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে । চুরি, ডাকাতি, ছিনতাই কিংবা মাদক পাচার প্রতিটি অপরাধেই সিদ্ধহস্ত ছিল এই দুই দুষ্কৃতী । এই নিয়ে তাদের বিরুদ্ধে পুলিশের খাতায় অভিযোগও রয়েছে । দীর্ঘদিন ধরে ওই দুই দুষ্কৃতীর খোঁজ পাওয়ার চেষ্টা চলছিল । কিন্তু কিছুতেই তাদের নাগালে পাওয়া যাচ্ছিল না । তারই মধ্যে এদিন সকালে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে বসিরহাটের পৃথক দু'টি জায়গায় ওই দুই দুষ্কৃতী অপরাধ সংগঠিত করার উদ্দেশ্যে জড়ো হয়েছে । সেই মতো ওই দু'টি জায়গায় অভিযান চালিয়ে সাফল্য আসে পুলিশের । নিষিদ্ধ তরল মাদক, রিভলবার ও কার্তুজ-সহ হাতেনাতে পাকড়াও করা হয় তাদের ৷
পৃথক ওই দু'টি ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য পাচারচক্রের কোনও যোগ আছে কিনা, তা খতিয়ে দেখছে বসিরহাট থানার পুলিশ । এদিকে তরল মাদক-সহ ধৃত সুরজিৎকে নিজেদের হেফাজতে নিতে এদিন দুপুরে তাকে বারাসত আদালতের নারকোটিকস কোর্টে পেশ করেছে পুলিশ । অন্যদিকে আগ্নেয়াস্ত্র সমেত ধৃত বাবলুকে পেশ করা হয়েছে বসিরহাট মহকুমা আদালতে ।
আরও পড়ুন : বোরখার আড়ালে মহিলাদের ব্যবহার করে মাদক পাচার, গ্রেফতার 2 পাচারকারী