বসিরহাট, 2 জুলাই: চরম উৎকণ্ঠার মধ্যেই মণিপুরে ধসে (Manipur Landslide) নিখোঁজ সেনা জওয়ান শেখ মহিউদ্দিনের বসিরহাটের বাড়িতে এল মৃত্যু সংবাদ । 48 ঘন্টা পর শনিবার সকালে ওই সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার হয়েছে ধসের স্তূপের নিচ থেকে । মণিপুরের এই দুঃসংবাদ কয়েক হাজার কিলোমিটার দূরে বসিরহাটের মাটিয়া থানা এলাকার বাড়িতে পৌঁছতেই বিষাদের সুর নিহত সেনা জওয়ানের পরিবারে । এলাকায় নেমে এসেছে শোকের ছায়াও । বছর বত্রিশের মহিউদ্দিনের দেহ আপাতত নিজেদের তত্ত্বাবধানে রেখেছে ভারতীয় সেনা । সূত্রের খবর, মণিপুরের সেনা হাসপাতালে ময়নাতদন্তের পর রবিবার বসিরহাটের বাড়িতে ফিরবে ওই সেনা জওয়ানের দেহ ।
বুধবার গভীর রাতে আচমকাই ধস নামে মণিপুরের ননে জেলার টুপুল রেলইয়ার্ডে । সেখানে রেললাইন পাতার কাজ চলছিল । আর তার নিরাপত্তার দায়িত্বে ছিলেন মহিউদ্দিন-সহ একাধিক সেনা জওয়ান । ধসে কার্যত বিলীন হয়ে যায় টুপুল রেলইয়ার্ডের সেনা ক্যাম্প । ধসের জেরে এখনও পর্যন্ত 81 জনের মৃত্যুর খবর সামনে এসেছে । খোঁজ মিলছে না আরও অনেকের । তাঁদের হদিশ পেতে দিনরাত এক করে উদ্ধার চালাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল । তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধারকার্য চালাতে গিয়ে বাঁধা পেতে হচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের । জানা গিয়েছে, নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের 10 জন সেনা জওয়ান রয়েছে । যাদের বেশিরভাগেরই বাড়ি দার্জিলিং, মিরিক এবং কালিম্পয়ে । মর্মান্তিক এই ঘটনায় ইতিমধ্যে শোকজ্ঞাপন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
মণিপুরে ভূমিধসের ঘটনার পর থেকেই নিখোঁজ ছিলেন এই রাজ্যের বসিরহাটের বাসিন্দা, সেনা জওয়ান শেখ মহিউদ্দিন । মহিউদ্দিনের বাড়ি উত্তর 24 পরগনার মাটিয়া থানার ঘোড়ারস উত্তরপাড়ায় । পরিবারে স্ত্রী ছাড়াও তাঁর একটি দেড় বছরের সন্তান রয়েছে । ধসের ঘটনা ঘটার আগে পরিবারের সঙ্গে ওই সেনা জওয়ানের শেষ কথা হয়েছিল বুধবার সন্ধ্যায় । তারপর থেকেই কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়নি পরিবারের লোকেদের । টেলিভিশনের মাধ্যমেই ভূমিধসে স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি প্রথম জানতে পারেন মহিউদ্দিনের স্ত্রী রিমানা ইয়াসমিন । তখন থেকেই চরম উৎকণ্ঠার দিন কাটছিল সেনা জওয়ানের পরিবারে । তবে চোট আঘাত লাগলেও পরিবারের আশা ছিল মহিউদ্দিনকে হয়তো ধসের স্তূপের নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে । সেই আশা নিরাশায় বদলে গেল 48 ঘন্টার মধ্যেই । ওই সেনা জওয়ানের নিথর দেহ উদ্ধার হল ধসের স্তূপ থেকে (Basirhat Jawan dies in Manipur Landslide)।
আরও পড়ুন: মণিপুরে ধসে মৃত জওয়ানদের 'গার্ড অফ অনার' দিল সেনা
জানা গিয়েছে, গত 9 বছর ধরে টেরিটোরিয়াল আর্মির গোর্খা রেজিমেন্টের 107 নম্বর ব্যাটেলিয়নের সদস্য হিসেবে মণিপুরে কর্মরত মহিউদ্দিন । শেষবার বাড়িতে তিনি এসেছিলেন 2021 সালের 16 অগস্ট । সামনের ঈদে আবারও বাড়িতে আসার কথা ছিল ওই সেনা জওয়ানের । ঈদের আগেই বাড়িতে ফিরবেন ঠিকই । তবে তা কফিন বন্দি হয়ে ।