ETV Bharat / state

কাটমানি ফেরতের দাবিতে পোস্টার পৌরপ্রধানের ওয়ার্ডে - barrackpore municipality

ব্যারাকপুরের বাসিন্দাদের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্প ইন্দিরা আবাস যোজনার ২৫% কাটমানি হিসেবে আত্মসাৎ করেছেন পৌরসভার চেয়ারম্যান উত্তম দাস ও কাউন্সিলর সন্দীপা বিশ্বাস ।

উত্তম দাস
author img

By

Published : Jul 3, 2019, 7:44 PM IST

Updated : Jul 3, 2019, 11:42 PM IST

ব্যারাকপুর, 3 জুলাই : কাটমানি ফেরানোর দাবিতে উত্তাল ব্যারাকপুর পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ড । পৌরপ্রধান তথা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম দাস ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপা বিশ্বাসের বিরুদ্ধে কাটমানি ফেরানোর দাবিতে পড়ল পোস্টার ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্প ইন্দিরা আবাস যোজনার ২৫% কাটমানি হিসেবে আত্মসাৎ করেছেন উত্তম দাস ও সন্দীপা বিশ্বাস । আজ সকালে দেখা যায় পৌরপ্রধানের ফ্ল্যাট সহ গোটা 5 নম্বর ও 4 নম্বর ওয়ার্ডে কাটমানি ফেরতের দাবিতে পোষ্টার লাগানো রয়েছে ।

ভিডিয়োয় শুনুন

পৌরপ্রধানের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে BJP কর্মীরাই এই পোস্টার লাগিয়েছে । এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়। একমাত্র উপভোক্তারাই টাকা তুলতে পারেন।

অন্যদিকে, BJP র ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি অহীন্দ্রনাথ বসু উত্তম দাসের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, " এই পোষ্টার BJPর কোনও কর্মী লাগায়নি । তবে যাঁরা সেঁটেছেন তাঁরা ঠিকই করেছেন । আমরাও কাটমানি ফেরতের দাবিতে আন্দোলন করছি, আমরা এই পোস্টারের বক্তব্য সমর্থন করি ।"

ব্যারাকপুর, 3 জুলাই : কাটমানি ফেরানোর দাবিতে উত্তাল ব্যারাকপুর পৌরসভার 4 ও 5 নম্বর ওয়ার্ড । পৌরপ্রধান তথা 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম দাস ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপা বিশ্বাসের বিরুদ্ধে কাটমানি ফেরানোর দাবিতে পড়ল পোস্টার ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্প ইন্দিরা আবাস যোজনার ২৫% কাটমানি হিসেবে আত্মসাৎ করেছেন উত্তম দাস ও সন্দীপা বিশ্বাস । আজ সকালে দেখা যায় পৌরপ্রধানের ফ্ল্যাট সহ গোটা 5 নম্বর ও 4 নম্বর ওয়ার্ডে কাটমানি ফেরতের দাবিতে পোষ্টার লাগানো রয়েছে ।

ভিডিয়োয় শুনুন

পৌরপ্রধানের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে BJP কর্মীরাই এই পোস্টার লাগিয়েছে । এই প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায়। একমাত্র উপভোক্তারাই টাকা তুলতে পারেন।

অন্যদিকে, BJP র ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি অহীন্দ্রনাথ বসু উত্তম দাসের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, " এই পোষ্টার BJPর কোনও কর্মী লাগায়নি । তবে যাঁরা সেঁটেছেন তাঁরা ঠিকই করেছেন । আমরাও কাটমানি ফেরতের দাবিতে আন্দোলন করছি, আমরা এই পোস্টারের বক্তব্য সমর্থন করি ।"

sample description
Last Updated : Jul 3, 2019, 11:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.