ETV Bharat / state

বিতর্কিত মন্তব‍্যের জের ! সভায় হাজির থাকলেও মঞ্চে ঠাঁই হল না বারাসতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের - tmc leader of barasat

Barasat TMC Leader: ভোটার তালিকায় বাংলাদেশি নাগরিকদের নাম তুলতে বলে বিতর্কে জড়িয়েছিলেন ৷ রবিবার দলের সভায় মঞ্চে ঠাঁই হল না বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন রত্না বিশ্বাসের ।

ETV Bharat
তৃণমূলের সভায় মঞ্চে ঠাঁই হল না বারাসতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 10:09 PM IST

Updated : Nov 26, 2023, 10:20 PM IST

দলীয় মঞ্চে ঠাঁই হল না বারাসতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের

বারাসত, 26 নভেম্বর: ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম ঢোকানো নিয়ে বিতর্কিত মন্তব‍্যের জের ! তৃণমূলের গুরুত্বপূর্ণ সভায় রবিবার হাজির থাকলেও মঞ্চে ঠাঁই হল না বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন রত্না বিশ্বাসের । দর্শকাসনে বসে দলীয় সাংসদ, বিধায়ক এবং মন্ত্রীদের বক্তব্য শুনতে হল বিতর্কিত এই তৃণমূল নেত্রীকে । দলের জেলা চেয়ারপার্সন রত্না বিশ্বাসকে এদিনের সভার দর্শকাসনে মনমরা হয়ে বসে থাকতে দেখা গিয়েছে । সেখানে মঞ্চে আলোকিত করে বসে ছিলেন শাসকদলের একাধিক টাউন ও ব্লক স্তরের নেতারা । বিষয়টি নিয়ে কানাঘুষো শুরু হয়েছে তৃণমূলের অন্দরে ।

অনেকেই মনে করছেন, বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তোলার আহ্বান জানিয়ে আদতে দলেরই অস্বস্তি বাড়িয়েছেন তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস । সে কারণেই দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় হাজির থেকেও মঞ্চে ঠাঁই হয়নি তাঁর । যদিও সভা শেষে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস কোনও মন্তব্য করতে না-চাইলেও বিষয়টি নিয়ে ব‍্যাখা দেওয়ার চেষ্টা করেছেন দলের জেলা সভাপতি তথা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ।

এদিন বিকেলে বারাসতের বিদ‍্যাসাগর হলে জেলা তৃণমূলের বর্ধিত সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল । সেখানে দলের প্রথম সারির সমস্ত নেতা, বিধায়ক, মন্ত্রীরা হাজির ছিলেন। যোগ দিয়েছিলেন দলের টাউন এবং ব্লক স্তরের সভাপতিও । তৃণমূলের সাংসদ,বিধায়ক,মন্ত্রীদের পাশাপাশি এদিনের সভার একেবারে মঞ্চে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন টাউন স্তরের নেতাও । তবে হাজির হয়েও মঞ্চে ঠাঁই হয়নি দলের জেলা চেয়ারপার্সন, বিতর্কিত তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের ।

এদিন সভা মঞ্চে দাঁড়িয়ে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ও তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা করেন, "এবার থেকে সংবাদমাধ্যমের সামনে যখন খুশি কেউ মুখ খুলতে পারবেন না । এ বিষয়ে যা বলার জেলা তৃণমূলের মুখপাত্ররা বলবেন । যদি কোনও বিষয়ে সংবাদমাধ্যমকে বলতে হয়, তাহলে জেলা কমিটির আগাম অনুমতি নিতে হবে তাঁদের । না জেনে, না বুঝে কোনও বিষয়ে মন্তব্য করা চলবে না । সংবাদমাধ্যমে কিছু বলতে গেলে ভেবেচিন্তে বলতে হবে । আপনাদের মুখ থেকে ভুল কথা বেরিয়ে গেলে তাতে দলেরই ক্ষতি হয়ে যায় । সেটা যেন কখনও না হয় ৷"

সংবাদমাধ্যমে দলীয় বিধিনিষেধের ব‍্যাপারে পরে দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি কাকলি ঘোষ দস্তিদার বলেন, "আমি কোনও বিধিনিষেধ জারি করিনি । সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আমাদের সখ‍্যতা রয়েছে । তাঁদের সঙ্গে আমাদের প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয়ে কথার আদান-প্রদান হয় । আমি শুধু বলেছি, জেলার যে দু'জন মুখপাত্র ছিল তারা এবার থেকে তাঁদের কার্যকারি ভূমিকা পালন করবেন । এটা রত্না বিশ্বাসের বিতর্কিত মন্তব্যের জন্য নয় । দলের সিদ্ধান্ত । দলীয় স্তরে শৃঙ্খলা থাকা তো উচিত ৷" রত্না বিশ্বাসের মঞ্চে ঠাঁই না-হওয়া নিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, "উনি সভায় দেরি করে এসেছেন । সেই কারণে তিনি নীচে বসেছেন ৷"

অন‍্যদিকে, বিষয়টি নিয়ে শাসকদলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। এ নিয়ে বিজেপির রাজ‍্য কমিটির সদস্য তাপস মিত্র জানান, তৃণমূলের গোপন এজেন্ডা রত্না বিশ্বাস ফাঁস করে দিয়েছেন । সে কারণে জনমানসে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । তাই ড্যামেজ কন্ট্রোল করতে ওনাকে দর্শকাসনে বসানো হয়েছে । এতে কোনও ড্যামেজ কন্ট্রোল হবে না ।

আরও পড়ুন:

  1. রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশিদেরও নাম তোলার আবেদন, বিতর্কে বারাসতের তৃণমূল কংগ্রেস নেত্রী
  2. 'ভোটার তালিকায় নাম তোলার সময় দেখে নিন আমাদের দলের সঙ্গে যুক্ত কি না !' বিধায়কের বেফাঁস মন্তব্য
  3. পাহাড়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং

দলীয় মঞ্চে ঠাঁই হল না বারাসতের তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের

বারাসত, 26 নভেম্বর: ভোটার তালিকায় বাংলাদেশিদের নাম ঢোকানো নিয়ে বিতর্কিত মন্তব‍্যের জের ! তৃণমূলের গুরুত্বপূর্ণ সভায় রবিবার হাজির থাকলেও মঞ্চে ঠাঁই হল না বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন রত্না বিশ্বাসের । দর্শকাসনে বসে দলীয় সাংসদ, বিধায়ক এবং মন্ত্রীদের বক্তব্য শুনতে হল বিতর্কিত এই তৃণমূল নেত্রীকে । দলের জেলা চেয়ারপার্সন রত্না বিশ্বাসকে এদিনের সভার দর্শকাসনে মনমরা হয়ে বসে থাকতে দেখা গিয়েছে । সেখানে মঞ্চে আলোকিত করে বসে ছিলেন শাসকদলের একাধিক টাউন ও ব্লক স্তরের নেতারা । বিষয়টি নিয়ে কানাঘুষো শুরু হয়েছে তৃণমূলের অন্দরে ।

অনেকেই মনে করছেন, বাংলাদেশিদের ভোটার তালিকায় নাম তোলার আহ্বান জানিয়ে আদতে দলেরই অস্বস্তি বাড়িয়েছেন তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস । সে কারণেই দলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় হাজির থেকেও মঞ্চে ঠাঁই হয়নি তাঁর । যদিও সভা শেষে এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস কোনও মন্তব্য করতে না-চাইলেও বিষয়টি নিয়ে ব‍্যাখা দেওয়ার চেষ্টা করেছেন দলের জেলা সভাপতি তথা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ।

এদিন বিকেলে বারাসতের বিদ‍্যাসাগর হলে জেলা তৃণমূলের বর্ধিত সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছিল । সেখানে দলের প্রথম সারির সমস্ত নেতা, বিধায়ক, মন্ত্রীরা হাজির ছিলেন। যোগ দিয়েছিলেন দলের টাউন এবং ব্লক স্তরের সভাপতিও । তৃণমূলের সাংসদ,বিধায়ক,মন্ত্রীদের পাশাপাশি এদিনের সভার একেবারে মঞ্চে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন টাউন স্তরের নেতাও । তবে হাজির হয়েও মঞ্চে ঠাঁই হয়নি দলের জেলা চেয়ারপার্সন, বিতর্কিত তৃণমূল নেত্রী রত্না বিশ্বাসের ।

এদিন সভা মঞ্চে দাঁড়িয়ে বারাসত সাংগঠনিক জেলার সভাপতি ও তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট ঘোষণা করেন, "এবার থেকে সংবাদমাধ্যমের সামনে যখন খুশি কেউ মুখ খুলতে পারবেন না । এ বিষয়ে যা বলার জেলা তৃণমূলের মুখপাত্ররা বলবেন । যদি কোনও বিষয়ে সংবাদমাধ্যমকে বলতে হয়, তাহলে জেলা কমিটির আগাম অনুমতি নিতে হবে তাঁদের । না জেনে, না বুঝে কোনও বিষয়ে মন্তব্য করা চলবে না । সংবাদমাধ্যমে কিছু বলতে গেলে ভেবেচিন্তে বলতে হবে । আপনাদের মুখ থেকে ভুল কথা বেরিয়ে গেলে তাতে দলেরই ক্ষতি হয়ে যায় । সেটা যেন কখনও না হয় ৷"

সংবাদমাধ্যমে দলীয় বিধিনিষেধের ব‍্যাপারে পরে দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতি কাকলি ঘোষ দস্তিদার বলেন, "আমি কোনও বিধিনিষেধ জারি করিনি । সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আমাদের সখ‍্যতা রয়েছে । তাঁদের সঙ্গে আমাদের প্রায় প্রতিদিনই বিভিন্ন বিষয়ে কথার আদান-প্রদান হয় । আমি শুধু বলেছি, জেলার যে দু'জন মুখপাত্র ছিল তারা এবার থেকে তাঁদের কার্যকারি ভূমিকা পালন করবেন । এটা রত্না বিশ্বাসের বিতর্কিত মন্তব্যের জন্য নয় । দলের সিদ্ধান্ত । দলীয় স্তরে শৃঙ্খলা থাকা তো উচিত ৷" রত্না বিশ্বাসের মঞ্চে ঠাঁই না-হওয়া নিয়ে কাকলি ঘোষ দস্তিদার বলেন, "উনি সভায় দেরি করে এসেছেন । সেই কারণে তিনি নীচে বসেছেন ৷"

অন‍্যদিকে, বিষয়টি নিয়ে শাসকদলের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে গেরুয়া শিবির। এ নিয়ে বিজেপির রাজ‍্য কমিটির সদস্য তাপস মিত্র জানান, তৃণমূলের গোপন এজেন্ডা রত্না বিশ্বাস ফাঁস করে দিয়েছেন । সে কারণে জনমানসে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে । তাই ড্যামেজ কন্ট্রোল করতে ওনাকে দর্শকাসনে বসানো হয়েছে । এতে কোনও ড্যামেজ কন্ট্রোল হবে না ।

আরও পড়ুন:

  1. রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশিদেরও নাম তোলার আবেদন, বিতর্কে বারাসতের তৃণমূল কংগ্রেস নেত্রী
  2. 'ভোটার তালিকায় নাম তোলার সময় দেখে নিন আমাদের দলের সঙ্গে যুক্ত কি না !' বিধায়কের বেফাঁস মন্তব্য
  3. পাহাড়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং
Last Updated : Nov 26, 2023, 10:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.