ETV Bharat / state

Shiksha Ratna Award 2022: তিনি প্রধান শিক্ষক আবার সঙ্গীতজ্ঞও বটে! শিক্ষারত্ন পাচ্ছেন সুজিত - বারাসত স্কুলের প্রধান শিক্ষক

রবীন্দ্র সঙ্গীতজ্ঞ প্রধান শিক্ষককে (Head Master) শিক্ষারত্ন পুরস্কার (Shiksha Ratna Award 2022) দিতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর । আনন্দে আত্মহারা বারাসতের স্কুল (Barasat School) ।

Barasat School head master to get Shiksha Ratna Award 2022
Shiksha Ratna Award 2022
author img

By

Published : Sep 4, 2022, 12:55 PM IST

বারাসত, 4 সেপ্টেম্বর: শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সঙ্গীতজ্ঞ । রবীন্দ্র সঙ্গীত নিয়ে নিয়মিত চর্চা করে থাকেন । এমনই এক সঙ্গীত প্রিয় শিক্ষককে এ বছর শিক্ষরত্ন পুরস্কারে (Shiksha Ratna Award 2022) ভূষিত করতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর (State Education Department) ।

তিনি উত্তর চব্বিশ পরগনার বারাসতের নবপল্লী বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক (Head Master) সুজিতকুমার রায় । স্কুলের প্রধান শিক্ষকের ঝুলিতে শিক্ষারত্ন-র মতো সরকারি পুরস্কার আসায় খুশিতে আত্মহারা শিক্ষক, পড়ুয়া থেকে অভিভাবক সকলেই । যোগ্য লোককেই শিক্ষা দফতরের তরফে যোগ্য পুরস্কারে ভূষিত করা হয়েছে । একবাক্যে স্বীকার করছেন তাঁরা । প্রধান শিক্ষকও মনে করছেন এই পুরস্কার পাওয়া তাঁর পক্ষে গর্বের । আগামিদিনে স্কুলের উন্নতি সাধনে তা আরও সহায়তা করবে বলে মনে করেন তিনি।

Barasat School head master to get Shiksha Ratna Award 2022
শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সঙ্গীতজ্ঞ

প্রতিবছরই শিক্ষক দিবসে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করা হয় রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের । এ বছরও 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে এই পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্যের মোট 61 জন শিক্ষক শিক্ষিকার হাতে । এর মধ্যে উত্তর 24 পরগনা জেলা থেকে এবার শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন মোট 4 জন । যার মধ্যে রয়েছেন বারাসত নবপল্লী বয়েজ হাইস্কুলের (Barasat School) প্রধান শিক্ষক সুজিতকুমার রায় । ইতিমধ্যে শিক্ষা দফতরের তরফে তাঁর কাছে পৌঁছে গিয়েছে পুরস্কারের চিঠি । এই খবর ছড়িয়ে পড়তেই খুশির ছোঁয়া স্কুলের শিক্ষক থেকে পড়ুয়াদের মধ্যে । সাজ সাজ রব স্কুল প্রাঙ্গণে ।

শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বারাসত স্কুলের প্রধান শিক্ষক

আরও পড়ুন: শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন রানিগঞ্জের দেবাশিস মণ্ডল

জানা গিয়েছে, মাত্র তিন বছর আগে অশোকনগর হাইস্কুল থেকে বদলি হয়ে নবপল্লী বয়েজ হাইস্কুলে প্রধান শিক্ষক পদে যোগ দেন সুজিত । যোগ দেওয়ার পরই স্কুলের উন্নতিতে নিরলসভাবে কাজ করে গিয়েছেন তিনি । তিন বছরের মধ্যেই স্কুলের উন্নয়নে আমূল পরিবর্তন ঘটে গিয়েছে প্রধান শিক্ষকের হাত ধরে । তা শিক্ষা ক্ষেত্রে হোক কিংবা সাংস্কৃতিক ক্ষেত্র-শিক্ষক-পড়ুয়াদের মধ্যে মেল বন্ধন ঘটাতেও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন প্রধান শিক্ষক । যার ফলস্বরূপ জেলার শিক্ষা ক্ষেত্রের মানচিত্রে আজ জায়গা করে নিয়েছে বারাসতের স্বনামধন্য এই হাইস্কুল ।

এতো গেল স্কুলের শিক্ষার হাল হকিকত নিয়ে প্রধান শিক্ষক সুজিতকুমার রায়ের ভূমিকা । এর পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় রয়েছে । তিনি রবীন্দ্র সঙ্গীতজ্ঞ । বাড়িতে নিয়মিত চর্চা করে থাকেন ওই শিক্ষক । স্কুলে ক্লাস নেওয়ার পর ফাঁক পেলেই সেখানেও রেয়াজ করতে ভোলেন না সুজিত । তাঁর রবীন্দ্র সঙ্গীতও ইতিমধ্যে মন ছুঁয়েছে স্কুলের শিক্ষক থেকে পড়ুয়াদের । সকলেই প্রধান শিক্ষকের প্রশংসায় পঞ্চমুখ ।

আরও পড়ুন: শিক্ষারত্ন পুরষ্কার পাচ্ছেন কাদিঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক

যদিও শিক্ষার মানোন্নয়নের কৃতিত্ব নিজে একা নিতে চাননি প্রধান শিক্ষক । শিক্ষক,পড়ুয়া ও অভিভাবক সকলের সহযোগিতাতেই তা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তিনি । তাই এই শিক্ষারত্ন পুরস্কারের কৃতিত্ব সকলকেই দিতে চান তিনি ।

বারাসত, 4 সেপ্টেম্বর: শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সঙ্গীতজ্ঞ । রবীন্দ্র সঙ্গীত নিয়ে নিয়মিত চর্চা করে থাকেন । এমনই এক সঙ্গীত প্রিয় শিক্ষককে এ বছর শিক্ষরত্ন পুরস্কারে (Shiksha Ratna Award 2022) ভূষিত করতে চলেছে রাজ্যের শিক্ষা দফতর (State Education Department) ।

তিনি উত্তর চব্বিশ পরগনার বারাসতের নবপল্লী বয়েজ হাইস্কুলের প্রধান শিক্ষক (Head Master) সুজিতকুমার রায় । স্কুলের প্রধান শিক্ষকের ঝুলিতে শিক্ষারত্ন-র মতো সরকারি পুরস্কার আসায় খুশিতে আত্মহারা শিক্ষক, পড়ুয়া থেকে অভিভাবক সকলেই । যোগ্য লোককেই শিক্ষা দফতরের তরফে যোগ্য পুরস্কারে ভূষিত করা হয়েছে । একবাক্যে স্বীকার করছেন তাঁরা । প্রধান শিক্ষকও মনে করছেন এই পুরস্কার পাওয়া তাঁর পক্ষে গর্বের । আগামিদিনে স্কুলের উন্নতি সাধনে তা আরও সহায়তা করবে বলে মনে করেন তিনি।

Barasat School head master to get Shiksha Ratna Award 2022
শিক্ষকতার পাশাপাশি তিনি একজন সঙ্গীতজ্ঞ

প্রতিবছরই শিক্ষক দিবসে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করা হয় রাজ্যের শিক্ষক-শিক্ষিকাদের । এ বছরও 5 সেপ্টেম্বর শিক্ষক দিবসে এই পুরস্কার তুলে দেওয়া হবে রাজ্যের মোট 61 জন শিক্ষক শিক্ষিকার হাতে । এর মধ্যে উত্তর 24 পরগনা জেলা থেকে এবার শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন মোট 4 জন । যার মধ্যে রয়েছেন বারাসত নবপল্লী বয়েজ হাইস্কুলের (Barasat School) প্রধান শিক্ষক সুজিতকুমার রায় । ইতিমধ্যে শিক্ষা দফতরের তরফে তাঁর কাছে পৌঁছে গিয়েছে পুরস্কারের চিঠি । এই খবর ছড়িয়ে পড়তেই খুশির ছোঁয়া স্কুলের শিক্ষক থেকে পড়ুয়াদের মধ্যে । সাজ সাজ রব স্কুল প্রাঙ্গণে ।

শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন বারাসত স্কুলের প্রধান শিক্ষক

আরও পড়ুন: শিক্ষারত্ন পুরস্কার পেতে চলেছেন রানিগঞ্জের দেবাশিস মণ্ডল

জানা গিয়েছে, মাত্র তিন বছর আগে অশোকনগর হাইস্কুল থেকে বদলি হয়ে নবপল্লী বয়েজ হাইস্কুলে প্রধান শিক্ষক পদে যোগ দেন সুজিত । যোগ দেওয়ার পরই স্কুলের উন্নতিতে নিরলসভাবে কাজ করে গিয়েছেন তিনি । তিন বছরের মধ্যেই স্কুলের উন্নয়নে আমূল পরিবর্তন ঘটে গিয়েছে প্রধান শিক্ষকের হাত ধরে । তা শিক্ষা ক্ষেত্রে হোক কিংবা সাংস্কৃতিক ক্ষেত্র-শিক্ষক-পড়ুয়াদের মধ্যে মেল বন্ধন ঘটাতেও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন প্রধান শিক্ষক । যার ফলস্বরূপ জেলার শিক্ষা ক্ষেত্রের মানচিত্রে আজ জায়গা করে নিয়েছে বারাসতের স্বনামধন্য এই হাইস্কুল ।

এতো গেল স্কুলের শিক্ষার হাল হকিকত নিয়ে প্রধান শিক্ষক সুজিতকুমার রায়ের ভূমিকা । এর পাশাপাশি তাঁর আরও একটি পরিচয় রয়েছে । তিনি রবীন্দ্র সঙ্গীতজ্ঞ । বাড়িতে নিয়মিত চর্চা করে থাকেন ওই শিক্ষক । স্কুলে ক্লাস নেওয়ার পর ফাঁক পেলেই সেখানেও রেয়াজ করতে ভোলেন না সুজিত । তাঁর রবীন্দ্র সঙ্গীতও ইতিমধ্যে মন ছুঁয়েছে স্কুলের শিক্ষক থেকে পড়ুয়াদের । সকলেই প্রধান শিক্ষকের প্রশংসায় পঞ্চমুখ ।

আরও পড়ুন: শিক্ষারত্ন পুরষ্কার পাচ্ছেন কাদিঘাট হাইস্কুলের প্রধান শিক্ষক

যদিও শিক্ষার মানোন্নয়নের কৃতিত্ব নিজে একা নিতে চাননি প্রধান শিক্ষক । শিক্ষক,পড়ুয়া ও অভিভাবক সকলের সহযোগিতাতেই তা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তিনি । তাই এই শিক্ষারত্ন পুরস্কারের কৃতিত্ব সকলকেই দিতে চান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.