বারাসত : বারাসত যশোর রোডের রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার 59তম বর্ষে পদার্পণ করেছে ৷ তাদের মণ্ডপ তৈরি হচ্ছে লন্ডনের বাকিংহাম প্যালেসের আদলে ৷ যদিও পুজো কমিটির পক্ষ থেকে প্লাস্টিক বর্জনের উপর জোর দেওয়া হয়েছে ৷ এই বিষয়ে পরিকল্পনাও করেছে পুজো কমিটি ৷ তারা প্লাস্টিক বর্জন নিয়ে প্রচার চালাবে ৷ এছাড়াও মণ্ডপের চারপাশে থাকবে উদ্যান ৷
প্লাস্টিক বর্জন রুখতে দেশজুড়ে চলছে লাগাতার প্রচার ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্লাস্টিক মুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন ৷ পদক্ষেপে অংশ নিয়েছে রথতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটি ৷ এই বিষয়ে পুজো কমিটির প্রধান উপদেষ্টা মুকুল চট্টোপাধ্যায় বলেন, "সারা দেশে প্লাস্টিক সমস্যা বড় আকার ধারণ করেছে ৷ পরিবেশে এর প্রভাব পড়ছে ৷ ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকেও ৷ তাই, পুজোর ক'দিন আমরা প্লাস্টিক বর্জন নিয়ে প্রচার চালাব ৷ দর্শনার্থীদের কোনও দোকানদার যাতে প্লাস্টিক না দেয়, তার জন্যও উদ্যোগী আমরা ৷ মানুষকে বলব, পরিবেশ বাঁচাতে প্লাস্টিক বর্জন করুন ৷ সবুজ বাঁচাতে দর্শনার্থীদের হাতে চারাগাছও তুলে দেওয়া হবে ৷"
বাঁশ, কাঠ, প্লাইউড ও বিভিন্ন রঙের বাহারে সেজে উঠছে বারাসতের "বাকিংহাম প্যালেস" ৷ 40 জন কারিগরের একমাসের লাগাতার প্রচেষ্টায় আজ পুজো মণ্ডপ এই রূপ পেয়েছে ৷ মণ্ডপের ভিতরও বাকিংহাম প্যালেসের আদলে সাজিয়ে তোলা হয়েছে ৷ দেবীপ্রতিমা ডাকের সাজে সেজে উঠেছে ৷ এবার এই পুজো কমিটির বাজেট প্রায় 10 লাখ টাকা ৷ পুজোর টাকা বাঁচিয়ে সামাজিক কাজে তা ব্যবহার করা হবে বলে জানিয়েছে পুজো কমিটি ৷