ETV Bharat / state

লকডাউনে অন্তঃসত্ত্বা ও ক্যানসারে আক্রান্তদের জন্য গাড়ির ব্যবস্থা পুলিশের

লকডাউনে অন্তঃসত্ত্বা ও ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে এসে দাঁড়াল বারাসত জেলা পুলিশ।সমস্যা হলেই গাড়ি নিয়ে পৌঁছে দেওয়া হবে হাসপাতালে। চালু করা হল হেল্পলাইন নম্বর ।

author img

By

Published : Mar 28, 2020, 3:26 PM IST

ছবি
ছবি

বারাসত, 28 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। তার জেরে বন্ধ পরিবহন । এই পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা ও ক্যান্সার আক্রান্ত রোগীদের অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনও যানবাহন পাওয়ার ক্ষেত্রে সমস্যা সব থেকে বেশি । এবার সেই সমস্যার মুশকিল আসান করতে এগিয়ে এল বারাসত জেলা পুলিশ । তাঁদের পাশে দাঁড়াতে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর । লকডাউনে যানবাহন পেতে কোনও সমস্যা হলে 6292212378 নম্বরে একবার ফোন করলেই হবে । সমস্যা জানার সঙ্গে সঙ্গে প্রসূতি কিংবা ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবেন পুলিশকর্মীরা ।

এমনকী,গাড়িতে করে হাসপাতাল কিংবা নার্সিংহোমে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হবে । পুলিশের এমন ভাবনার প্রশংসা করেছেন বারাসতের আমজনতা । তাঁদের মতে, লকডাউন পরিস্থিতিতে যানবাহন পাওয়াই বড় মুশকিল । ফলে, প্রসূতি ও ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা নিয়ে পরিবারের মধ্যে একটা উদ্বেগ থাকেই । সেই জায়গায় জেলা পুলিশের এই উদ্যোগ এককথায় অসাধারণ । আর তা উপকারই করবে ওই সমস্ত রোগীর ক্ষেত্রে ।"

লকডাউন পরিস্থিতিতে জরুরি পরিষেবাকেই একমাত্র ছাড় দেওয়া হয়েছে এর আওতা থেকে । এই পরিস্থিতিতে প্রসূতি ও ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে সমস্যার পড়ছেন অনেকেই । যেহেতু লকডাউন চলছে, তাই প্রাইভেট গাড়িও রাস্তায় নামাচ্ছেন না চালকরা । অথচ,অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে প্রাইভেট গাড়িই একমাত্র ভরসা অধিকাংশ লোকের । সেই জায়গায় লকডাউনের সময় চিকিৎসার প্রয়োজন হলে গাড়ি পাওয়া না গেলে কী হবে,তা নিয়ে চিন্তায় পড়েছেন অন্তঃসত্ত্বা ও ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবার । তাঁদের যাতে যানবাহন নিয়ে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয় সেই কারণে সাহায্য করতে এগিয়ে আসল বারাসত জেলা পুলিশ ।

এই বিষয়ে জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "কোরোনা প্রতিরোধে এখন দেশজুড়ে লকডাউন চলছে । এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে প্রসূতি ও ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে । কারণ, অন্তঃসত্ত্বা মহিলার প্রসব যন্ত্রণা উঠলে কিংবা ক্যান্সার আক্রান্ত রোগীর ডায়ালিসিসের প্রয়োজন হলে যানবাহন পাওয়া সমস্যা এই মুহূর্তে । অথচ, তাঁদের চিকিৎসাও অত্যন্ত জরুরি। তাই, আমরা এই সমস্ত রোগীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু করেছি। যাতে যানবাহন পেতে তাঁদের কোনও সমস্যা না হয় । এই হেল্পলাইন নম্বরের পরিষেবা জেলা পুলিশের অন্তর্গত সমস্ত থানা এলাকায় পাওয়া যাবে। জেলা পুলিশ লকডাউনে সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে ।"

প্রসঙ্গত, এর আগে নিঃসঙ্গ প্রবীন নাগরিকদের নিরাপত্তা, খাদ্য সামগ্রী ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বারাসত জেলা পুলিশ । এবার তাঁরা প্রসূতি ও ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াল ।

বারাসত, 28 মার্চ : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। তার জেরে বন্ধ পরিবহন । এই পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা ও ক্যান্সার আক্রান্ত রোগীদের অ্যাম্বুলেন্স কিংবা অন্য কোনও যানবাহন পাওয়ার ক্ষেত্রে সমস্যা সব থেকে বেশি । এবার সেই সমস্যার মুশকিল আসান করতে এগিয়ে এল বারাসত জেলা পুলিশ । তাঁদের পাশে দাঁড়াতে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর । লকডাউনে যানবাহন পেতে কোনও সমস্যা হলে 6292212378 নম্বরে একবার ফোন করলেই হবে । সমস্যা জানার সঙ্গে সঙ্গে প্রসূতি কিংবা ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়ির দোরগোড়ায় পৌঁছে যাবেন পুলিশকর্মীরা ।

এমনকী,গাড়িতে করে হাসপাতাল কিংবা নার্সিংহোমে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হবে । পুলিশের এমন ভাবনার প্রশংসা করেছেন বারাসতের আমজনতা । তাঁদের মতে, লকডাউন পরিস্থিতিতে যানবাহন পাওয়াই বড় মুশকিল । ফলে, প্রসূতি ও ক্যান্সার আক্রান্তদের চিকিৎসা নিয়ে পরিবারের মধ্যে একটা উদ্বেগ থাকেই । সেই জায়গায় জেলা পুলিশের এই উদ্যোগ এককথায় অসাধারণ । আর তা উপকারই করবে ওই সমস্ত রোগীর ক্ষেত্রে ।"

লকডাউন পরিস্থিতিতে জরুরি পরিষেবাকেই একমাত্র ছাড় দেওয়া হয়েছে এর আওতা থেকে । এই পরিস্থিতিতে প্রসূতি ও ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে সমস্যার পড়ছেন অনেকেই । যেহেতু লকডাউন চলছে, তাই প্রাইভেট গাড়িও রাস্তায় নামাচ্ছেন না চালকরা । অথচ,অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে প্রাইভেট গাড়িই একমাত্র ভরসা অধিকাংশ লোকের । সেই জায়গায় লকডাউনের সময় চিকিৎসার প্রয়োজন হলে গাড়ি পাওয়া না গেলে কী হবে,তা নিয়ে চিন্তায় পড়েছেন অন্তঃসত্ত্বা ও ক্যান্সার আক্রান্ত রোগীর পরিবার । তাঁদের যাতে যানবাহন নিয়ে কোনও সমস্যার সম্মুখীন হতে না হয় সেই কারণে সাহায্য করতে এগিয়ে আসল বারাসত জেলা পুলিশ ।

এই বিষয়ে জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, "কোরোনা প্রতিরোধে এখন দেশজুড়ে লকডাউন চলছে । এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে প্রসূতি ও ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে । কারণ, অন্তঃসত্ত্বা মহিলার প্রসব যন্ত্রণা উঠলে কিংবা ক্যান্সার আক্রান্ত রোগীর ডায়ালিসিসের প্রয়োজন হলে যানবাহন পাওয়া সমস্যা এই মুহূর্তে । অথচ, তাঁদের চিকিৎসাও অত্যন্ত জরুরি। তাই, আমরা এই সমস্ত রোগীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন নম্বর চালু করেছি। যাতে যানবাহন পেতে তাঁদের কোনও সমস্যা না হয় । এই হেল্পলাইন নম্বরের পরিষেবা জেলা পুলিশের অন্তর্গত সমস্ত থানা এলাকায় পাওয়া যাবে। জেলা পুলিশ লকডাউনে সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে ।"

প্রসঙ্গত, এর আগে নিঃসঙ্গ প্রবীন নাগরিকদের নিরাপত্তা, খাদ্য সামগ্রী ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বারাসত জেলা পুলিশ । এবার তাঁরা প্রসূতি ও ক্যান্সার আক্রান্ত রোগীদের পাশে দাঁড়াল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.