বারাসত, 28 জানুয়ারি : বারাসত পৌরসভার সরবরাহ করা পানীয় জল খেয়ে ডায়ারিয়ায় আক্রান্ত শতাধিক মানুষ । ইতিমধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । আক্রান্তদের মধ্যে বৃদ্ধ ও শিশুর সংখ্যাই বেশি বলে জানা গেছে । ঘটনায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে পৌরসভার 25 নম্বর ওয়ার্ডে । পৌরসভার ট্যাপ কলের জল খেতেই ভয় পাচ্ছেন সেখানকার বাসিন্দারা । পরিস্থিতি সামাল দিতে পৌরসভার তরফে ইতিমধ্যে জল পরিস্রুতকরণের কাজ শুরু হয়েছে । জলের নমুনাও পাঠানো হয়েছে পরীক্ষায় । তাতে ব্যাকটেরিয়া মিলেছে বলে পৌরসভা সূত্রে খবর ।
এই বিষয়ে প্রদীপ দাস নামে এক বাসিন্দা বলেন, "পৌরসভার সরবরাহ করা পানীয় জল খেয়ে ইতিমধ্যে আমার স্ত্রীও অসুস্থ হয়েছে । পায়খানা ও বমি শুরু হওয়ায় প্রথমে ওকে বারাসতের এক বেসরকারি হাসপাতালে ভরতি করি । সেখানে ব্লাড, মলসহ কিছু টেস্ট করতে বলা হয় । যেহেতু বেসরকারি হাসপাতালে বিলের খরচ বেড়ে যাচ্ছে সেই কারণে পরে আমার স্ত্রীকে সেখান থেকে ভরতি করা হয় বারাসত জেলা হাসপাতালে ।এখনও ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে । বড় বাজার এলাকায় প্রায় প্রতিটি পরিবারেই কেউ না কেউ ডায়রিয়ায় আক্রান্ত ।"
অপর এক ব্যবসায়ী সমর প্রসাদ বৈদ্য বলেন, "বড়বাজার এলাকায় একজন মুটিয়ার মৃত্যু পর্যন্ত হয়েছে । তবে তাঁর মৃত্যু ডায়ারিয়ায় হয়েছে কি না জানা নেই । ভয়ে আমরা জল কিনে খেতে বাধ্য হচ্ছি ।"
এদিকে ডায়রিয়ায় 25 ও 26 নম্বর ওয়ার্ডের একাংশে যে অনেকেই আক্রান্ত হয়েছেন সেকথা স্বীকার করেছেন পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । তিনি বলেন, "ইতিমধ্যে ওই সমস্ত এলাকায় দু'দিন ধরে পাইপলাইন মেরামতের কাজ চলছে । এর আগে জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । তখন ব্যাকটেরিয়া মিলেছিল । জল পরিশ্রুত করতে ক্লোরিন দিয়ে ওয়াশ করানোর কাজ চালানো হচ্ছে । সেই কাজ শেষ হলে ফের জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে ।" তবে, জল থেকেই এই সমস্যা কি না, সেবিষয়ে স্পষ্ট কিছু বলতে চাননি পৌরসভার প্রশাসক ।
আরও পড়ুন : বাঁকুড়ায় ডায়ারিয়াতে অসুস্থ প্রায় 200
প্রসঙ্গত, ডি-হাইড্রেশনের জেরে অসুস্থ হয়ে পড়ায় ইতিমধ্যে 25 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কো-অর্ডিনেটর ও প্রাক্তন উপ পৌরপ্রধান অশনি মুখোপাধ্যায়কে বারাসতের এক বেসরকারি হাসপাতালে ভরতি করতে হয়েছে । তবে এর সঙ্গে তাঁর অসুস্থ হওয়ার কোনও সম্পর্ক রয়েছে কি না সে বিষয়ে মুখ খুলতে চাননি পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় ।