ETV Bharat / state

ফের সেফ হোম চালু করতে চলেছে বারাসত পৌরসভা - সেফ হোম

100 শয্যা বিশিষ্ট ওই সেফ হোম আপাতত চালু হতে চলেছে 50 শয্যা দিয়েই । আর তা বুধবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বারাসত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । রবিবার সকালে প্রশাসক সুনীল মুখোপাধ্যায় ও প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য অশনি মুখোপাধ্যায় সরকারি ওই হর্টিকালচার ভবনটি সেফ হোম-এর জন্য পরিদর্শন করেন ।

ফের সেফ হোম চালু করতে চলেছে বারাসত পৌরসভা
ফের সেফ হোম চালু করতে চলেছে বারাসত পৌরসভা
author img

By

Published : Apr 25, 2021, 7:09 PM IST

বারাসত, 25 এপ্রিল : ব্যাপক হারে বাড়তে থাকা কোভিড সংক্রমণের আতঙ্কে কার্যত দিশেহারা সাধারণ মানুষ । কোথাও অক্সিজেনের ঘাটতি, আবার কোথাও পর্যাপ্ত ওষুধ এবং বেড অপ্রতুল । এমনই বেলাগাম পরিস্থিতিতে সংক্রমিত বাসিন্দাদের পাশে দাঁড়াতে ফের সেফ হোম চালুর উদ্যোগ নিল বারাসত পৌর কর্তৃপক্ষ । পৌরসভা সংলগ্ন বারাসত স্টেডিয়ামের পিছনে সুসজ্জিত হর্টিকালচার ভবনটিকে সেফ হোম হিসেবে ব্যবহার করা হচ্ছে। থাকছে 100 শয্যার বেড । তার মধ্যে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানা গেছে পৌরসভা সূত্রে ।

100 শয্যা বিশিষ্ট ওই সেফ হোম আপাতত চালু হতে চলেছে 50 শয্যা দিয়েই । আর তা বুধবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বারাসত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । রবিবার সকালে প্রশাসক সুনীল মুখোপাধ্যায় ও প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য অশনি মুখোপাধ্যায় সরকারি ওই হর্টিকালচার ভবনটি সেফ হোম-এর জন্য পরিদর্শন করেন । সোমবার ওই সেফ হোম পরিদর্শন করার কথা রয়েছে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের । যাওয়ার কথা বারাসতের কোভিড ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বারাসত জেলা হাসপাতালের সুপার ডা: সুব্রত মণ্ডলের । তাঁদের পরিদর্শনের পর সবুজ সংকেত মিললেই সেটি খুলে দেওয়া হবে করোনা সংক্রমিতদের জন্য ।

পৌরসভা সূত্রে জানা গিয়েছে, কেবলমাত্র মৃদু উপসর্গ এবং উপসর্গহীন আক্রান্তদের সেখানে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে। হোম আইসোলেশন থেকে যাঁদের চিকিৎসার অসুবিধা রয়েছে, তাঁদের সেফ হোমে রাখার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ৷

আরও পড়ুন : মমতার ইগো ও উদ্ধত্য বাংলার উন্নতির পথে বাধা : নাড্ডা


এই বিষয়ে বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন, "100 শয্যার মধ্যে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকছে । চালু থাকছে হেল্প লাইন নাম্বারও । এছাড়া সেখানে থাকছে অভিজ্ঞ চিকিৎসক, টেলি মেডিসিন সহ সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা । মৃদু উপসর্গ রয়েছে এমন সংক্রমিত রোগীদেরই সেখানে থাকার ব্যবস্থা করা হবে । এক্ষেত্রে যাঁদের বাড়িতে থাকার অসুবিধা রয়েছে তাদেরই অগ্রাধিকার মিলবে ৷ ’’

বারাসত, 25 এপ্রিল : ব্যাপক হারে বাড়তে থাকা কোভিড সংক্রমণের আতঙ্কে কার্যত দিশেহারা সাধারণ মানুষ । কোথাও অক্সিজেনের ঘাটতি, আবার কোথাও পর্যাপ্ত ওষুধ এবং বেড অপ্রতুল । এমনই বেলাগাম পরিস্থিতিতে সংক্রমিত বাসিন্দাদের পাশে দাঁড়াতে ফের সেফ হোম চালুর উদ্যোগ নিল বারাসত পৌর কর্তৃপক্ষ । পৌরসভা সংলগ্ন বারাসত স্টেডিয়ামের পিছনে সুসজ্জিত হর্টিকালচার ভবনটিকে সেফ হোম হিসেবে ব্যবহার করা হচ্ছে। থাকছে 100 শয্যার বেড । তার মধ্যে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানা গেছে পৌরসভা সূত্রে ।

100 শয্যা বিশিষ্ট ওই সেফ হোম আপাতত চালু হতে চলেছে 50 শয্যা দিয়েই । আর তা বুধবার থেকেই কার্যকর হবে বলে জানিয়েছেন বারাসত পৌরসভার মুখ্য প্রশাসক সুনীল মুখোপাধ্যায় । রবিবার সকালে প্রশাসক সুনীল মুখোপাধ্যায় ও প্রশাসকমণ্ডলীর অন্যতম সদস্য অশনি মুখোপাধ্যায় সরকারি ওই হর্টিকালচার ভবনটি সেফ হোম-এর জন্য পরিদর্শন করেন । সোমবার ওই সেফ হোম পরিদর্শন করার কথা রয়েছে জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের । যাওয়ার কথা বারাসতের কোভিড ব্যবস্থাপনার দায়িত্বে থাকা বারাসত জেলা হাসপাতালের সুপার ডা: সুব্রত মণ্ডলের । তাঁদের পরিদর্শনের পর সবুজ সংকেত মিললেই সেটি খুলে দেওয়া হবে করোনা সংক্রমিতদের জন্য ।

পৌরসভা সূত্রে জানা গিয়েছে, কেবলমাত্র মৃদু উপসর্গ এবং উপসর্গহীন আক্রান্তদের সেখানে রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে। হোম আইসোলেশন থেকে যাঁদের চিকিৎসার অসুবিধা রয়েছে, তাঁদের সেফ হোমে রাখার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে ৷

আরও পড়ুন : মমতার ইগো ও উদ্ধত্য বাংলার উন্নতির পথে বাধা : নাড্ডা


এই বিষয়ে বারাসত পৌরসভার প্রশাসক সুনীল মুখোপাধ্যায় বলেন, "100 শয্যার মধ্যে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা থাকছে । চালু থাকছে হেল্প লাইন নাম্বারও । এছাড়া সেখানে থাকছে অভিজ্ঞ চিকিৎসক, টেলি মেডিসিন সহ সুচিকিৎসার যাবতীয় ব্যবস্থাপনা । মৃদু উপসর্গ রয়েছে এমন সংক্রমিত রোগীদেরই সেখানে থাকার ব্যবস্থা করা হবে । এক্ষেত্রে যাঁদের বাড়িতে থাকার অসুবিধা রয়েছে তাদেরই অগ্রাধিকার মিলবে ৷ ’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.