ETV Bharat / state

কোরোনামুক্ত বারাসত পৌরসভার প্রশাসক - কোরোনা

কযেকদিন আগে জ্বর হওয়ায় বারাসত পৌরসভার প্রশাসকের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয় ৷ তাঁকে বেলেঘাটা ID হাসপাতালে ভরতি করা হয় ৷ আর আজ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি ।

barasat municipality
বারাসত পৌরসভা
author img

By

Published : Jul 5, 2020, 4:09 PM IST

বারাসত, 5 জুলাই : কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন বারাসত পৌরসভার প্রশাসক । টানা ছ'দিন কোরোনার সঙ্গে লড়াইয়ের পর আজ বিকেলে বেলেঘাটা ID হাসপাতাল থেকে বারাসতের বাড়িতে ফেরেন তিনি । কোরোনা সংক্রমণ নিয়ে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি । তাঁর মতে, স্বাস্থ্যবিধি ঠিকঠাক মেনে চললে কোরোনার সংক্রমণ ঠেকানো সম্ভব ৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে ১৪ দিন হোম কোয়ারানটিনে থাকতে হবে ।

কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হওয়ায় বারাসত পৌরসভার প্রশাসকের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ সোমবার তাঁর পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । সেদিন তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেলেঘাটা ID হাসপাতালে । সেখানে এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি । তাঁর শেষ দু'দফার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তাঁর । গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ পৌর প্রশাসকের রিপোর্ট পজ়িটিভ হওয়ার আগে পৌরসভার কর্মী ও আধিকারিকদের সংস্পর্শে এসেছিলেন তিনি ৷ তাঁর সংস্পর্শে আসা মোট 52 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । তাদের মধ্যে দু'জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানিয়েছেন প্রশাসক বোর্ডের সদস্য অশনি মুখোপাধ্যায় ।

তিনি বলেন, "প্রশাসক সংক্রমিত হওয়ার পর যাবতীয় পদক্ষেপ করা হয়েছে । পৌরসভা বন্ধ রেখে জীবাণুমুক্ত করার পাশাপাশি সতর্কতামূলক সবরকমের পদক্ষেপ করা হয়েছে ৷" এদিকে কোরোনা আক্রান্ত ওই দু'জনকে ইতিমধ্যে বারাসতের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মেনে আক্রান্তদের পরিবারকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার তরফে । গত 24 ঘণ্টায় বারাসতে নতুন করে আরও ছ’জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷

বারাসত, 5 জুলাই : কোরোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন বারাসত পৌরসভার প্রশাসক । টানা ছ'দিন কোরোনার সঙ্গে লড়াইয়ের পর আজ বিকেলে বেলেঘাটা ID হাসপাতাল থেকে বারাসতের বাড়িতে ফেরেন তিনি । কোরোনা সংক্রমণ নিয়ে সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি । তাঁর মতে, স্বাস্থ্যবিধি ঠিকঠাক মেনে চললে কোরোনার সংক্রমণ ঠেকানো সম্ভব ৷ হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁকে ১৪ দিন হোম কোয়ারানটিনে থাকতে হবে ।

কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হওয়ায় বারাসত পৌরসভার প্রশাসকের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ৷ সোমবার তাঁর পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে । সেদিন তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বেলেঘাটা ID হাসপাতালে । সেখানে এতদিন চিকিৎসাধীন ছিলেন তিনি । তাঁর শেষ দু'দফার কোরোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে তাঁর । গতকাল তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ৷ পৌর প্রশাসকের রিপোর্ট পজ়িটিভ হওয়ার আগে পৌরসভার কর্মী ও আধিকারিকদের সংস্পর্শে এসেছিলেন তিনি ৷ তাঁর সংস্পর্শে আসা মোট 52 জনের সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল । তাদের মধ্যে দু'জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে বলে জানিয়েছেন প্রশাসক বোর্ডের সদস্য অশনি মুখোপাধ্যায় ।

তিনি বলেন, "প্রশাসক সংক্রমিত হওয়ার পর যাবতীয় পদক্ষেপ করা হয়েছে । পৌরসভা বন্ধ রেখে জীবাণুমুক্ত করার পাশাপাশি সতর্কতামূলক সবরকমের পদক্ষেপ করা হয়েছে ৷" এদিকে কোরোনা আক্রান্ত ওই দু'জনকে ইতিমধ্যে বারাসতের কোরোনা হাসপাতালে ভরতি করা হয়েছে । স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মেনে আক্রান্তদের পরিবারকে হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার তরফে । গত 24 ঘণ্টায় বারাসতে নতুন করে আরও ছ’জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.