ETV Bharat / state

Life sentence In Barasat যুবককে খুনের ঘটনায় যাবজ্জীবন - বারাসতে যুবককে খুনের ঘটনায় যাবজ্জীবন

2015 সালের 30 এপ্রিল একটি খুনের ঘটনায় আবির আলিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বারাসত আদালত (Life sentence In Barasat)। এই রায়ে খুশি নিহত জহিরুল ইসলামের পরিবার ।

Life sentence In Barasat
যুবককে খুনের ঘটনায় যাবজ্জীবন
author img

By

Published : Aug 25, 2022, 11:04 PM IST

বারাসত, 25 অগস্ট: স্ত্রীর কুপ্রস্তাবের বদলা নিতে যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছিল স্বামী (Life sentence In Barasat) । সেই হত্যার ঘটনায় সাত বছর পর খুনের আসামী আবির আলিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বারাসত আদালত । বুধবার এই খুনের ঘটনায় ধৃত আসামীকে 302 ধারায় দোষী সাব্যস্ত করেছিল সপ্তম অতিরিক্ত দায়রা আদালতের বিচারক । বৃহস্পতিবার দোষী সাব‍্যস্ত এই আসামীর সাজা ঘোষণা করেন তিনি । আদালত সূত্রে খবর, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামী আবির আলিকে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে এদিন । এই রায়ে খুশি নিহত জহিরুল ইসলামের পরিবার ।

আদালত সূত্রে জানা গিয়েছে, খুনের ঘটনাটি ঘটে 2015 সালের 30 এপ্রিল । ওইদিন স্ত্রীর কুপ্রস্তাবের বদলা নিতে আমডাঙার আদহাটায় জহিরুল ইসলাম নামে এক যুবকক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন আবির আলি । ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ । কিন্তু, হেফাজতে থাকাকালীন পুলিশের চোখে ধূলো দিয়ে ধৃত আসামী পালিয়ে যায় বলে অভিযোগ । পরে অবশ্য ভিন রাজ্য থেকে পলাতককে ধরে এই রাজ্যে নিয়ে আসে তদন্তকারী অফিসারেরা । এরপর মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয় বারাসত আদালতে । পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের ওপর ভিত্তি করে বিচারক খুনের আসামীকে দোষী সাব্যস্ত করে । বৃহস্পতিবার তারই সাজা ঘোষণা হল সপ্তম অতিরিক্ত দায়রা আদালতের এজলাসে ।

আরও পড়ুন: 20 দিনের মাথায় ফের সদ্যোজাত খুন হাওড়ায়, আটক 2

এই বিষয়ে সরকারি আইনজীবী রফিকুল ইসলাম বলেন, "সাজাপ্রাপ্ত আবির আলি উত্তরপ্রদেশের আজমগড়ে মাছের ব‍্যবসা করতেন । দু-তিন মাস অন্তর সে আমডাঙার বাড়িতে আসত । তারই মধ্যে আবির জানতে পারেন, বাড়ির পাশে ট্রেলারের দোকানের কর্মচারী জহিরুল তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছে । ট্রেলারের দোকানের মালিককে সে বিষয়টি জানালে কাজ খোয়াতে হয় জহিরুলকে ৷" এরপরও সে আবিরের স্ত্রীকে কুপ্রস্তাব দিতে থাকে । বিষয়টি আবারও কানে যায় তার । এরপর উত্তরপ্রদেশ থেকে বাড়িতে ফিরে কামারের থেকে একটি ধারালো অস্ত্র বানিয়ে সে জহিরুলকে কুপিয়ে নৃশংসভাবে খুন করে ৷"

সরকারি আইনজীবীর কথায়, "302 ধারায় বিচারক দুটি সাজা ঘোষণা করেছেন খুনের আসামীকে । একটি যাবজ্জীবন কারাদণ্ড ।অন‍্যটি পাঁচ বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ৷"

বারাসত, 25 অগস্ট: স্ত্রীর কুপ্রস্তাবের বদলা নিতে যুবককে নৃশংসভাবে কুপিয়ে খুন করেছিল স্বামী (Life sentence In Barasat) । সেই হত্যার ঘটনায় সাত বছর পর খুনের আসামী আবির আলিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বারাসত আদালত । বুধবার এই খুনের ঘটনায় ধৃত আসামীকে 302 ধারায় দোষী সাব্যস্ত করেছিল সপ্তম অতিরিক্ত দায়রা আদালতের বিচারক । বৃহস্পতিবার দোষী সাব‍্যস্ত এই আসামীর সাজা ঘোষণা করেন তিনি । আদালত সূত্রে খবর, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আসামী আবির আলিকে দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে এদিন । এই রায়ে খুশি নিহত জহিরুল ইসলামের পরিবার ।

আদালত সূত্রে জানা গিয়েছে, খুনের ঘটনাটি ঘটে 2015 সালের 30 এপ্রিল । ওইদিন স্ত্রীর কুপ্রস্তাবের বদলা নিতে আমডাঙার আদহাটায় জহিরুল ইসলাম নামে এক যুবকক ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেন আবির আলি । ঘটনার পর অভিযুক্তকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ । কিন্তু, হেফাজতে থাকাকালীন পুলিশের চোখে ধূলো দিয়ে ধৃত আসামী পালিয়ে যায় বলে অভিযোগ । পরে অবশ্য ভিন রাজ্য থেকে পলাতককে ধরে এই রাজ্যে নিয়ে আসে তদন্তকারী অফিসারেরা । এরপর মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হয় বারাসত আদালতে । পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের ওপর ভিত্তি করে বিচারক খুনের আসামীকে দোষী সাব্যস্ত করে । বৃহস্পতিবার তারই সাজা ঘোষণা হল সপ্তম অতিরিক্ত দায়রা আদালতের এজলাসে ।

আরও পড়ুন: 20 দিনের মাথায় ফের সদ্যোজাত খুন হাওড়ায়, আটক 2

এই বিষয়ে সরকারি আইনজীবী রফিকুল ইসলাম বলেন, "সাজাপ্রাপ্ত আবির আলি উত্তরপ্রদেশের আজমগড়ে মাছের ব‍্যবসা করতেন । দু-তিন মাস অন্তর সে আমডাঙার বাড়িতে আসত । তারই মধ্যে আবির জানতে পারেন, বাড়ির পাশে ট্রেলারের দোকানের কর্মচারী জহিরুল তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছে । ট্রেলারের দোকানের মালিককে সে বিষয়টি জানালে কাজ খোয়াতে হয় জহিরুলকে ৷" এরপরও সে আবিরের স্ত্রীকে কুপ্রস্তাব দিতে থাকে । বিষয়টি আবারও কানে যায় তার । এরপর উত্তরপ্রদেশ থেকে বাড়িতে ফিরে কামারের থেকে একটি ধারালো অস্ত্র বানিয়ে সে জহিরুলকে কুপিয়ে নৃশংসভাবে খুন করে ৷"

সরকারি আইনজীবীর কথায়, "302 ধারায় বিচারক দুটি সাজা ঘোষণা করেছেন খুনের আসামীকে । একটি যাবজ্জীবন কারাদণ্ড ।অন‍্যটি পাঁচ বছরের জেল এবং পাঁচ হাজার টাকা জরিমানা ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.