বারাসত, 22 অগাস্ট : বিলি করা হয়েছে লিফলেট । বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে কী করণীয় আর কী করণীয় নয় । কিন্তু এই লাগাতার প্রচার অভিযানের পরও ডেঙ্গি নিয়ে সচেতন করা যায়নি মানুষকে । তাই সাধারণ মানুষকে সচেতন করতে গত বছরের মতো এবছরও পৌরসভার একমাত্র ভরসা স্কুলের পড়ুয়ারা । ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে গিয়ে ডেঙ্গি নিয়ে সেমিনার করেছে বারাসত পৌরসভা কর্তৃপক্ষ । বুধবার পূর্ব বারাসত হাইস্কুলে ডেঙ্গি বিষয়ক সেমিনার করা হয় । বাড়ির সদস্যদের ডেঙ্গি নিয়ে সচেতন করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয় পড়ুয়াদের । পৌরসভার এই প্রচেষ্টায় এগিয়ে এল পড়ুয়ারাও ।
গতবছরেও ডেঙ্গি প্রতিরোধে মানুষকে সচেতন করতে বিভিন্ন স্কুলে সেমিনার করেছিল বারাসত পৌরসভা কর্তৃপক্ষ । এ বছরেও সেই পথকেই বেছে নিয়েছে তারা । মঙ্গলবার বারাসত গার্লস হাইস্কুলে ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছিল পৌরসভার তরফে । বুধবার সেই প্রচার চালানো হয় পূর্ব বারাসত হাইস্কুলে । পৌর প্রধান সুনীল মুখার্জি উপস্থিত ছিলেন ডেঙ্গি সচেতনতামূলক এই প্রচারে ।
কিন্তু ডেঙ্গি প্রতিরোধে প্রত্যেকবার পড়ুয়াদের উপরই কেন নির্ভর করতে হচ্ছে বারাসত পৌরসভাকে?
পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গি নিয়ে বারাসত পৌরসভা বিভিন্নভাবে প্রচার অভিযান চালাচ্ছে । কখনও বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য কর্মীরা সাধারণ মানুষকে সচেতন করছেন । আবার কখনও লিফলেট বিলি করে সচেতন চালাচ্ছেন পৌর কর্মীরা । কিন্তু সবই সার । বারাসত পৌরসভা এলাকাবাসীদের একটা বড় অংশ এখনও ডেঙ্গি প্রতিরোধে সেভাবে এগিয়ে আসেনি । যার ফলে ডেঙ্গি মোকাবিলায় যা যা করণীয় তা ঠিকমতো পালন করছে না তারা । যা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন বারাসত পৌরসভা কর্তৃপক্ষ । হাবরা, অশোকনগর, দেগঙ্গা, বনগাঁয় ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করায় পৌর কর্তৃপক্ষের চিন্তা আরও বেড়েছে । ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এই সমস্ত এলাকায় ইতিমধ্যে প্রায় 12 জনের মৃত্যু হয়েছে । বেসরকারি মতে সংখ্যাটা আরও বেশি ।
বারাসতে এখনও সেভাবে ডেঙ্গির প্রকোপ দেখা না গেলেও হাত গুটিয়ে বসে নেই পৌরসভা । সাধারণ মানুষকে সচেতন করতে তাই পড়ুয়াদের হাতে দায়িত্ব দিয়েছে বারাসত পৌরসভা । পৌর কর্তৃপক্ষের বক্তব্য , যেহেতু বাড়ির ছোটো সদস্যরা বয়সে বড়দের খুব কাছের হয় তাই তাদের কোনও কথা সহজে ফেলতে পারবেনা প্রাপ্তবয়স্করা । সেক্ষেত্রে ডেঙ্গি নিয়ে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে সক্ষম হবে পড়ুয়ারা ।
এবিষয়ে বারাসত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জি বলেন, "আমরা সবসময় ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করছি । পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়েও সচেতন করার কাজ চালাচ্ছে । এছাড়া নিকাশি-নালা পরিষ্কার, মশার লার্ভা মারতে স্প্রে করা, গাপ্পি মাছ ছাড়া সবকিছুই করা হচ্ছে । তাসত্ত্বেও বাড়ির বড়দের আমরা সেই অর্থে সচেতন করতে পারিনি । তাই পড়ুয়াদের দিয়ে তাদের সচেতন করাতে চাইছি । ডেঙ্গি নিয়ে কী কী করণীয় তা আজ আমরা পড়ুয়াদের বোঝালাম । আমরা চাই না ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাক । তাই সমস্ত বিষয়ের উপরেই আমরা জোর দিয়েছি । পৌরসভার পাশাপাশি সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে ডেঙ্গি প্রতিরোধ করা সম্ভব নয় । স্বাস্থ্য কেউ তৈরি করে দেয় না । নিজেদের উপরই নির্ভর করে স্বাস্থ্য । যেটার দিকে সকলের নজর দেওয়া উচিত । "
পৌরসভার এই উদ্যোগের প্রশংসা করে পূর্ব বারাসত হাইস্কুলের প্রধান শিক্ষক সমীর আচার্য বলেন, "স্বাস্থ্য ও শিক্ষা এই দুটো মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত । সেই নিরিখে পৌরসভার এই উদ্যোগ অভূতপূর্ব । আমরা এই কাজে পৌরসভার পাশে রয়েছি । আজ আমাদের স্কুলে ডেঙ্গি নিয়ে পড়ুয়াদের যেভাবে সচেতন করা হল, আশা করি তাদের মাধ্যমে সচেতনতা আরও বাড়বে । "