ETV Bharat / state

ডেঙ্গি প্রতিরোধে বারাসত পৌরসভার ভরসা পড়ুয়ারা - Student to spread awarness

উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকায় বেড়েছে ডেঙ্গির প্রকোপ । বারাসত সেই তালিকায় না পড়লেও ডেঙ্গি প্রতিরোধে মানুষকে সচেতন করতে কোনও রাস্তাই বাকি রাখছে না বারাসত পৌরসভা । তাই এবার পড়ুয়াদের মাধ্যমে মানুষকে সচেতন করতে স্কুলে স্কুলে সেমিনার করছে বারাসত পৌরসভা ।

স্কুলে লিফলেট বিলি করছে পৌরসভা
author img

By

Published : Aug 22, 2019, 4:32 AM IST

বারাসত, 22 অগাস্ট : বিলি করা হয়েছে লিফলেট । বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে কী করণীয় আর কী করণীয় নয় । কিন্তু এই লাগাতার প্রচার অভিযানের পর‌ও ডেঙ্গি নিয়ে সচেতন করা যায়নি মানুষকে । তাই সাধারণ মানুষকে সচেতন করতে গত বছরের মতো এবছরও পৌরসভার একমাত্র ভরসা স্কুলের পড়ুয়ারা । ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে গিয়ে ডেঙ্গি নিয়ে সেমিনার করেছে বারাসত পৌরসভা কর্তৃপক্ষ । বুধবার পূর্ব বারাসত হাইস্কুলে ডেঙ্গি বিষয়ক সেমিনার করা হয় । বাড়ির সদস্যদের ডেঙ্গি নিয়ে সচেতন করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয় পড়ুয়াদের । পৌরসভার এই প্রচেষ্টায় এগিয়ে এল পড়ুয়ারাও ।

গতবছরেও ডেঙ্গি প্রতিরোধে মানুষকে সচেতন করতে বিভিন্ন স্কুলে সেমিনার করেছিল বারাসত পৌরসভা কর্তৃপক্ষ । এ বছরেও সেই পথকেই বেছে নিয়েছে তারা । মঙ্গলবার বারাসত গার্লস হাইস্কুলে ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছিল পৌরসভার তরফে । বুধবার সেই প্রচার চালানো হয় পূর্ব বারাসত হাইস্কুলে । পৌর প্রধান সুনীল মুখার্জি উপস্থিত ছিলেন ডেঙ্গি সচেতনতামূলক এই প্রচারে ।

কিন্তু ডেঙ্গি প্রতিরোধে প্রত্যেকবার পড়ুয়াদের উপরই কেন নির্ভর করতে হচ্ছে বারাসত পৌরসভাকে?

পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গি নিয়ে বারাসত পৌরসভা বিভিন্নভাবে প্রচার অভিযান চালাচ্ছে । কখন‌ও বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য কর্মীরা সাধারণ মানুষকে সচেতন করছেন । আবার কখনও লিফলেট বিলি করে সচেতন চালাচ্ছেন পৌর কর্মীরা । কিন্তু সবই সার । বারাসত পৌরসভা এলাকাবাসীদের একটা বড় অংশ এখনও ডেঙ্গি প্রতিরোধে সেভাবে এগিয়ে আসেনি । যার ফলে ডেঙ্গি মোকাবিলায় যা যা করণীয় তা ঠিকমতো পালন করছে না তারা । যা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন বারাসত পৌরসভা কর্তৃপক্ষ । হাবরা, অশোকনগর, দেগঙ্গা, বনগাঁয় ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করায় পৌর কর্তৃপক্ষের চিন্তা আরও বেড়েছে । ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এই সমস্ত এলাকায় ইতিমধ্যে প্রায় 12 জনের মৃত্যু হয়েছে । বেসরকারি মতে সংখ্যাটা আরও বেশি ।

বারাসতে এখনও সেভাবে ডেঙ্গির প্রকোপ দেখা না গেলেও হাত গুটিয়ে বসে নেই পৌরসভা । সাধারণ মানুষকে সচেতন করতে তাই পড়ুয়াদের হাতে দায়িত্ব দিয়েছে বারাসত পৌরসভা । পৌর কর্তৃপক্ষের বক্তব্য , যেহেতু বাড়ির ছোটো সদস্যরা বয়সে বড়দের খুব কাছের হয় তাই তাদের কোন‌ও কথা সহজে ফেলতে পারবেনা প্রাপ্তবয়স্করা । সেক্ষেত্রে ডেঙ্গি নিয়ে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে সক্ষম হবে পড়ুয়ারা ।

এবিষয়ে বারাসত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জি বলেন, "আমরা সবসময় ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করছি । পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়েও সচেতন করার কাজ চালাচ্ছে । এছাড়া নিকাশি-নালা পরিষ্কার, মশার লার্ভা মারতে স্প্রে করা, গাপ্পি মাছ ছাড়া সবকিছুই করা হচ্ছে । তাসত্ত্বেও বাড়ির বড়দের আমরা সেই অর্থে সচেতন করতে পারিনি । তাই পড়ুয়াদের দিয়ে তাদের সচেতন করাতে চাইছি । ডেঙ্গি নিয়ে কী কী করণীয় তা আজ আমরা পড়ুয়াদের বোঝালাম । আমরা চাই না ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাক । তাই সমস্ত বিষয়ের উপরেই আমরা জোর দিয়েছি । পৌরসভার পাশাপাশি সাধারণ মানুষ‌ যদি সচেতন না হয় তাহলে ডেঙ্গি প্রতিরোধ করা সম্ভব নয় । স্বাস্থ্য কেউ তৈরি করে দেয় না । নিজেদের উপর‌ই নির্ভর করে স্বাস্থ্য । যেটার দিকে সকলের নজর দেওয়া উচিত । "

পৌরসভার এই উদ্যোগের প্রশংসা করে পূর্ব বারাসত হাইস্কুলের প্রধান শিক্ষক সমীর আচার্য বলেন, "স্বাস্থ্য ও শিক্ষা এই দুটো মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত । সেই নিরিখে পৌরসভার এই উদ্যোগ অভূতপূর্ব । আমরা এই কাজে পৌরসভার পাশে রয়েছি । আজ আমাদের স্কুলে ডেঙ্গি নিয়ে পড়ুয়াদের যেভাবে সচেতন করা হল, আশা করি তাদের মাধ্যমে সচেতনতা আরও বাড়বে । "

বারাসত, 22 অগাস্ট : বিলি করা হয়েছে লিফলেট । বাড়ি বাড়ি গিয়ে বলা হয়েছে কী করণীয় আর কী করণীয় নয় । কিন্তু এই লাগাতার প্রচার অভিযানের পর‌ও ডেঙ্গি নিয়ে সচেতন করা যায়নি মানুষকে । তাই সাধারণ মানুষকে সচেতন করতে গত বছরের মতো এবছরও পৌরসভার একমাত্র ভরসা স্কুলের পড়ুয়ারা । ইতিমধ্যেই বিভিন্ন স্কুলে গিয়ে ডেঙ্গি নিয়ে সেমিনার করেছে বারাসত পৌরসভা কর্তৃপক্ষ । বুধবার পূর্ব বারাসত হাইস্কুলে ডেঙ্গি বিষয়ক সেমিনার করা হয় । বাড়ির সদস্যদের ডেঙ্গি নিয়ে সচেতন করতে বিভিন্ন পরামর্শ দেওয়া হয় পড়ুয়াদের । পৌরসভার এই প্রচেষ্টায় এগিয়ে এল পড়ুয়ারাও ।

গতবছরেও ডেঙ্গি প্রতিরোধে মানুষকে সচেতন করতে বিভিন্ন স্কুলে সেমিনার করেছিল বারাসত পৌরসভা কর্তৃপক্ষ । এ বছরেও সেই পথকেই বেছে নিয়েছে তারা । মঙ্গলবার বারাসত গার্লস হাইস্কুলে ডেঙ্গি নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়েছিল পৌরসভার তরফে । বুধবার সেই প্রচার চালানো হয় পূর্ব বারাসত হাইস্কুলে । পৌর প্রধান সুনীল মুখার্জি উপস্থিত ছিলেন ডেঙ্গি সচেতনতামূলক এই প্রচারে ।

কিন্তু ডেঙ্গি প্রতিরোধে প্রত্যেকবার পড়ুয়াদের উপরই কেন নির্ভর করতে হচ্ছে বারাসত পৌরসভাকে?

পৌরসভা সূত্রে জানা গেছে, ডেঙ্গি নিয়ে বারাসত পৌরসভা বিভিন্নভাবে প্রচার অভিযান চালাচ্ছে । কখন‌ও বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য কর্মীরা সাধারণ মানুষকে সচেতন করছেন । আবার কখনও লিফলেট বিলি করে সচেতন চালাচ্ছেন পৌর কর্মীরা । কিন্তু সবই সার । বারাসত পৌরসভা এলাকাবাসীদের একটা বড় অংশ এখনও ডেঙ্গি প্রতিরোধে সেভাবে এগিয়ে আসেনি । যার ফলে ডেঙ্গি মোকাবিলায় যা যা করণীয় তা ঠিকমতো পালন করছে না তারা । যা নিয়ে চিন্তা প্রকাশ করেছেন বারাসত পৌরসভা কর্তৃপক্ষ । হাবরা, অশোকনগর, দেগঙ্গা, বনগাঁয় ডেঙ্গি ভয়াবহ আকার ধারণ করায় পৌর কর্তৃপক্ষের চিন্তা আরও বেড়েছে । ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এই সমস্ত এলাকায় ইতিমধ্যে প্রায় 12 জনের মৃত্যু হয়েছে । বেসরকারি মতে সংখ্যাটা আরও বেশি ।

বারাসতে এখনও সেভাবে ডেঙ্গির প্রকোপ দেখা না গেলেও হাত গুটিয়ে বসে নেই পৌরসভা । সাধারণ মানুষকে সচেতন করতে তাই পড়ুয়াদের হাতে দায়িত্ব দিয়েছে বারাসত পৌরসভা । পৌর কর্তৃপক্ষের বক্তব্য , যেহেতু বাড়ির ছোটো সদস্যরা বয়সে বড়দের খুব কাছের হয় তাই তাদের কোন‌ও কথা সহজে ফেলতে পারবেনা প্রাপ্তবয়স্করা । সেক্ষেত্রে ডেঙ্গি নিয়ে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে সক্ষম হবে পড়ুয়ারা ।

এবিষয়ে বারাসত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জি বলেন, "আমরা সবসময় ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করছি । পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মীরা বাড়ি বাড়ি গিয়েও সচেতন করার কাজ চালাচ্ছে । এছাড়া নিকাশি-নালা পরিষ্কার, মশার লার্ভা মারতে স্প্রে করা, গাপ্পি মাছ ছাড়া সবকিছুই করা হচ্ছে । তাসত্ত্বেও বাড়ির বড়দের আমরা সেই অর্থে সচেতন করতে পারিনি । তাই পড়ুয়াদের দিয়ে তাদের সচেতন করাতে চাইছি । ডেঙ্গি নিয়ে কী কী করণীয় তা আজ আমরা পড়ুয়াদের বোঝালাম । আমরা চাই না ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাক । তাই সমস্ত বিষয়ের উপরেই আমরা জোর দিয়েছি । পৌরসভার পাশাপাশি সাধারণ মানুষ‌ যদি সচেতন না হয় তাহলে ডেঙ্গি প্রতিরোধ করা সম্ভব নয় । স্বাস্থ্য কেউ তৈরি করে দেয় না । নিজেদের উপর‌ই নির্ভর করে স্বাস্থ্য । যেটার দিকে সকলের নজর দেওয়া উচিত । "

পৌরসভার এই উদ্যোগের প্রশংসা করে পূর্ব বারাসত হাইস্কুলের প্রধান শিক্ষক সমীর আচার্য বলেন, "স্বাস্থ্য ও শিক্ষা এই দুটো মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত । সেই নিরিখে পৌরসভার এই উদ্যোগ অভূতপূর্ব । আমরা এই কাজে পৌরসভার পাশে রয়েছি । আজ আমাদের স্কুলে ডেঙ্গি নিয়ে পড়ুয়াদের যেভাবে সচেতন করা হল, আশা করি তাদের মাধ্যমে সচেতনতা আরও বাড়বে । "

Intro:লাগাতার প্রচার অভিযানের পর‌ও ডেঙ্গি নিয়ে সুফল মেলেনি। সচেতন করা যায়নি পৌর বাসিন্দাদের একাংশকে।তাই, সাধারন মানুষকে সচেতন করতে পৌরসভার এখন ভরসা স্কুলের পড়ুয়ারা। বিভিন্ন স্কুলে গিয়ে ইতিমধ্যে তা নিয়ে পড়ুয়াদের সঙ্গে আলোচনার কাজ শুরু করেছে বারাসত পৌরসভা কর্তৃপক্ষ।আজ দ্বিতীয় দিনে সেই কাজ করা হল পূর্ব বারাসত হাইস্কুলে। এগিয়ে এসে পড়ুয়ারাও পৌরসভার পাশে থাকার অঙ্গীকার‌ করলেন।Body:রাজু বিশ্বাস, বারাসত:-পৌরসভার লাগাতার প্রচারেও ডেঙ্গি নিয়ে সুফল মেলেনি!সচেতন করা যায়নি বাসিন্দাদের একাংশকে।তাই, তাঁদের সচেতন করতে পৌরসভার এখন ভরসা স্কুলের পড়ুয়ারা!পড়ুয়াদের মাধ্যমেই ডেঙ্গি নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে চাইছে বারাসত পৌরসভা।আর তা টের পাওয়া গেল স্কুলে স্কুলে গিয়ে পৌরসভার ডেঙ্গি নিয়ে প্রচার করার মধ্যে দিয়ে! গতকাল বারাসত গার্লস হাইস্কুলে ডেঙ্গি নিয়ে প্রচার চালানো হয়েছিল পৌরসভার তরফে।আজ সেই প্রচার চালানো হল পূর্ব বারাসত হাইস্কুলে।খোদ পৌর প্রধান সুনীল মুখার্জী নিজে উপস্থিত থেকে ডেঙ্গি নিয়ে প্রচার করলেন পড়ুয়াদের মধ্যে। কিন্তু,এই কাজে পড়ুয়াদের ওপর কেন নির্ভর করতে হল বারাসত পৌরসভাকে? পৌরসভা সূত্রে জানা গেছে,ডেঙ্গি নিয়ে বারাসত পৌরসভা বিভিন্নভাবে প্রচার অভিযান চালাচ্ছে!কখন‌ও বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য কর্মীরা সাধারন মানুষকে সচেতন করছেন,আবার কখনও লিফলেট বিলি করে সচেতন চালাচ্ছেন পৌর কর্মীরা। কিন্তু,সেই সচেতনতায় সার!পৌরসভা খতিয়ে দেখেছে,যে সাধারন মানুষের একটা বড় অংশ এখনও ডেঙ্গি প্রতিরোধে সেভাবে এগিয়ে আসেনি।এর মোকাবিলায় যা যা করনীয়,সেই সমস্ত‌ও বাসিন্দারা ঠিকমতো পালন করছেন না!যা নিয়ে চিন্তিত পৌর কর্তৃপক্ষ। তাঁদের চিন্তা আরও বাড়িয়েছে হাবরা,অশোক নগর,দেগঙ্গা, বনগাঁয় ডেঙ্গি ভয়াবহ আকার ধারন করায়! ইতিমধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এই সমস্ত এলাকায় প্রায় ১২ জনের মৃত্যু হয়েছে! বেসরকারি মতে সংখ্যাটা আরও বেশি।বারাসতে এখনও সেভাবে ডেঙ্গির প্রকোপ দেখা না গেলেও হাত গুটিয়ে বসে নেই পৌরসভা। প্রচার অভিযান চালানোর পাশাপাশি সচেতন করা হচ্ছে সাধারন মানুষকে।তবে, সেই সচেতনতায় সুফল না মেলায় পড়ুয়াদের হাতে দায়িত্ব সঁপেছে বারাসত পৌরসভা।পৌর কর্তৃপক্ষ মনে করছে, যেহেতু সন্তানরা বাবা ও মায়ের খুব কাছের হয়, সেহেতু তাঁদের কোন‌ও কথা সহজে ফেলতে পারেনা তাঁরা। ফলে,ডেঙ্গি নিয়ে তাদের মধ্যে সচেতনতা বাড়াতে পারবে পড়ুয়ারা। এবিষয়ে বারাসত পৌরসভার পৌর প্রধান সুনীল মুখার্জী বলেন,"আমরা সবসময় ডেঙ্গি নিয়ে সাধারন মানুষকে সচেতন করছি।পৌরসভার হেল্থ ডিপার্টমেন্টের কর্মীরা বাড়ি বাড়ি গিয়েও সচেতন করার কাজ চালাচ্ছে! এছাড়া,নিকাশি নালা পরিষ্কার,মশার লার্ভা মারতে স্প্রে করা,গাপ্পি মাছ ছাড়া সবকিছুই করা হচ্ছে।তা সত্বেও বাড়ির বড়দের আমরা সেই অর্থে সচেতন করতে পারেনি। তাই,আমরা পড়ুয়াদের দিয়ে তাঁদের সচেতন করাতে চাইছি"। তাঁর কথায়,"বাড়ির সন্তান ও বাচ্চারা বাবা ও মায়ের কাছের হয়।ওরা যদি কোন‌ও ভালো উপদেশ দেয়, তাহলে পরিবারের বড়রা তা সহজেই ফেলতে পারেনা।ডেঙ্গি নিয়ে কি কি করনীয় তা আজ আমরা পড়ুয়াদের বোঝালাম।আমরা,চাইনা ডেঙ্গিতে আক্রান্ত হয়ে কেউ মারা যাক।তাই, সমস্ত বিষয়ের ওপরই আমরা জোর দিয়েছি"।পৌরসভার পাশাপাশি সাধারন মানুষ‌ যদি সচেতন না হয় তাহলে ডেঙ্গি প্রতিরোধ করা সম্ভব নয় বলেও জানান পৌর প্রধান। তিনি বলেন, স্বাস্থ্য কেউ তৈরি করে দেয়না। নিজেদের ওপর‌ই নির্ভর করে স্বাস্থ্য।যেটার দিকে সকলের নজর দেওয়া উচিত"।পৌরসভার এই উদ্যোগের প্রশংসা করে পূর্ব বারাসত হাইস্কুলের প্রধান শিক্ষক সমীর আচার্য বলেন,"স্বাস্থ্য ও শিক্ষা এই দুটো মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।সেই নিরিখে পৌরসভার এই উদ্যোগ অভূতপূর্ব।আমরা এই কাজে পৌরসভার পাশে রয়েছি। আজ আমাদের স্কুলে ডেঙ্গি নিয়ে পড়ুয়াদের যেভাবে সচেতন করা হল,আশা করি তাঁদের মাধ্যমে সচেতনতা আরও বাড়বে"। Conclusion:পৌরসভা মনে করছে,যে সচেতনতার কাজ উদ্যোগ নিয়েও তাদের সফলতা আসেনি, সেই কাজ পড়ুয়াদের দিয়ে সুচারুভাবে করতে পারবেন তারা।এখন দেখার,ডেঙ্গি নিয়ে সচেতনতার সেই কাজে কতটা সফলতা পায় পৌরসভা।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.