ETV Bharat / state

Barasat BJP Inner Clash: গোঁজ প্রার্থীকে বড় দায়িত্ব দিল বিজেপি, অসন্তোষ দলে

author img

By

Published : May 3, 2023, 8:37 AM IST

Updated : May 3, 2023, 9:58 AM IST

একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতার বিরুদ্ধে গোঁজ প্রার্থী হয়েছিলেন আরেক বিজেপি নেতা ৷ এর জন্য দল তাঁকে শাস্তি দেয়নি ৷ উলটে দু'বছর পর তাঁকে মেডিক্যাল সেলের দায়িত্বে বসানো হল ৷ এনিয়ে দলীয় অন্তর্ঘাতের প্রশ্ন উঠছে বর্তমান জেলা সভাপতি তাপস মিত্রের বিরুদ্ধে ৷

Barast BJP Inner Clash
বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
বারাসতে গোঁজ প্রার্থীকে বিজেপি মেডিক্যাল সেলের দায়িত্ব দিয়েছে জেলা নেতৃত্ব

বারাসত, 3 মে: 2021 সালের বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধেই গোঁজ প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপি নেতা সুদর্শন দাশ ৷ দলের জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গোঁজ প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন সুদর্শন ৷ তাঁর বিরুদ্ধে ভোট কাটার অভিযোগও উঠেছিল ৷ বারাসত বিধানসভা কেন্দ্র থেকে জনসঙ্ঘ পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি নেতা ৷ এই কেন্দ্রটি থেকে নির্দল ও বিভিন্ন রাজনৈতিক দল মিলিয়ে মোট 9 জন প্রার্থী লড়াইয়ে নেমেছিলেন ৷ সুদর্শনের নাম ছিল সাত নম্বরে ৷ তাঁর প্রতীক ছিল ডিশ অ্যান্টেনা ৷ এদিকে বিজেপি পার্থী হয়েছিলেন তৎকালীন জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় ৷

এই ঘটনার দু'বছর পর তাঁকে মেডিক্যাল সেলের জেলা কনভেনরের দায়িত্ব দেওয়া হল ৷ দল বিরোধী কার্যকলাপের পরও সুদর্শন দাশের প্রতি দলের এমন আচরণে হইচই পড়ে গিয়েছে উত্তর 24 পরগনা রাজনীতিতে ৷ প্রাক্তন সভাপতি ও তৎকালীন বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় অবশ্য এ বিষয়টি রাজ‍্য নেতৃত্বের উপরই ছেড়ে দিয়েছেন ৷ সুদর্শন দাশকে নিয়ে বর্তমান জেলা সভাপতিই ভালো করে বলতে পারবেন বলে জানিয়েছেন প্রাক্তন জেলা সভাপতি ৷ তবে এই সিদ্ধান্তে খুশি নন বিজেপি কর্মীদের একটা বড় অংশ । প্রতীপ চট্টোপাধ্যায় নামে এক কর্মীর মতে, দলের অভ্যন্তরে যা চলছে তা ঠিক নয় । এতে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপির এই বিতর্ক নিয়ে কটাক্ষ করতে ভোলেনি শাসক তৃণমূলও ৷

BJP List
বিজেপির তালিকা

জানা গিয়েছে, সম্প্রতি জেলা বিজেপির মেডিক্যাল সেলের 11 জনের তালিকা প্রকাশিত হয়েছে ৷ তাতে প্রথমেই রয়েছে সুদর্শন দাশের নাম ৷ দলের পুরনো এই বিজেপি নেতাকে স্বাস্থ্য পরিষেবা সেলের (মেডিক্যাল সেল) জেলা আহ্বায়ক করা হয়েছে ৷ 11 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে ৷ আর এতেই বিতর্ক শুরু হয়েছে দলের অন্দরে ৷

প্রশ্ন উঠছে, দলের বর্তমান জেলা সভাপতি তাপস মিত্র সুদর্শন দাসকে পুরস্কৃত করলেন কেন ? তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার কারণেই কি সুদর্শন দাশকে দায়িত্ব দেওয়া হল ? নাকি শঙ্কর-ঘনিষ্ঠদের কোনঠাসা করতে সুকৌশলে এই পদে নিয়ে আনা হল তাপস-ঘনিষ্ঠ বিজেপি নেতা সুদর্শন দাসকে ?

অভিযোগ, সুদর্শন দাশকে গোঁজ প্রার্থী হিসেবে ভোটে দাঁড় করানোর পিছনে ইন্ধন ছিল বিজেপি নেতা তাপস মিত্রেরই ৷ সেই সময় দলীয় প্রার্থীর ভোট কাটতে তিনিই নাকি বিজেপির অন্দরে অন্তর্ঘাত করেছিলেন বলে অভিযোগ ৷ তবে ভোটে তেমন আশানুরূপ ফল করতে পারেননি সুদর্শন দাস ৷ বারাসত বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ এদিকে, দু'বছর আগের বিধানসভা ভোটে দল-বিরোধী কার্যকলাপই এখন নতুন করে মাথাচাড়া দিয়েছে ৷ তার পিছনেও রয়েছেন সেই সুদর্শন দাশ ৷

এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র সাফাই দেন, ঘটনাটি দু'বছর আগের ৷ তাঁর পালটা অভিযোগ, সেই সময় শঙ্কর চট্টোপাধ্যায় সুদর্শন দাশের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেননি ৷ তিনি কেন কোনও অভিযোগ করেননি ৷ সুদর্শন দাশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কিংবা দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়নি ৷ তাই তাঁকে মেডিক্যাল সেলের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ অন্তর্ঘাতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বর্তমান জেলা সভাপতি । এ বিষয়ে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি ও বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানান, এটি বিজেপির অভ্যন্তরীণ ব‍্যাপার ৷ রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বেশি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত দলের নাম ভারতীয় জনতা পার্টি ৷

আরও পড়ুন: 24-এর লোকসভা নির্বাচন 'পরিবর্তনের ভোট', বিরোধীদের জোটবার্তা মমতার

বারাসতে গোঁজ প্রার্থীকে বিজেপি মেডিক্যাল সেলের দায়িত্ব দিয়েছে জেলা নেতৃত্ব

বারাসত, 3 মে: 2021 সালের বিধানসভা নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধেই গোঁজ প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন বিজেপি নেতা সুদর্শন দাশ ৷ দলের জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে গোঁজ প্রার্থী হিসেবে লড়াইয়ে নামেন সুদর্শন ৷ তাঁর বিরুদ্ধে ভোট কাটার অভিযোগও উঠেছিল ৷ বারাসত বিধানসভা কেন্দ্র থেকে জনসঙ্ঘ পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি নেতা ৷ এই কেন্দ্রটি থেকে নির্দল ও বিভিন্ন রাজনৈতিক দল মিলিয়ে মোট 9 জন প্রার্থী লড়াইয়ে নেমেছিলেন ৷ সুদর্শনের নাম ছিল সাত নম্বরে ৷ তাঁর প্রতীক ছিল ডিশ অ্যান্টেনা ৷ এদিকে বিজেপি পার্থী হয়েছিলেন তৎকালীন জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় ৷

এই ঘটনার দু'বছর পর তাঁকে মেডিক্যাল সেলের জেলা কনভেনরের দায়িত্ব দেওয়া হল ৷ দল বিরোধী কার্যকলাপের পরও সুদর্শন দাশের প্রতি দলের এমন আচরণে হইচই পড়ে গিয়েছে উত্তর 24 পরগনা রাজনীতিতে ৷ প্রাক্তন সভাপতি ও তৎকালীন বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায় অবশ্য এ বিষয়টি রাজ‍্য নেতৃত্বের উপরই ছেড়ে দিয়েছেন ৷ সুদর্শন দাশকে নিয়ে বর্তমান জেলা সভাপতিই ভালো করে বলতে পারবেন বলে জানিয়েছেন প্রাক্তন জেলা সভাপতি ৷ তবে এই সিদ্ধান্তে খুশি নন বিজেপি কর্মীদের একটা বড় অংশ । প্রতীপ চট্টোপাধ্যায় নামে এক কর্মীর মতে, দলের অভ্যন্তরে যা চলছে তা ঠিক নয় । এতে জনমানসে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অন্যদিকে বিজেপির এই বিতর্ক নিয়ে কটাক্ষ করতে ভোলেনি শাসক তৃণমূলও ৷

BJP List
বিজেপির তালিকা

জানা গিয়েছে, সম্প্রতি জেলা বিজেপির মেডিক্যাল সেলের 11 জনের তালিকা প্রকাশিত হয়েছে ৷ তাতে প্রথমেই রয়েছে সুদর্শন দাশের নাম ৷ দলের পুরনো এই বিজেপি নেতাকে স্বাস্থ্য পরিষেবা সেলের (মেডিক্যাল সেল) জেলা আহ্বায়ক করা হয়েছে ৷ 11 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে ৷ আর এতেই বিতর্ক শুরু হয়েছে দলের অন্দরে ৷

প্রশ্ন উঠছে, দলের বর্তমান জেলা সভাপতি তাপস মিত্র সুদর্শন দাসকে পুরস্কৃত করলেন কেন ? তাঁর বিরুদ্ধ গোষ্ঠীর নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হওয়ার কারণেই কি সুদর্শন দাশকে দায়িত্ব দেওয়া হল ? নাকি শঙ্কর-ঘনিষ্ঠদের কোনঠাসা করতে সুকৌশলে এই পদে নিয়ে আনা হল তাপস-ঘনিষ্ঠ বিজেপি নেতা সুদর্শন দাসকে ?

অভিযোগ, সুদর্শন দাশকে গোঁজ প্রার্থী হিসেবে ভোটে দাঁড় করানোর পিছনে ইন্ধন ছিল বিজেপি নেতা তাপস মিত্রেরই ৷ সেই সময় দলীয় প্রার্থীর ভোট কাটতে তিনিই নাকি বিজেপির অন্দরে অন্তর্ঘাত করেছিলেন বলে অভিযোগ ৷ তবে ভোটে তেমন আশানুরূপ ফল করতে পারেননি সুদর্শন দাস ৷ বারাসত বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তৃণমূলের তারকা প্রার্থী চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ এদিকে, দু'বছর আগের বিধানসভা ভোটে দল-বিরোধী কার্যকলাপই এখন নতুন করে মাথাচাড়া দিয়েছে ৷ তার পিছনেও রয়েছেন সেই সুদর্শন দাশ ৷

এই বিষয়ে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র সাফাই দেন, ঘটনাটি দু'বছর আগের ৷ তাঁর পালটা অভিযোগ, সেই সময় শঙ্কর চট্টোপাধ্যায় সুদর্শন দাশের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেননি ৷ তিনি কেন কোনও অভিযোগ করেননি ৷ সুদর্শন দাশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া কিংবা দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়নি ৷ তাই তাঁকে মেডিক্যাল সেলের দায়িত্ব দেওয়া হয়েছে ৷ অন্তর্ঘাতের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বর্তমান জেলা সভাপতি । এ বিষয়ে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি ও বারাসত পৌরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানান, এটি বিজেপির অভ্যন্তরীণ ব‍্যাপার ৷ রাজনীতিতে এই মুহূর্তে সবথেকে বেশি গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত দলের নাম ভারতীয় জনতা পার্টি ৷

আরও পড়ুন: 24-এর লোকসভা নির্বাচন 'পরিবর্তনের ভোট', বিরোধীদের জোটবার্তা মমতার

Last Updated : May 3, 2023, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.