বসিরহাট , 25 অগাস্ট : বাংলাদেশ থেকে পালিয়ে আসা কুখ্যাত এক জলদস্যুকে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ । রবিবার গভীর রাতে বসিরহাটের ধলতিথা গ্রামের গোপন ডেরায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম জনাব বাইন । সে জলদস্যু দলের মূল পাণ্ডা ।
দীর্ঘদিন নাম গোপন করে ভারতে লুকিয়ে ছিল বাংলাদেশি এই জলদস্যু । জনাব বাইন কয়েকজন বাংলাদেশি ও ভারতীয় দুষ্কৃতীকে নিয়ে 'জনাব বাহিনী' নামে একটি দল তৈরি করেছিল । এই বাহিনী ভারত-বাংলাদেশ সীমান্তে সুন্দরবন এলাকায় যে সমস্ত মৎস্যজীবী মাছ ধরতে যান তাঁদের আটকে রেখে তাঁদের পরিবারের কাছ থেকে মোটা মুক্তিপণ আদায় করত । দু'মাস আগে বাংলাদেশ সীমান্তে কালিন্দী নদীতে সুন্দরবন থেকে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীদের নৌকো আটকে রেখেছিল তারা। তারপর তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করে । বাংলাদেশ পুলিশ বিষয়টি বসিরহাট পুলিশকে জানিয়েছিল ।
সম্প্রতি হেমনগর থানার পুলিশ বাংলাদেশের বাসিন্দা ফারুক গাজি ও হেমনগরের বাসিন্দা ইউসুফ সর্দার নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে । তাদের জেরা করে পুলিশ জনাব সম্পর্কে জানতে পারে । তারপর বসিরহাটের ধলতিথা গ্রামের গোপন ডেরায় পুলিশ অভিযান চালায় । সেখান থেকে পুলিশ তাকে পাকড়াও করে ।