বনগাঁ, 10 অগস্ট: ভারত-বাংলাদেশের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধন দীর্ঘদিনের । বরাবরই দেখা যায় উৎসবের দিনে দুই দেশের মধ্যে মিষ্টি, আম, ইলিশ মাছ ইত্যাদি আদান-প্রদান করতে । এবার রাখিবন্ধন উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মিষ্টি ও কচুরিপানার তৈরি রাখা পাঠাল উত্তর 24 পরগনার বনগাঁ পৌরসভা । বুধবার পেট্রাপোল বেনাপোল সীমান্তের জিরো পয়েন্টে যশোরের সাংসদ শেখ আফিল উদ্দিনের হাতে এই রাখি তুলে দেন বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ ৷
উপহার পেয়ে বনগাঁ পৌরসভার সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের সাংসদ বলেন, "দারুণ দিনে আপনারা এই উপহার আমাদের দিলেন ৷ আমি কচুরিপানার তৈরি এই রাখি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেব । ভারত-বাংলাদেশ সম্পর্ক যে কত বেশি মজবুত, এটাই তার বহিঃপ্রকাশ ।"
আরও পড়ুন : ইসমাইলের হাতে মৃণ্ময়ী রূপ পান মা কালী, মুগ্ধ হিন্দু প্রতিবেশীরা
পৌরসভার সূত্রে জানা গিয়েছে, বনগাঁর ঐতিহ্যবাহী নদীর কচুরিপানা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা রাখি তৈরি করেছেন । তাঁদের হাতে তৈরি রাখি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-সহ আমেরিকা, জার্মান, কানাডার মত দেশের রাষ্ট্রপ্রধানদের পাঠানো হয়েছে । পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও পাঠানো হল ।
এই বিষয়ে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ বলেন, "দুই দেশের সম্প্রতির বার্তা, এক দেশ আর এক দেশকে রক্ষা করার বার্তা সমগ্র পৃথিবীর বুকে ছড়িয়ে দিলাম । পাশাপাশি আমেরিকা, জার্মান ও কানাডার রাষ্ট্রপ্রধানদের রাখি পাঠানোর মধ্য দিয়ে আমরা সমগ্র পৃথিবীতে শান্তির বার্তা দিলাম।"
আরও পড়ুন : সব ধর্ম মিলেমিশে একাকার হজরত মৌলালি শাহ দরগায়