বনগাঁ, 6 নভেম্বর: বিমাতৃসুলভ আচরণ হলে বিডিও-র চাকরি করা দুঃসাধ্য হয়ে যাবে । তাঁকে তীব্র প্রতিবাদের মুখে পড়তে হবে । নতুন বিডিও-কে এ ভাবেই হুঁশিয়ারি দিলেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মণ্ডল । সোমবার বনগাঁর বিডিও অফিসে রেশন দুর্নীতি-সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশন কর্মসূচি ছিল বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির । সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিডিওকে রীতিমতো হুঁশিয়ারি দেন দেবদাস মণ্ডল । এই নিয়ে গেরুয়া শিবিরের দিকে পালটা তোপ দেগেছে তৃণমূল । তাদের অভিযোগ, উন্নয়ন রুখতেই বিজেপি এই সব করছে ৷
এ দিন দেবদাস মণ্ডল অভিযোগ তোলেন, "রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের পক্ষ থেকে যা আসে, সেই গুলি সঠিক ভাবে পান না বিজেপি সদস্যরা । ঝড়-বৃষ্টির দিনে বিজেপির একটা সদস্যও ত্রিপল পাননি, চাল-গম পাননি । সবই তৃণমূল পাচ্ছে ।" তার পরেই বিডিও-র উদ্দেশে তোপ দেগে বিজেপির জেলা সভাপতির হুঁশিয়ারি, "আগামী দিনে যদি সমবণ্টন না হয়, বিমাতৃসুলভ আচারণ করা হয়, তাহলে বিডিও সাহেব আপনি বুঝতে পারবেন ! বনগাঁর মানুষ প্রতিবাদ করতে জানে ৷ আপনি সেই প্রতিবাদের মুখে পড়বেন । শুধু তাই নয়, আপনার এখানে চাকরি করা দুঃসাধ্য হয়ে যাবে ।" একইসঙ্গে, তিনি বিডিও-কে আস্বস্ত করে বলেন, "মেরুদণ্ড সোজা করে আপনি কাজ করুন আপনার সঙ্গে আমরা আছি, সঙ্গে সাধারণ মানুষ থাকবে ।"
আরও পড়ুন: রেশন বণ্টনে দুর্নীতি রুখতে সক্রিয় হয়েছে প্রযুক্তির ব্যবহার, জানালেন খাদ্যমন্ত্রী
দেবদাস মণ্ডলের এই মন্তব্য নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল সহ সভাপতি প্রসেনজিৎ ঘোষ । তিনি বলেন, "ওরা পাগলের প্রলাপ বকছে । 2011 সালের পর থেকে পশ্চিমবাংলায় প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দলমত নির্বিশেষে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছে । পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনও বাধ বিচার করা হয় না । ওরা উন্নয়ন রুখতেই এ সব করে চলেছে ৷"