বাগদা, 12 জুন : উত্তর চব্বিশ পরগনায় ক্রমেই স্পষ্ট হচ্ছে বিজেপির ভাঙন ৷ এবার বেসুরো মুকুল অনুগামী বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস ৷ দল ছাড়বেন কিনা, তা স্পষ্ট না হলেও বিজেপির সমালোচনায় মুখর তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিশ্বজিৎ ।
শুক্রবার বিজেপির বনগাঁর সাংগঠনিক বৈঠকে গরহাজির ছিলেন বিশ্বজিৎ দাস ৷ দিলীপ ঘোষের সভায় উপস্থিত না থাকার প্রসঙ্গে তিনি জানান, ব্যক্তিগত কাজের কারণেই তিনি থাকতে পারেননি । গতকাল বিজেপির বনগাঁ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, জেলার সহ-সভাপতি জ্ঞানপ্রকাশ ঘোষের বাড়িতে ৷ জ্ঞানপ্রকাশ ঘোষ বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত বলে দাবি করেন তিনি । এমন ব্যক্তির বাড়িতে সাংগঠনিক বৈঠক হওয়া নিয়েও তোপ দাগেন তিনি ।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি বিধায়ক আরও জানান, মুকুল রায়ের সঙ্গে তাঁর পারিবারিক সম্পর্ক ৷ মুকুল রায় পদ্ম শিবির ছাড়ায়, আখেরে বিজেপিরই ক্ষতি হবে বলে দাবি করেন বিশ্বজিৎ দাস । মুকুল রায়ের ঘর ওয়াপাসির পর, অনেকের মনেই প্রশ্ন উঠেছিল, মুকুল ঘনিষ্ঠ বিশ্বজিতের রাজনৈতিক ভবিষ্যৎ কি হতে পারে ৷ দলত্যাগ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি কিছুটা ধোঁয়াশা রেখেই তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার মধুর সম্পর্ক এটার সঙ্গে রাজনীতির সম্পর্ক নেই ৷ ভবিষ্যৎ বলবে আমি কি করব ।’’ আগামী দিনে তাঁর রাজনৈতিক অবস্থান ঠিক হবে। তখন তিনি জানিয়ে দেবেন । একই দিনে বিশ্বজিতের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশংসার সুর শোনা যায় ৷ একইসঙ্গে আগামীতে বিধানসভায় দেখা হলে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান বিশ্বজিৎ ।
আরও পড়ুন : মুকুলের পথেই ঘরে ফেরার গান দলবদলু নেতাদের ! গদ্দারে না মমতার
এবিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি মনস্পতি দেব বলেন, "বিশ্বজিৎদা আগে তৃণমূলে ছিলেন, তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে । আর মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী । বিশ্বজিৎদা বিধায়ক, তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর বিধানসভায় দেখা হতেই পারে, কথা হতে পারে ।" বিশ্বজিৎ দাসের সঙ্গে দলের কোনও দূরত্ব নেই বলেও তিনি দাবি করেন।