বাদুড়িয়া, 9 মে: যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করার অভিযোগ। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাদুড়িয়া থানা এলাকায়। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। মৃত যুবকের নাম নুর আলি মণ্ডল (29)।
এক যুবকের খুনের ঘটনায় উত্তেজনা ছড়াল বাদুড়িয়া থানার 11 নম্বর ওয়ার্ডের নগরপুর পূর্বপাড়া এলাকায়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে অচেনা একটি নম্বর থেকে নুর আলি মণ্ডলকে ফোন করা হয়। তাঁকে ঘরের বাইরে বেরিয়ে আসতে বলা হয় ফোনে। সেই মতো বাড়ির বাইরে বেরিয়ে আসতেই একদল অচেনা মুখ তাঁকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। এর অনেকটা সময় পর যুবক নুর আলি মণ্ডল বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা তাঁকে রাস্তায় খুঁজতে বেরোন। গভীর রাতে বাড়ি থেকে কিছুটা দূরে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় রাস্তার উপর পড়ে থাকতে দেখা যায় যুবকের দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাদুড়িয়া থানায়।
পুলিশ গিয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার বিবরণ জানিয়ে পরিবারের লোকেরা শনিবার বিকেলেই বাদুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে কারা কী কারণে নুর আলি মণ্ডলকে খুন করেছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পরিবারের লোকেরাও কিছু বলতে পারেননি।
প্রাথমিক তদন্তে বাদুড়িয়া থানার পুলিশের অনুমান, জমি সংক্রান্ত পুরনো শত্রুতার জেরেই নুর আলি মণ্ডলকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ।