ETV Bharat / state

ইডি'র চাপে 'গায়েব' শাহজাহান! সন্দেশখালিতে হঠাৎ উদয় বাবু মাস্টারের

Babu Master: বাম আমলে সিপিএমের এক নেতার ঘনিষ্ঠ ছিলেন তিনি। সেই নেতার হয়ে 'ভোট মেশিনারি' হিসাবে কাজ করতেন। তবে, বাবু মাস্টারের আরও এক পরিচয় রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটও পেয়ে যান হাসনাবাদের এই 'বাহুবলী' নেতা।

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 18, 2024, 5:14 PM IST

Etv Bharat
সন্দেশখালিতে হঠাৎ উদয় বাবু মাস্টারের

সন্দেশখালি, 18 জানুয়ারি: 13 দিন পার হয়ে গিয়েছে। এখনও সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড 'ফেরার' তৃণমূল নেতা শেখ শাহজাহানের টিঁকিও খুঁজে পায়নি পুলিশ। এই পরিস্থিতিতে সন্দেশখালিতে উদয় হলেন 'বাবু মাস্টার'! ভালো নাম ফিরোজ কালাম গাজী। তবে তাঁর উদয় যে হঠাৎ হল, এমনটা নয়। রাজনীতিতেই ছিলেন তিনি। বিজেপির সঙ্গ ত‍্যাগ করার পর আপাতত বাবু মাস্টার কোনও দলের সঙ্গে যুক্ত না-থাকলেও তাঁর হঠাৎ উদয় জল্পনা বাড়িয়েছে রাজনীতির নতুন ইনিংসের আঙিনা। তবে কি ফের তিনি শাসকদলের কাছাকাছি আসার চেষ্টা করছেন নাকি, সন্দেশখালির 'বাদশা' শেখ শাহজাহানের 'ফেরার' হওয়ার ফাঁকে পুরনো জায়গা ফিরে পেতে চাইছেন এই বাহুবলী ? এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

বাম আমলে সিপিএমের এক নেতার ঘনিষ্ঠ ছিলেন তিনি। সেই নেতার হয়ে 'ভোট মেশিনারি' হিসাবে কাজ করতেন। তবে, বাবু মাস্টারের আরও এক পরিচয় রয়েছে। তিনি উত্তর 24 পরগনার হাসনাবাদ মডেল হাইস্কুলের শিক্ষক। সেই চাকরি অবশ্য পেয়েছিলেন 2001 সালে বাম জমানায়। রাজ‍্যে পালাবদলের পর 2013 সালে সিপিএম ছেড়ে তিনি তৎকালীন খাদ‍্যমন্ত্রী ও জেলা তৃণমূলের দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে যোগ দিয়েছিলেন শাসকদলে। ধীরে ধীরে বাবু মাস্টার রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয়'র কাছের লোক হয়ে ওঠেন। সেই নিরিখে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটও পেয়ে যান হাসনাবাদের এই 'বাহুবলী' নেতা। জেলাপরিষদের আসনে জয়ী হয়ে শিক্ষা কর্মাধ্যক্ষের পদও পান বাবু মাস্টার ৷

2019 সালের লোকসভা নির্বাচনে দলের তরফে বসিরহাট লোকসভা কেন্দ্রের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় তৃণমূল নেতা ফিরোজ কালাম গাজীকে।এরপর থেকেই বিভিন্ন ইস্যুতে শাসকদলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। 2021-এর বিধানসভা ভোটের ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন বাবু মাস্টার। যদিও ভোটের কয়েক মাসের মধ্যেই বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে দল ছাড়েন তিনি। চেষ্টা করেন পুরনো দল তৃণমূলে ফিরে আসার। যদিও সেই সময় শাসকদলে আর নেওয়া হয়নি এই বাবু মাস্টারকে। এখন ইডি'র চাপে সন্দেশখালির দাপুটে নেতা শেখ শাহজাহান 'গায়েব' হতেই তিনি আবারও রাজনীতির আঙিনায় ফেরার চেষ্টা করছেন। যা কয়েকদিন ধরে হাসনাবাদ-সহ এলাকায় তাঁর জনসংযোগ থেকেই স্পষ্ট হয়েছে। আর মানুষের সমর্থন পেয়ে অভিভূত একদা হাসনাবাদের 'ত্রাস' বাবু মাস্টার।

এই বিষয়ে তিনি বলেন, "হাসনাবাদ-সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা আমাকে যথেষ্ট ভালোবাসে। সেই সূত্রে তাঁদের সংস্পর্শে এসে আমি আপ্লুত। মানুষ যে আমাকে এখনও মনে রেখেছে, কাছাকাছি এসে তাঁদের মনের কথা উজাড় করে দিচ্ছে, এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না ৷" তাহলে কি আপনি ফের রাজনীতির ময়দানে ফিরতে চলেছেন ? এই প্রশ্নের উত্তরে বাবু মাস্টার বলেন, "মানুষ চাইছে আমি আবার রাজনীতিতে পথ চলা শুরু করি। মানুষের এই আবেগকে আমি সম্মান করি। ফলে ইচ্ছা রয়েছে রাজনীতিতে ফের পথ চলা শুরু করব। তবে সেটা সময় এবং পরিস্থিতিই বলে দেবে কখন কী করতে হবে ৷" এদিকে, তাঁর কথাতেই স্পষ্ট তিনি ফের রাজনীতিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন শীঘ্রই। যা ঘিরেই গুঞ্জন চলছে রাজনীতির অন্দরে !

আরও পড়ুন:

  1. পালাবদলের পর থেকে গত ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দফতরের নিয়োগ-নথি তলব মুখ্যসচিবের
  2. নিয়োগ দুর্নীতি মামলায় ফের 'মিডলম্যান'কে জেরা, প্রসন্ন রায়ের বাড়ি-অফিসে জারি তল্লাশি
  3. রামপুর হাটের ব্লক সভাপতির দায়িত্বে অভিষেকের মামা নিহার মুখোপাধ্যায়

সন্দেশখালি, 18 জানুয়ারি: 13 দিন পার হয়ে গিয়েছে। এখনও সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড 'ফেরার' তৃণমূল নেতা শেখ শাহজাহানের টিঁকিও খুঁজে পায়নি পুলিশ। এই পরিস্থিতিতে সন্দেশখালিতে উদয় হলেন 'বাবু মাস্টার'! ভালো নাম ফিরোজ কালাম গাজী। তবে তাঁর উদয় যে হঠাৎ হল, এমনটা নয়। রাজনীতিতেই ছিলেন তিনি। বিজেপির সঙ্গ ত‍্যাগ করার পর আপাতত বাবু মাস্টার কোনও দলের সঙ্গে যুক্ত না-থাকলেও তাঁর হঠাৎ উদয় জল্পনা বাড়িয়েছে রাজনীতির নতুন ইনিংসের আঙিনা। তবে কি ফের তিনি শাসকদলের কাছাকাছি আসার চেষ্টা করছেন নাকি, সন্দেশখালির 'বাদশা' শেখ শাহজাহানের 'ফেরার' হওয়ার ফাঁকে পুরনো জায়গা ফিরে পেতে চাইছেন এই বাহুবলী ? এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

বাম আমলে সিপিএমের এক নেতার ঘনিষ্ঠ ছিলেন তিনি। সেই নেতার হয়ে 'ভোট মেশিনারি' হিসাবে কাজ করতেন। তবে, বাবু মাস্টারের আরও এক পরিচয় রয়েছে। তিনি উত্তর 24 পরগনার হাসনাবাদ মডেল হাইস্কুলের শিক্ষক। সেই চাকরি অবশ্য পেয়েছিলেন 2001 সালে বাম জমানায়। রাজ‍্যে পালাবদলের পর 2013 সালে সিপিএম ছেড়ে তিনি তৎকালীন খাদ‍্যমন্ত্রী ও জেলা তৃণমূলের দাপুটে নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে যোগ দিয়েছিলেন শাসকদলে। ধীরে ধীরে বাবু মাস্টার রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয়'র কাছের লোক হয়ে ওঠেন। সেই নিরিখে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটও পেয়ে যান হাসনাবাদের এই 'বাহুবলী' নেতা। জেলাপরিষদের আসনে জয়ী হয়ে শিক্ষা কর্মাধ্যক্ষের পদও পান বাবু মাস্টার ৷

2019 সালের লোকসভা নির্বাচনে দলের তরফে বসিরহাট লোকসভা কেন্দ্রের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় তৃণমূল নেতা ফিরোজ কালাম গাজীকে।এরপর থেকেই বিভিন্ন ইস্যুতে শাসকদলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। 2021-এর বিধানসভা ভোটের ঠিক আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন বাবু মাস্টার। যদিও ভোটের কয়েক মাসের মধ্যেই বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে দল ছাড়েন তিনি। চেষ্টা করেন পুরনো দল তৃণমূলে ফিরে আসার। যদিও সেই সময় শাসকদলে আর নেওয়া হয়নি এই বাবু মাস্টারকে। এখন ইডি'র চাপে সন্দেশখালির দাপুটে নেতা শেখ শাহজাহান 'গায়েব' হতেই তিনি আবারও রাজনীতির আঙিনায় ফেরার চেষ্টা করছেন। যা কয়েকদিন ধরে হাসনাবাদ-সহ এলাকায় তাঁর জনসংযোগ থেকেই স্পষ্ট হয়েছে। আর মানুষের সমর্থন পেয়ে অভিভূত একদা হাসনাবাদের 'ত্রাস' বাবু মাস্টার।

এই বিষয়ে তিনি বলেন, "হাসনাবাদ-সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাঁরা আমাকে যথেষ্ট ভালোবাসে। সেই সূত্রে তাঁদের সংস্পর্শে এসে আমি আপ্লুত। মানুষ যে আমাকে এখনও মনে রেখেছে, কাছাকাছি এসে তাঁদের মনের কথা উজাড় করে দিচ্ছে, এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না ৷" তাহলে কি আপনি ফের রাজনীতির ময়দানে ফিরতে চলেছেন ? এই প্রশ্নের উত্তরে বাবু মাস্টার বলেন, "মানুষ চাইছে আমি আবার রাজনীতিতে পথ চলা শুরু করি। মানুষের এই আবেগকে আমি সম্মান করি। ফলে ইচ্ছা রয়েছে রাজনীতিতে ফের পথ চলা শুরু করব। তবে সেটা সময় এবং পরিস্থিতিই বলে দেবে কখন কী করতে হবে ৷" এদিকে, তাঁর কথাতেই স্পষ্ট তিনি ফের রাজনীতিতে নতুন ইনিংস শুরু করতে চলেছেন শীঘ্রই। যা ঘিরেই গুঞ্জন চলছে রাজনীতির অন্দরে !

আরও পড়ুন:

  1. পালাবদলের পর থেকে গত ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন দফতরের নিয়োগ-নথি তলব মুখ্যসচিবের
  2. নিয়োগ দুর্নীতি মামলায় ফের 'মিডলম্যান'কে জেরা, প্রসন্ন রায়ের বাড়ি-অফিসে জারি তল্লাশি
  3. রামপুর হাটের ব্লক সভাপতির দায়িত্বে অভিষেকের মামা নিহার মুখোপাধ্যায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.