গাইঘাটা, 10 অগাস্ট : জেলাজুড়ে ডেঙ্গির প্রকোপ বাড়ছে । সচেতনতা বাড়াতে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিলের আয়োজন করে স্কুল । সেখানেই ঘটে বিপত্তি । রোদে টানা আট কিলোমিটার হেঁটে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা । ঘটনাটি গাইঘাটা ঘোঁজা উচ্চ বিদ্যালয়ের ।
গাইঘাটা এলাকায় শুরু হয়েছে ডেঙ্গির সংক্রমণ । এর মোকাবিলায় ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ ডেঙ্গি সচেতনতার পদযাত্রা করে । কথা ছিল স্কুল থেকে বাজার এলাকায় ৫০০ মিটার পদযাত্রা হবে । অভিযোগ, রোদের মধ্যে পড়ুয়াদের টানা আট কিলোমিটার হাঁটানো হয় । রাস্তায় ক্লান্ত ছাত্রছাত্রীরা বারবার শিক্ষকদের কাছে আবেদন করলেও তাঁরা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ । পদযাত্রার পরেই অসুস্থ হয়ে পড়ে তারা । প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনজনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনার পরে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান ।
উত্তর ২৪ পরগনা জেলার হাবরা, অশোকনগর, দেগঙ্গা ও গাইঘাটা এলাকায় ডেঙ্গি ছড়িয়েছে । মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের । পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনতার কথাও বলেছে প্রশাসন । সেখানে ছাত্রছাত্রীদেরও প্রচার অভিযানে সামিল হওয়ার কথা বলা হয়েছে । তারই অঙ্গ হিসেবে প্রচার অভিযানে নেমেছিল ঘোজা হাইস্কুল ।
ছাত্রছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ সরকার বলেন, "স্কুলে ফিরতেই দেখি ওরা অসুস্থ হয়ে পড়ছে । সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেছি । আশা করি ওরা দ্রুত সুস্থ হয়ে উঠবে ।"
ঘটনাটি নিয়ে প্রশাসনিক আধিকারিকরা মুখ খুলতে চাননি ।