ETV Bharat / state

ডেঙ্গি সচেতনতায় 8 কিমি মিছিল ! অসুস্থ 50-র বেশি পড়ুয়া - almost 50 students feeling sick

সচেতনতা বাড়াতে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিলের আয়োজন করে গাইঘাটা ঘোজা উচ্চ বিদ্যালয় ৷ সেখানেই ঘটে বিপত্তি ৷ আট কিলোমিটার হেঁটে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা । প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনজনের অবস্থা আশঙ্কাজনক ।

ফাইল ফোটো
author img

By

Published : Aug 10, 2019, 4:56 AM IST

Updated : Aug 11, 2019, 12:45 AM IST

গাইঘাটা, 10 অগাস্ট : জেলাজুড়ে ডেঙ্গির প্রকোপ বাড়ছে । সচেতনতা বাড়াতে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিলের আয়োজন করে স্কুল । সেখানেই ঘটে বিপত্তি । রোদে টানা আট কিলোমিটার হেঁটে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা । ঘটনাটি গাইঘাটা ঘোঁজা উচ্চ বিদ্যালয়ের ।

গাইঘাটা এলাকায় শুরু হয়েছে ডেঙ্গির সংক্রমণ । এর মোকাবিলায় ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ ডেঙ্গি সচেতনতার পদযাত্রা করে । কথা ছিল স্কুল থেকে বাজার এলাকায় ৫০০ মিটার পদযাত্রা হবে । অভিযোগ, রোদের মধ্যে পড়ুয়াদের টানা আট কিলোমিটার হাঁটানো হয় । রাস্তায় ক্লান্ত ছাত্রছাত্রীরা বারবার শিক্ষকদের কাছে আবেদন করলেও তাঁরা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ । পদযাত্রার পরেই অসুস্থ হয়ে পড়ে তারা । প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনজনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনার পরে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান ।

দেখুন ভিডিয়ো

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা, অশোকনগর, দেগঙ্গা ও গাইঘাটা এলাকায় ডেঙ্গি ছড়িয়েছে । মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের । পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনতার কথাও বলেছে প্রশাসন । সেখানে ছাত্রছাত্রীদেরও প্রচার অভিযানে সামিল হওয়ার কথা বলা হয়েছে । তারই অঙ্গ হিসেবে প্রচার অভিযানে নেমেছিল ঘোজা হাইস্কুল ।

ছাত্রছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ সরকার বলেন, "স্কুলে ফিরতেই দেখি ওরা অসুস্থ হয়ে পড়ছে । সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেছি । আশা করি ওরা দ্রুত সুস্থ হয়ে উঠবে ।"

ঘটনাটি নিয়ে প্রশাসনিক আধিকারিকরা মুখ খুলতে চাননি ।

গাইঘাটা, 10 অগাস্ট : জেলাজুড়ে ডেঙ্গির প্রকোপ বাড়ছে । সচেতনতা বাড়াতে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিলের আয়োজন করে স্কুল । সেখানেই ঘটে বিপত্তি । রোদে টানা আট কিলোমিটার হেঁটে অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা । ঘটনাটি গাইঘাটা ঘোঁজা উচ্চ বিদ্যালয়ের ।

গাইঘাটা এলাকায় শুরু হয়েছে ডেঙ্গির সংক্রমণ । এর মোকাবিলায় ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ ডেঙ্গি সচেতনতার পদযাত্রা করে । কথা ছিল স্কুল থেকে বাজার এলাকায় ৫০০ মিটার পদযাত্রা হবে । অভিযোগ, রোদের মধ্যে পড়ুয়াদের টানা আট কিলোমিটার হাঁটানো হয় । রাস্তায় ক্লান্ত ছাত্রছাত্রীরা বারবার শিক্ষকদের কাছে আবেদন করলেও তাঁরা তাতে কর্ণপাত করেননি বলে অভিযোগ । পদযাত্রার পরেই অসুস্থ হয়ে পড়ে তারা । প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তিনজনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনার পরে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান ।

দেখুন ভিডিয়ো

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা, অশোকনগর, দেগঙ্গা ও গাইঘাটা এলাকায় ডেঙ্গি ছড়িয়েছে । মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের । পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনতার কথাও বলেছে প্রশাসন । সেখানে ছাত্রছাত্রীদেরও প্রচার অভিযানে সামিল হওয়ার কথা বলা হয়েছে । তারই অঙ্গ হিসেবে প্রচার অভিযানে নেমেছিল ঘোজা হাইস্কুল ।

ছাত্রছাত্রীদের অসুস্থ হওয়ার ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের শিক্ষক বিশ্বজিৎ সরকার বলেন, "স্কুলে ফিরতেই দেখি ওরা অসুস্থ হয়ে পড়ছে । সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেছি । আশা করি ওরা দ্রুত সুস্থ হয়ে উঠবে ।"

ঘটনাটি নিয়ে প্রশাসনিক আধিকারিকরা মুখ খুলতে চাননি ।

Intro:ডেঙ্গু সচেতনতার মিছিল আট কিমি! অসুস্থ ৫০ জন পড়ুয়া

গাইঘাটাঃ ডেঙ্গু ছড়িয়েছে জেলাজুড়ে। পরিস্থিতি মোকাবিলায় ছাত্রছাত্রীদের প্রচার মিছিল করে বিপাকে স্কুল। টানা রোদের মধ্যে আট কিলোমিটার হাঁটানো হল পড়ুয়াদের। আর তাতে অসুস্থ হয়ে পড়ল ৫০ জনের বেশি ছাত্রছাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা ঘোজা উচ্চ বিদ্যালয়ে।

গাইঘাটা এলাকায় শুরু হয়েছে ডেঙ্গুর সংক্রমন। আর তা মোকাবিলায় এদিন ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ ডেঙ্গু সচেতনতার পদযাত্রা করে। কথা ছিল স্কুল থেকে বাজার এলাকায় ৫০০ মিটার পদযাত্রা হবে। কিন্তু অভিযোগ, টানা রোদের মধ্যে ওই পড়ুয়াদের রাস্তা ধরে টানা আট কিলোমিটার হাঁটানো হয়।
রাস্তায় ক্লান্ত ছাত্রছাত্রীরা বারবার শিক্ষকদের কাছে অাবেদন করলেও তাঁরা তাতে কর্ণপাত করেননি। পদযাত্রার পরেই অসুস্থ হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে তিন জমের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান।

প্রসঙ্গতঃ উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া, অশোকনগর, দেগঙ্গা ও গাইঘাটা এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। মৃত্যুও হয়েছে অনেকের। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনতার কথাও বলেছে প্রশাসন। সেখানে ছাত্রছাত্রীদেরও প্রচার অভিযানে সামিল হওয়ার কথা বলা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এদিন সচেতনতার প্রচার অভিযানে নেমেছিল ঘোজা হাই স্কুল। সেখানে পাঁচশো মিটারের পরিবর্তে পড়ুয়াদের আট কিলোমিটার হাঁটানোতেই ঘটে গেল বিপত্তি।Body:ডেঙ্গু সচেতনতার মিছিল আট কিমি! অসুস্থ ৫০ জন পড়ুয়া

গাইঘাটাঃ ডেঙ্গু ছড়িয়েছে জেলাজুড়ে। পরিস্থিতি মোকাবিলায় ছাত্রছাত্রীদের প্রচার মিছিল করে বিপাকে স্কুল। টানা রোদের মধ্যে আট কিলোমিটার হাঁটানো হল পড়ুয়াদের। আর তাতে অসুস্থ হয়ে পড়ল ৫০ জনের বেশি ছাত্রছাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা ঘোজা উচ্চ বিদ্যালয়ে।

গাইঘাটা এলাকায় শুরু হয়েছে ডেঙ্গুর সংক্রমন। আর তা মোকাবিলায় এদিন ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ ডেঙ্গু সচেতনতার পদযাত্রা করে। কথা ছিল স্কুল থেকে বাজার এলাকায় ৫০০ মিটার পদযাত্রা হবে। কিন্তু অভিযোগ, টানা রোদের মধ্যে ওই পড়ুয়াদের রাস্তা ধরে টানা আট কিলোমিটার হাঁটানো হয়।
রাস্তায় ক্লান্ত ছাত্রছাত্রীরা বারবার শিক্ষকদের কাছে অাবেদন করলেও তাঁরা তাতে কর্ণপাত করেননি। পদযাত্রার পরেই অসুস্থ হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে তিন জমের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান।

প্রসঙ্গতঃ উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া, অশোকনগর, দেগঙ্গা ও গাইঘাটা এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। মৃত্যুও হয়েছে অনেকের। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনতার কথাও বলেছে প্রশাসন। সেখানে ছাত্রছাত্রীদেরও প্রচার অভিযানে সামিল হওয়ার কথা বলা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এদিন সচেতনতার প্রচার অভিযানে নেমেছিল ঘোজা হাই স্কুল। সেখানে পাঁচশো মিটারের পরিবর্তে পড়ুয়াদের আট কিলোমিটার হাঁটানোতেই ঘটে গেল বিপত্তি।Conclusion:ডেঙ্গু সচেতনতার মিছিল আট কিমি! অসুস্থ ৫০ জন পড়ুয়া

গাইঘাটাঃ ডেঙ্গু ছড়িয়েছে জেলাজুড়ে। পরিস্থিতি মোকাবিলায় ছাত্রছাত্রীদের প্রচার মিছিল করে বিপাকে স্কুল। টানা রোদের মধ্যে আট কিলোমিটার হাঁটানো হল পড়ুয়াদের। আর তাতে অসুস্থ হয়ে পড়ল ৫০ জনের বেশি ছাত্রছাত্রী। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা ঘোজা উচ্চ বিদ্যালয়ে।

গাইঘাটা এলাকায় শুরু হয়েছে ডেঙ্গুর সংক্রমন। আর তা মোকাবিলায় এদিন ছাত্রছাত্রীদের নিয়ে স্কুল কর্তৃপক্ষ ডেঙ্গু সচেতনতার পদযাত্রা করে। কথা ছিল স্কুল থেকে বাজার এলাকায় ৫০০ মিটার পদযাত্রা হবে। কিন্তু অভিযোগ, টানা রোদের মধ্যে ওই পড়ুয়াদের রাস্তা ধরে টানা আট কিলোমিটার হাঁটানো হয়।
রাস্তায় ক্লান্ত ছাত্রছাত্রীরা বারবার শিক্ষকদের কাছে অাবেদন করলেও তাঁরা তাতে কর্ণপাত করেননি। পদযাত্রার পরেই অসুস্থ হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। প্রায় ৫০ জন ছাত্রছাত্রীকে বনগাঁ মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মধ্যে তিন জমের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরে ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলে বিক্ষোভ দেখান।

প্রসঙ্গতঃ উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া, অশোকনগর, দেগঙ্গা ও গাইঘাটা এলাকায় ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। মৃত্যুও হয়েছে অনেকের। পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি জনসচেতনতার কথাও বলেছে প্রশাসন। সেখানে ছাত্রছাত্রীদেরও প্রচার অভিযানে সামিল হওয়ার কথা বলা হয়েছে। তারই অঙ্গ হিসেবে এদিন সচেতনতার প্রচার অভিযানে নেমেছিল ঘোজা হাই স্কুল। সেখানে পাঁচশো মিটারের পরিবর্তে পড়ুয়াদের আট কিলোমিটার হাঁটানোতেই ঘটে গেল বিপত্তি।
Last Updated : Aug 11, 2019, 12:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.