ব্যারাকপুর, 25 জানুয়ারি : নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত হলেন তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী (Attack on MLA Raj Chakraborty)। ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন ৷ জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধায় টিটাগড় পুরসভার অন্তর্গত একটি এলাকায় পার্ক উদ্বোধনে যান রাজ চক্রবর্তী । সঙ্গে ছিলেন টিটাগড় পৌরসভার মুখ্য প্রশাসক প্রশান্ত চৌধুরী ।
আরও পড়ুন : ঘাটাল মেলা নিয়ে রাজনীতি ? তরজা শাসক-বিরোধীদের
অভিযোগ, হঠাৎই তাঁদের উপর একদল দুষ্কৃতী চড়াও হয় । কোনও মতে এক জায়গায় আশ্রয় নিয়ে আত্মরক্ষা করেন রাজ চক্রবর্তী । ঘটনা প্রসঙ্গে রাজ বলেন, "এই এলাকায় দুর্বৃত্তদের আনাগোনা রয়েছে । আমি আমার বিধানসভা এলাকায় কিছুতেই এই দুর্বৃত্তায়ন সহ্য করব না । আজকে যে স্থানে আমায় আক্রমণ করা হয়েছে, সিসিটিভিতে ধরা পড়েছে কারা এই ঘটনায় জড়িত । তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে । আগামী 5 বছর আমি থাকব এবং তার আগেই দুর্বৃত্তদের আমি শেষ করব । এই ঘটনায় আমার দেহরক্ষী ও মুখ্য প্রশাসক আহত হয়েছেন ।"
এই ঘটনার খবর পেয়ে এলাকায় যান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা ও যুগ্ম কমিশনার অজয় ঠাকুর । মনোজ ভর্মা আশ্বাস দিয়েছেন, এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের ছাড়া হবে না । ঘটনার পর এদিন এলাকায় ব্যাপক উত্তেজন ছড়ায় । ঘটনাস্থলে যান মদন মিত্র, পার্থ ভৌমিকের মতো তৃণমূল বিধায়করা ৷ ঘটনা প্রসঙ্গে মদন মিত্র বলেন, "এরকম ভাবে আক্রমণ হতে থাকলে, তৃণমূলকে রাস্তায় নামতে হবে । "