বিধাননগর, ২৫ ফেব্রুয়ারি : "দিলীপ ঘোষ একটা ভাঁড়। প্রচার পাওয়ার জন্য তিনি মাঝেমধ্যে এই ধরনের কাজ করেন।" দিলীপ ঘোষের গাড়িতে ইট মারা প্রসঙ্গে তাঁকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূল নেতা অরূপ রায়। গতকাল সল্টলেকে বাড়ি থেকে বেরোনোর সময় দিলীপ ঘোষের কনভয়ের একটি গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে দুষ্কৃতীরা। সেই প্রসঙ্গে সমবায় ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে অরূপবাবু বলেন, "এরা মিডিয়ার সামনে আসার জন্য, লাইমলাইটের জন্য এইসব করে। হঠাৎ ইট ছোড়াটা একটা গল্প। নিজেদের লোককে দুষ্কৃতী সাজিয়ে ইট ছোড়ায়। দিলীপ ঘোষ এমন কিছু কেউকেটা নয় যে তাকে ইট ছুড়ে হাইলাইট করা দরকার।"
দিলীপকে কটাক্ষ করে অরূপ আরও বলেন, "আমি তো চাই আমাকে কেউ ইট মারুক। আমি হাইলাইট হব। রিপোর্টাররা দৌড়াবে। কিন্তু লোক দিয়ে আমি নিজেকে ইট মারতে বলব এটা তো ঠিক নয়। এটা সকলেই করতে পারে। এখন বাজার নেই, বাজার খারাপ। বিদায়ের লগ্ন এসে গেছে। এখন যদি এসব করে তাহলে কোনওদিন লাইমলাইটে আসা যায় ?"
কোটি কোটি টাকা তছরুপ করে উদ্যোগপতিদের বিদেশে পালিয়ে যাওয়ার ঘটনা বাড়ছে। এই সময়ে ব্যাঙ্কিং ক্ষেত্রে দুর্নীতি রোখার চেষ্টা করছে রাজ্য সরকার। অরূপবাবু এই প্রসঙ্গে বলেন, "বাম সরকারের আমলে নানা ধরনের আর্থিক দুর্নীতির ফলে ব্যাঙ্কগুলোর শেয়ার পড়ে যায়। রিজ়ার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কগুলিকে বন্ধ করে দিতে বাধ্য হয়। রিভাইভ করার কোনও উপায় ছিল না। আমরা আসার আগেই লিকুইডেশন হয়ে গেছে। সম্পত্তি বিক্রি হওয়ায় গ্রাহকরা তাদের টাকা ফেরত নিয়ে নিয়েছে। আমরা আসার পর অনেক ব্যাঙ্কগুলিকে রিভাইভ করেছি। গ্রামীণ ব্যাঙ্কগুলিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছি। গ্রামীণ অর্থনীতিতে এই ব্যাঙ্কগুলির গুরুত্ব রয়েছে। সেখানে যাতে দুর্নীতি না হয় তার জন্য আমরা নানা পদক্ষেপ নিয়েছি। প্রিভেনশন অফ ফ্ৰড সেল খোলা হয়েছে। সেখানে সিনিয়র ব্যাঙ্কিং অফিশিয়াল, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, বিচারকরা রয়েছেন। তাদের সামনে রেখে আমরা কমিটি তৈরি করেছি। যাতে প্রতারণার আগেই আমরা আটকাতে পারি।"