ETV Bharat / state

হটস্পট বসিরহাটে শুটিং, আটক কলকাতার কলাকুশলীরা - is basirhat red zone

বসিরহাট হটস্পট । আর তার মধ্যেই সেখানে 15জন যুবক-যুবতি তথ্যচিত্র নির্মাণ করতে যান । গিয়ে আটকে পড়েন । কী করে তাঁরা এই পরিস্থিতিতে সেখানে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন ।

aa
কলাকুশলীরা
author img

By

Published : May 12, 2020, 7:59 AM IST

বসিরহাট, 12 মে: হটস্পট জ়োন বসিরহাটে তথ্যচিত্র বানাতে গিয়ে বিপাকে পড়লেন কলকাতার একদল কলাকুশলী । বসিরহাটের টাকি রোডের মধ‍্যমপুর ঘোষপাড়ায় ঘটনাটি ঘটেছে। টালিগঞ্জ, বেহালা ও আলিপুরসহ বিভিন্ন জায়গা থেকে 15 জন যুবক-যুবতি তথ্যচিত্র তৈরি করার জন্য তিনদিন আগে স্থানীয় বাসিন্দা জয় ঘোষের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন । রবিবার সারারাত ধরে গোলপুকুর পার্কে তথ্যচিত্র নির্মাণে তাঁরা ব্যস্ত ছিলেন । স্থানীয়রা সকালে তা জানতে পেরে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

ওই যুবক-যুবতিদের দাবি, তাঁরা বেহালা থানা থেকে অনুমতি নিয়েছেন । কিন্তু বসিরহাট থানায় অনুমতির কোনও নথি দেখাতে পারেননি । বসিরহাট রেড জ়োন জানা সত্ত্বেও কেন তাঁরা সেখানে গেলেন, তার সঠিক কারণ জানাতে পারেননি । স্থানীয়দের দাবি, বিপজ্জনক এই পরিস্থিতিতে বসিরহাটের বাইরে থেকে লোক কেন প্রবেশ করলেন? কীভাবে কলকাতা থেকে এতটা পথ পৌঁছালেন তা নিয়েও উঠছে প্রশ্ন ।

পুলিশ ওই 15 জনের স্বাস্থ্য পরীক্ষা করার পর 14দিন কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা জয় ঘোষ কীভাবে বহিরাগতদের বাড়িতে এইভাবে থাকতে দিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা । স্থানীয় আলমগীর সর্দার বলেন, " আমরা প্রশাসনকে সব জানিয়েছি । পুলিশ তাঁদের নিয়ে গেছে । স্বাস্থ্য পরীক্ষা করে কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে ।"

বসিরহাট, 12 মে: হটস্পট জ়োন বসিরহাটে তথ্যচিত্র বানাতে গিয়ে বিপাকে পড়লেন কলকাতার একদল কলাকুশলী । বসিরহাটের টাকি রোডের মধ‍্যমপুর ঘোষপাড়ায় ঘটনাটি ঘটেছে। টালিগঞ্জ, বেহালা ও আলিপুরসহ বিভিন্ন জায়গা থেকে 15 জন যুবক-যুবতি তথ্যচিত্র তৈরি করার জন্য তিনদিন আগে স্থানীয় বাসিন্দা জয় ঘোষের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন । রবিবার সারারাত ধরে গোলপুকুর পার্কে তথ্যচিত্র নির্মাণে তাঁরা ব্যস্ত ছিলেন । স্থানীয়রা সকালে তা জানতে পেরে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন । খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায় ।

ওই যুবক-যুবতিদের দাবি, তাঁরা বেহালা থানা থেকে অনুমতি নিয়েছেন । কিন্তু বসিরহাট থানায় অনুমতির কোনও নথি দেখাতে পারেননি । বসিরহাট রেড জ়োন জানা সত্ত্বেও কেন তাঁরা সেখানে গেলেন, তার সঠিক কারণ জানাতে পারেননি । স্থানীয়দের দাবি, বিপজ্জনক এই পরিস্থিতিতে বসিরহাটের বাইরে থেকে লোক কেন প্রবেশ করলেন? কীভাবে কলকাতা থেকে এতটা পথ পৌঁছালেন তা নিয়েও উঠছে প্রশ্ন ।

পুলিশ ওই 15 জনের স্বাস্থ্য পরীক্ষা করার পর 14দিন কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দা জয় ঘোষ কীভাবে বহিরাগতদের বাড়িতে এইভাবে থাকতে দিলেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা । স্থানীয় আলমগীর সর্দার বলেন, " আমরা প্রশাসনকে সব জানিয়েছি । পুলিশ তাঁদের নিয়ে গেছে । স্বাস্থ্য পরীক্ষা করে কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.