ETV Bharat / state

গৌতম দেবের বাড়িতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ - arrest warrant

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করায় CPI(M) নেতা গৌতম দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল। গৌতম দেবের নিউটাউনের বাড়িতে গতকাল সেই গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দিল পুলিশ।

গৌতম দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
author img

By

Published : Mar 28, 2019, 7:19 AM IST

Updated : Mar 28, 2019, 8:18 AM IST

বিধাননগর, ২৮ মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করায় CPI(M) নেতা গৌতম দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল। গৌতম দেবের নিউটাউনের বাড়িতে গতকাল সেই গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দিল পুলিশ। একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করায় গৌতমবাবুর বিরুদ্ধে মামলা হয়। তবে অসুস্থতার জন্য গৌতমবাবু মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ায় এখনই গ্রেপ্তার করা হচ্ছে না তাঁকে।

এবিষয়ে গৌতমবাবু বলেন, "কোনও একটা মিটিং-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা মন্তব্য করেছিলাম। সেজন্য কেউ একজন কোর্টে গেছিল। তার পরিপ্রেক্ষিতে একটা ওয়ারেন্ট বেরিয়েছে। পুলিশ জানে আমি অসুস্থ। তাই আমার কাছে মেডিকেল কাগজ নিতে এসেছিল।"

কিছুদিন আগেই পড়ে গিয়ে হাড় ভেঙেছে। নার্ভের সমস্যায় ভুগছেন বহুবছর। অপারেশন করেও শারীরিক সমস্যার খুব বেশি সুরাহা হয়নি। শরীরে বয়সের ছাপ পড়েছে। তার মধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু তাতেও দমছেন না একদা উত্তর চব্বিশ পরগনায় CPI(M)-এর মুখ তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। সুস্থ হলেই তিনি রাজনীতিতে ফিরবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, "বিশ দিনের মধ্যে যদি ঘরোয়া মিটিং-এ যাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যা বলবো কটূক্তি না হলেও জ্বালাবে সে কথা।"

এবার ভোটে উত্তর চব্বিশ পরগনায় CPI(M)-এর ভোটের ফল নিয়ে গৌতমবাবু বলেন, "আমি খুব বেশি আশাবাদী না। দল খুব বেশি আসন পাবে বলছি না। তবে দমদম জিতব বলে টার্গেট করেছি। ব্যারাকপুরে কিছুটা অবস্থা ভাল। যদি ভোট কাটাকাটি হয় তবে হতে পারে। বসিরহাট আশা করছি না। আমি চেষ্টা করছি পনেরো-বিশ দিনের মধ্যে মিটিং-এ যেতে পারি কি না। বিশ দিনের মধ্যে যদি ঘরোয়া মিটিং এ যাই, তাহলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যা বলব, তা কটূক্তি না হলেও (মমতা বন্দ্যোপাধ্যায়কে) জ্বালাবে সে কথা।"

জোট না হওয়ায় দল বাড়তি সুবিধে থেকে বঞ্চিত হল মত গৌতমবাবুর। তিনি বলেন, "জোট না হওয়ায় বিরোধীরা অনেক বেশি না হলেও সুবিধে পেত তো বটেই। ভাল হল না। উচিত ছিল। সোমেন মিত্রের সঙ্গে এক-দুবার কথা হয়েছিল। তাতে মনে হয়েছিল জোট হবেই। জোটটা হওয়া উচিত ছিল।"

বিধাননগর, ২৮ মার্চ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করায় CPI(M) নেতা গৌতম দেবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হল। গৌতম দেবের নিউটাউনের বাড়িতে গতকাল সেই গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছে দিল পুলিশ। একটি জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করায় গৌতমবাবুর বিরুদ্ধে মামলা হয়। তবে অসুস্থতার জন্য গৌতমবাবু মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ায় এখনই গ্রেপ্তার করা হচ্ছে না তাঁকে।

এবিষয়ে গৌতমবাবু বলেন, "কোনও একটা মিটিং-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটা মন্তব্য করেছিলাম। সেজন্য কেউ একজন কোর্টে গেছিল। তার পরিপ্রেক্ষিতে একটা ওয়ারেন্ট বেরিয়েছে। পুলিশ জানে আমি অসুস্থ। তাই আমার কাছে মেডিকেল কাগজ নিতে এসেছিল।"

কিছুদিন আগেই পড়ে গিয়ে হাড় ভেঙেছে। নার্ভের সমস্যায় ভুগছেন বহুবছর। অপারেশন করেও শারীরিক সমস্যার খুব বেশি সুরাহা হয়নি। শরীরে বয়সের ছাপ পড়েছে। তার মধ্যেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। কিন্তু তাতেও দমছেন না একদা উত্তর চব্বিশ পরগনায় CPI(M)-এর মুখ তথা প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। সুস্থ হলেই তিনি রাজনীতিতে ফিরবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, "বিশ দিনের মধ্যে যদি ঘরোয়া মিটিং-এ যাই, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যা বলবো কটূক্তি না হলেও জ্বালাবে সে কথা।"

এবার ভোটে উত্তর চব্বিশ পরগনায় CPI(M)-এর ভোটের ফল নিয়ে গৌতমবাবু বলেন, "আমি খুব বেশি আশাবাদী না। দল খুব বেশি আসন পাবে বলছি না। তবে দমদম জিতব বলে টার্গেট করেছি। ব্যারাকপুরে কিছুটা অবস্থা ভাল। যদি ভোট কাটাকাটি হয় তবে হতে পারে। বসিরহাট আশা করছি না। আমি চেষ্টা করছি পনেরো-বিশ দিনের মধ্যে মিটিং-এ যেতে পারি কি না। বিশ দিনের মধ্যে যদি ঘরোয়া মিটিং এ যাই, তাহলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে যা বলব, তা কটূক্তি না হলেও (মমতা বন্দ্যোপাধ্যায়কে) জ্বালাবে সে কথা।"

জোট না হওয়ায় দল বাড়তি সুবিধে থেকে বঞ্চিত হল মত গৌতমবাবুর। তিনি বলেন, "জোট না হওয়ায় বিরোধীরা অনেক বেশি না হলেও সুবিধে পেত তো বটেই। ভাল হল না। উচিত ছিল। সোমেন মিত্রের সঙ্গে এক-দুবার কথা হয়েছিল। তাতে মনে হয়েছিল জোট হবেই। জোটটা হওয়া উচিত ছিল।"

Intro:Body:Conclusion:
Last Updated : Mar 28, 2019, 8:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.